White "রাত্রি" ওহ্ রাত তুমি এত নিষ্ঠুর কেন হ্যাঁ তুমি নিষ্ঠুর কারণ মধ্যরাতে নিয়ে এসে চোখের ঘুম কেড়ে নিয়ে আমাদের সবাইকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করাও বারবার।। বলতে পারো কেন তোমার নাম শুনলে রাস্তার ধারে নরখাদকরা তোমার অপেক্ষায় থাকে, আর কেনই বা কাজ থেকে ফেরা সেই মেয়েটির বাবা তোমার নাম শুনে ভয়ে কেঁপে ওঠে ।। কেনই বা শত শত যুবক-যুবতীদের চোখের জলের কারণ হয়ে ওঠো তুমি, সত্যি বলছি "রাত" তুমি না আসলে হয়তো ভিন্ন ভিন্ন কারণে বদনাম হতো না আমার এই মাতৃভূমি ©sushant barman #good_night বাস্তবতা উদ্ধৃতি