গলা কাটা, ক্ষতবিক্ষত হাত! যাদবপুরের অধ্যাপকের মৃত্যু উত্তরাখণ্ডের হোটেলে, শোকস্তব্ধ সহকর্মীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মৈনাক পালের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে উত্তরাখণ্ডের হোটেল থেকে। তাঁর গলা এবং হাত কাটা ছিল। দেহ কলকাতায় নিয়ে আসা হবে রবিবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মৈনাক পাল প্রয়াত। উত্তরাখণ্ডের একটি হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। গলা এবং হাত কাটা ছিল তাঁর। মৈনাকের এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ©BANGLE TIMES #Jadavpur_University_Professor_Death