অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা হায়দরাবাদে, ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে মহিলার মৃত্যুর পর পদক্ষেপ বুধবার ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। তার পর হায়দরাবাদ পুলিশ অল্লু অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিম এবং প্রেক্ষাগৃহের বিরুদ্ধে মামলা করেছে। দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করল হায়দরাবাদ পুলিশ। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা দলটির বিরুদ্ধেও মামলা করা হয়েছে। হায়দরাবাদে যে প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের জন্য তিনি গিয়েছিলেন, সেই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বুধবার রাতে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। তার পরেই অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ। ©BANGLE TIMES #Allu_Arjun