Nojoto: Largest Storytelling Platform

আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়া অনশনকারী পুলস্ত্য কে

আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়া অনশনকারী পুলস্ত্য কেমন আছেন, এনআরএস থেকে এই মুহূর্তের আপডেট

জয়দীপ বলেন, “পুলস্ত্য আচার্য সাত দিন ধরে অনশনে ছিলেন। টানা অনশনে থাকার ফলে তাঁর মানসিক সচেতনতা কমে যায়। তাঁর অবচেতন হওয়ার মতো পরিস্থিতি হয় এবং তাঁর পেটে ব্যথা হয়।”

অনশনকারী জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যকে সময় মতো হাসপাতালে ভর্তি করানো হলেও পরিস্থিতি এখনও সঙ্কটজনক। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। পুলস্ত্যের স্বাস্থ্যপরীক্ষার পর এমনটাই জানালেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের (এনআরএস) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জয়দীপ দেব।

©BANGLE TIMES #Junior_Doctors_Protest
আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়া অনশনকারী পুলস্ত্য কেমন আছেন, এনআরএস থেকে এই মুহূর্তের আপডেট

জয়দীপ বলেন, “পুলস্ত্য আচার্য সাত দিন ধরে অনশনে ছিলেন। টানা অনশনে থাকার ফলে তাঁর মানসিক সচেতনতা কমে যায়। তাঁর অবচেতন হওয়ার মতো পরিস্থিতি হয় এবং তাঁর পেটে ব্যথা হয়।”

অনশনকারী জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যকে সময় মতো হাসপাতালে ভর্তি করানো হলেও পরিস্থিতি এখনও সঙ্কটজনক। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। পুলস্ত্যের স্বাস্থ্যপরীক্ষার পর এমনটাই জানালেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের (এনআরএস) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জয়দীপ দেব।

©BANGLE TIMES #Junior_Doctors_Protest
bangletimes2800

BANGLE TIMES

New Creator