Nojoto: Largest Storytelling Platform

মেঘময় অজ্ঞাত আকাশের বুকে আঁচল পাতি, টলমলে জলকণার

মেঘময় অজ্ঞাত আকাশের বুকে আঁচল পাতি, টলমলে জলকণার লোভে,
ঝুরো মেঘেরা বড্ড ফাঁকি দেয় লাল বিন্দি আঁকা চওড়া কপালের মালকিনকে,
আদুরে একটা দৃষ্টি বুলিয়ে মরচে পড়া সূচের এফোঁড়-ওফোঁড়ে মেঘ বুনি মনে মনে,
কপালের চোখ আকাশে তুলি, বুনো মেঘের শরীর ফস্কে কখন যে তিন পশলার বৃষ্টিটা আসবে!

মেঘের পরে মেঘ জমে, আলগা সুতোর সেলাইয়ে শুধু বৃষ্টিটা গলে যায় আনমনে,
তারপর অষ্টপ্রহর ধরে চলে মেঘ কষাকষি, চড়া চিৎকারের ঝিলিক এঁকে দেয় বজ্র-নক্সা।
চলন্ত নিঃশ্বাসের ঝোড়ো দাপটে খড়কুটোরা ছন্নছাড়ার মতো এদিক ওদিক ছুটে বেড়ায়,
হঠাৎই তেষ্টা লাগে মেঘে মেঘে, এক ছটাক আর্দ্রতার অভাবে খাদ্যনালীর কোষ-ঘর শুকিয়ে মরে।

 ঈশান কোণে লেপটে থাকা সদ্যজাত মেঘটা আবার টানে আমাকে, ভয় হয় !
তবুও তন্ময় হয়ে হাত বাড়াই, মন-মেঘের ঘরে ছিটেফোঁটা বৃষ্টিতে গলা ভেজানোটা খুব দরকার।।
                      
                                   -শ্রীতমা 
#কবিতাদিন৩ #yqdada #challenge  
#এটুকুই_পাওয়া
মেঘময় অজ্ঞাত আকাশের বুকে আঁচল পাতি, টলমলে জলকণার লোভে,
ঝুরো মেঘেরা বড্ড ফাঁকি দেয় লাল বিন্দি আঁকা চওড়া কপালের মালকিনকে,
আদুরে একটা দৃষ্টি বুলিয়ে মরচে পড়া সূচের এফোঁড়-ওফোঁড়ে মেঘ বুনি মনে মনে,
কপালের চোখ আকাশে তুলি, বুনো মেঘের শরীর ফস্কে কখন যে তিন পশলার বৃষ্টিটা আসবে!

মেঘের পরে মেঘ জমে, আলগা সুতোর সেলাইয়ে শুধু বৃষ্টিটা গলে যায় আনমনে,
তারপর অষ্টপ্রহর ধরে চলে মেঘ কষাকষি, চড়া চিৎকারের ঝিলিক এঁকে দেয় বজ্র-নক্সা।
চলন্ত নিঃশ্বাসের ঝোড়ো দাপটে খড়কুটোরা ছন্নছাড়ার মতো এদিক ওদিক ছুটে বেড়ায়,
হঠাৎই তেষ্টা লাগে মেঘে মেঘে, এক ছটাক আর্দ্রতার অভাবে খাদ্যনালীর কোষ-ঘর শুকিয়ে মরে।

 ঈশান কোণে লেপটে থাকা সদ্যজাত মেঘটা আবার টানে আমাকে, ভয় হয় !
তবুও তন্ময় হয়ে হাত বাড়াই, মন-মেঘের ঘরে ছিটেফোঁটা বৃষ্টিতে গলা ভেজানোটা খুব দরকার।।
                      
                                   -শ্রীতমা 
#কবিতাদিন৩ #yqdada #challenge  
#এটুকুই_পাওয়া