Nojoto: Largest Storytelling Platform

আমরা আধুনিক যুগের অধিবাসী আমাদের প্রযুক্তির উপর ভ

আমরা আধুনিক যুগের অধিবাসী 
আমাদের প্রযুক্তির উপর ভরসা বেশি।
আমরা কেও হতে চাই না চাষী,
কিন্তু সবাই খেতে খুব ভালোবাসি।
আমরা বাঁচতে চাই শতবৎসর 
কিন্তু পৃথিবী কে করে চলেছি লস্কর।
কলকারখানার ধুঁয়া,গাছ কাটা, প্লাস্টিক জাতীয় 
ব্যাবহার করে পৃথিবী দূষণ করে চলছি।
আমাদের মৃত্যু কাল হয়েছে আসন্ন,
সবাই দেখো পৃথিবী আমার বিপন্ন।। #সেভ earth
আমরা আধুনিক যুগের অধিবাসী 
আমাদের প্রযুক্তির উপর ভরসা বেশি।
আমরা কেও হতে চাই না চাষী,
কিন্তু সবাই খেতে খুব ভালোবাসি।
আমরা বাঁচতে চাই শতবৎসর 
কিন্তু পৃথিবী কে করে চলেছি লস্কর।
কলকারখানার ধুঁয়া,গাছ কাটা, প্লাস্টিক জাতীয় 
ব্যাবহার করে পৃথিবী দূষণ করে চলছি।
আমাদের মৃত্যু কাল হয়েছে আসন্ন,
সবাই দেখো পৃথিবী আমার বিপন্ন।। #সেভ earth
ganeshchpathak3925

Ganesh

New Creator

#সেভ earth #poem