Nojoto: Largest Storytelling Platform

রাত যে আর শেষ হচ্ছেনা মা, ভোর কবে দেখবো? আবার কবে

রাত যে আর শেষ হচ্ছেনা মা, ভোর কবে দেখবো?
আবার কবে প্রাণ খুলে আমরা নিশ্বাস নিবো?
মা, এ শহরে কী আবার পুরোনো রঙে রাঙবে?
ঘুমন্ত সময় পুনরায় কিভাবে জাগবে?

ঘুমাও বাবা, স্বপ্ন দেখো পুরাতন সেই সময়ের,
পৃথিবী জুড়ে সমাগম সুস্থ সবল মানুষের, 
কষ্ট গুলো ক্ষনস্থায়ী হয়, ধৈর্য এটু ধরো,
ভীত হৃদয় ফিরে পাবে তাদের প্রাণ আবারো।

ঘুম আসছে না মা, সময়টা কেনো এতটা নিষ্ঠুর হয়ে গেলো,
সূর্য ঠিকি উঠছে কিন্তু দিচ্ছে না কোনো আলো,
আচ্ছা মা, বন্ধুদের সাথে আবার কবে পুরনো আড্ডায় মাতবো?
নাকি তাদের না দেখেই মরে যাবো?

ছিঃ ছিঃ যা তা বলছিস কেনো খোকা,
আবারো হবে তোর বন্ধুদের সাথে দেখা,
সময় এখন প্রতিকূল বিধায়, বিলম্বতায় ভুঘছে জীবন,
সৃষ্টি কর্তা আবারো করবেন নতুন দিনের উদঘাটন। #কবে
রাত যে আর শেষ হচ্ছেনা মা, ভোর কবে দেখবো?
আবার কবে প্রাণ খুলে আমরা নিশ্বাস নিবো?
মা, এ শহরে কী আবার পুরোনো রঙে রাঙবে?
ঘুমন্ত সময় পুনরায় কিভাবে জাগবে?

ঘুমাও বাবা, স্বপ্ন দেখো পুরাতন সেই সময়ের,
পৃথিবী জুড়ে সমাগম সুস্থ সবল মানুষের, 
কষ্ট গুলো ক্ষনস্থায়ী হয়, ধৈর্য এটু ধরো,
ভীত হৃদয় ফিরে পাবে তাদের প্রাণ আবারো।

ঘুম আসছে না মা, সময়টা কেনো এতটা নিষ্ঠুর হয়ে গেলো,
সূর্য ঠিকি উঠছে কিন্তু দিচ্ছে না কোনো আলো,
আচ্ছা মা, বন্ধুদের সাথে আবার কবে পুরনো আড্ডায় মাতবো?
নাকি তাদের না দেখেই মরে যাবো?

ছিঃ ছিঃ যা তা বলছিস কেনো খোকা,
আবারো হবে তোর বন্ধুদের সাথে দেখা,
সময় এখন প্রতিকূল বিধায়, বিলম্বতায় ভুঘছে জীবন,
সৃষ্টি কর্তা আবারো করবেন নতুন দিনের উদঘাটন। #কবে