যার যেখানে যাওয়ার সে যাবেই, রাস্তায় কিছুক্ষণ সাথে থাকা সবসময় হয় না। যতই যত্ন করে নেয়া যাক সাথে থাকার, রাস্তা পালটে গেলে হাত ধরে রাখা যায় না। তার পিছনে তাকানোর আশা থাকে, শেষ বারের মত দেখার ইচ্ছা থাকে, যখন সে চলে যায় বিনা কোন দ্বিধায়, সব জেনেও নিজেকে সামলানো যায় না। দোষ তার নয়, আমিই তার দিকে তাকিয়ে ছিলাম, সে কখনো হাত ধরেনি, আমিও হাত পিছিয়ে রেখেছিলাম। কিন্তু এর মধ্যেও যে ছোট একটা গল্প আছে, যার ব্যপারে কখনো কোন উল্লেখ করা হয় না। ©Ananta Dasgupta #seagull #anantadasgupta #Bengali_poem #bengalipoetry