বিচার শুরু হচ্ছে অবশেষে, কিন্তু বিতর্ক কাটেনি! ধর্ষণ ও খুনে ‘ফাঁসানো’র তত্ত্বও উঠে আসতে পারে কোর্টে সোমবার থেকে শিয়ালদহ আদালতে শুরু আরজি করে ধর্ষণ ও খুনের মামলার বিচার প্রক্রিয়া। গত সোমবার এই মামলায় চার্জ গঠন হয়েছিল। চার্জ গঠনের এক সপ্তাহ পর শুরু হচ্ছে বিচার পর্ব। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সোমবার থেকে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে শিয়ালদহ আদালতে। রোজ এই মামলার শুনানি চলবে। ঘটনার পরদিনই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এক সিভিক ভলান্টিয়ারকে। এই মামলায় সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটেও অভিযুক্ত হিসাবে শুধু মাত্র তাঁরই নাম রয়েছে। গত সোমবার শিয়ালদহ আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এক সপ্তাহ পরে, সোমবার থেকে শুরু হচ্ছে বিচার পর্ব। ©BANGLE TIMES #R_G_Kar_Incident