Nojoto: Largest Storytelling Platform

আজ খুব ঝড় বৃষ্টি হচ্ছে। ঘর থেকে এক্ষুনি ফোন আসল ত

আজ খুব ঝড় বৃষ্টি হচ্ছে। ঘর থেকে এক্ষুনি ফোন আসল তারাতারি কাজ সেরে চলে আসতে। অনেক জিনিস মাথার মধ্যে ঘুরছে। অফিসের সমস্যা, কখন বেড়াতে পারব, ঘরে গিয়ে আবার সেই কাজ করতে হবে আর তার পর তাকিয়ে থাকো দেয়ালের দিকে।

তার মাঝে ফোনের দিকে আমি জানিনা কতক্ষণ ধরে তাকিয়ে। কোনো কল আসছে না, কোনো মেসেজ আসেনি। বিকেলে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল- "তোমার ছুটি কখন হয়?" এই প্রশ্নের সম্মুখীন ইদানীং আমাকে প্রায় এক সপ্তাহ ধরে হতে হচ্ছে। হয়তো ওর মনে হয়েছে আমি ওকে এড়িয়ে যাচ্ছি কিন্তু তা নয়। নিজেকে কাজের মধ্যে এতটাই ঢুকিয়ে দিয়েছি কি নিজের দিকে দেখা ভুলে গেছি। অনেক বার আলাদা আলাদা ভাবে ও বলে গেছে কিন্তু আমার আর ওর সময় এত আলাদা কি আমি যদি একদম সময় করেও বেড়াই তাহলেও আমাদের কোনো দেখা হবে না। এই কথাটা ওকে বলেছিলাম। জানিনা কতটা বুঝেছে কিন্তু যখন যখন "ওকে" লিখত তখন তখন ভাবতাম- "কত বার বলেছি, নিজের মনের কথা এত চেপে না রাখতে। সারা রাজ্যের কথা বলত কিন্তু যখন চুপ হয়ে যেত তখন শুধু একটা কথা- বাদ দাও, ছাড়ো।"

আমি নিজের মধ্যে থেকে বেড়িয়ে আবার একই কথা লিখলাম- "আমার ছুটি হতে দেরি আছে।" প্রায় ১০-১৫ মিনিট কোনো রিপ্লাই নেই। তার পরে একটা মেসেজ আসে "আমি তোমাকে রোজ বলতে থাকি।" ব্যস তারপরে এবার আমাকে ভেবে নিতে হবে। এইটা ও প্রায় করে এসেছে আমার সাথে। কিছুটা বলে ছেড়ে দেয, স্পষ্ট কথা না। বাকি এবার বুঝতে হবে। আগে ওকে বলেছিলাম- "মাঝে মাঝে ভাবি, তোর সাথে কথা বলা কম, কে.বি.সি খেলা বেশি হয় আমার।"

যা যাবতীয় জিনিস ছিল ব্যাগে রেখে হন হন করে দৌড় মারি। ঘড়ি তে তখন ৬:৩৫. ওকে বললাম- "আজ বস থেকে নেমে ওয়েট করবি। আমি বেড়িয়ে গেছি।" 
"আমি কতক্ষণ দাড়াবো। রাত ৯ টায় বাড়ি যাবো?" বৃষ্টি হচ্ছিল ভালোই জোরে। এদিকে আমার বস সেই এক জায়গায় আধা ঘন্টা ধরে দাড়িয়ে। 

"আজ তাও থাকবি।" আমি এখনও জানিনা আমি কি ভাবে জোর খাটিয়ে ওকে বললাম কেননা এত বছরে আমি কখনো ওকে জোর করে থাকতে বলিনি। একবার থাকার কথা বলেছিলাম কিন্তু সেটা অন্য কারনে, যেটা হয়েনি। 

আমি ভাড়া দিয়ে বস থেকে নামলাম আর দেখলাম আগের একটা স্টপেজে একটা ম্যাজিক গাড়ি দাড়িয়ে কিন্তু ফাঁকা। সিগন্যাল খোলার আগে দৌড় মারলাম, দেখলাম ৭:২২। ও আমার খোঁজ নিয়ে যাচ্ছে। কল করে বললাম- "আমি শাটলে উঠেছি, আশা করি এসে যাবো তারাতারি।" ফোন রেখে মেসেজ দেখলাম, দেখি লিখেছে- "আসতে প্রায় এক ঘন্টা লেগে যাবে।" ভুল বলেনি কথাটা কেননা এই সময় রাস্তায় প্রচুর ভির থাকে। আরও আধা ঘন্টা শুধু একটা প্যাসেঞ্জারের জন্য দাড়িয়ে থাকল। ৮:০০ বেজে গেছে।

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #bengaliquote
আজ খুব ঝড় বৃষ্টি হচ্ছে। ঘর থেকে এক্ষুনি ফোন আসল তারাতারি কাজ সেরে চলে আসতে। অনেক জিনিস মাথার মধ্যে ঘুরছে। অফিসের সমস্যা, কখন বেড়াতে পারব, ঘরে গিয়ে আবার সেই কাজ করতে হবে আর তার পর তাকিয়ে থাকো দেয়ালের দিকে।

তার মাঝে ফোনের দিকে আমি জানিনা কতক্ষণ ধরে তাকিয়ে। কোনো কল আসছে না, কোনো মেসেজ আসেনি। বিকেলে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল- "তোমার ছুটি কখন হয়?" এই প্রশ্নের সম্মুখীন ইদানীং আমাকে প্রায় এক সপ্তাহ ধরে হতে হচ্ছে। হয়তো ওর মনে হয়েছে আমি ওকে এড়িয়ে যাচ্ছি কিন্তু তা নয়। নিজেকে কাজের মধ্যে এতটাই ঢুকিয়ে দিয়েছি কি নিজের দিকে দেখা ভুলে গেছি। অনেক বার আলাদা আলাদা ভাবে ও বলে গেছে কিন্তু আমার আর ওর সময় এত আলাদা কি আমি যদি একদম সময় করেও বেড়াই তাহলেও আমাদের কোনো দেখা হবে না। এই কথাটা ওকে বলেছিলাম। জানিনা কতটা বুঝেছে কিন্তু যখন যখন "ওকে" লিখত তখন তখন ভাবতাম- "কত বার বলেছি, নিজের মনের কথা এত চেপে না রাখতে। সারা রাজ্যের কথা বলত কিন্তু যখন চুপ হয়ে যেত তখন শুধু একটা কথা- বাদ দাও, ছাড়ো।"

আমি নিজের মধ্যে থেকে বেড়িয়ে আবার একই কথা লিখলাম- "আমার ছুটি হতে দেরি আছে।" প্রায় ১০-১৫ মিনিট কোনো রিপ্লাই নেই। তার পরে একটা মেসেজ আসে "আমি তোমাকে রোজ বলতে থাকি।" ব্যস তারপরে এবার আমাকে ভেবে নিতে হবে। এইটা ও প্রায় করে এসেছে আমার সাথে। কিছুটা বলে ছেড়ে দেয, স্পষ্ট কথা না। বাকি এবার বুঝতে হবে। আগে ওকে বলেছিলাম- "মাঝে মাঝে ভাবি, তোর সাথে কথা বলা কম, কে.বি.সি খেলা বেশি হয় আমার।"

যা যাবতীয় জিনিস ছিল ব্যাগে রেখে হন হন করে দৌড় মারি। ঘড়ি তে তখন ৬:৩৫. ওকে বললাম- "আজ বস থেকে নেমে ওয়েট করবি। আমি বেড়িয়ে গেছি।" 
"আমি কতক্ষণ দাড়াবো। রাত ৯ টায় বাড়ি যাবো?" বৃষ্টি হচ্ছিল ভালোই জোরে। এদিকে আমার বস সেই এক জায়গায় আধা ঘন্টা ধরে দাড়িয়ে। 

"আজ তাও থাকবি।" আমি এখনও জানিনা আমি কি ভাবে জোর খাটিয়ে ওকে বললাম কেননা এত বছরে আমি কখনো ওকে জোর করে থাকতে বলিনি। একবার থাকার কথা বলেছিলাম কিন্তু সেটা অন্য কারনে, যেটা হয়েনি। 

আমি ভাড়া দিয়ে বস থেকে নামলাম আর দেখলাম আগের একটা স্টপেজে একটা ম্যাজিক গাড়ি দাড়িয়ে কিন্তু ফাঁকা। সিগন্যাল খোলার আগে দৌড় মারলাম, দেখলাম ৭:২২। ও আমার খোঁজ নিয়ে যাচ্ছে। কল করে বললাম- "আমি শাটলে উঠেছি, আশা করি এসে যাবো তারাতারি।" ফোন রেখে মেসেজ দেখলাম, দেখি লিখেছে- "আসতে প্রায় এক ঘন্টা লেগে যাবে।" ভুল বলেনি কথাটা কেননা এই সময় রাস্তায় প্রচুর ভির থাকে। আরও আধা ঘন্টা শুধু একটা প্যাসেঞ্জারের জন্য দাড়িয়ে থাকল। ৮:০০ বেজে গেছে।

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #bengaliquote
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon26