Nojoto: Largest Storytelling Platform

‘কুর্সি বাঁচানোর’ বাজেটের বিরুদ্ধে এককাট্টা ‘ইন্ডি

‘কুর্সি বাঁচানোর’ বাজেটের বিরুদ্ধে এককাট্টা ‘ইন্ডিয়া’, সংসদের বাইরে বিক্ষোভে রাহুল-কল্যাণ-অখিলেশরা

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর থেকেই কটাক্ষ শুরু করেছেন বিরোধী নেতারা। বুধবার সকালে সংসদ ভবনের বাইরে সমস্বরে বিক্ষোভে সামিল বিরোধীদের মিলিত মঞ্চ ‘ইন্ডিয়া’।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেট পেশ করার পর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। যে ভাবে বাংলা-সহ একাধিক রাজ্যকে ‘বঞ্চনা’ করে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে এই বাজেটকে ‘সরকার বাঁচানোর বাজেট’ বলে কটাক্ষ করছে বিরোধী দলগুলি। এ সবের মধ্যেই বুধবার সকালে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ‘ইন্ডিয়া’ শিবিরের নেতারা। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্য সাংসদও সামিল হয়েছেন বিক্ষোভে। মঙ্গলবার পেশ করা বাজেটকে ‘কুর্সি বাঁচাও বাজেট’ বলে সুর চড়িয়েছেন কল্যাণ-সহ অন্যান্য বিরোধী নেতারা। স্লোগান উঠতে থাকে ‘লজ্জার জনবিরোধী বাজেট’।

©BANGLE TIMES
  #Opposition_Protest