Nojoto: Largest Storytelling Platform

আর কত কাঁদবে হৃদয়, শোকদগ্ধ ভরে অগোচরে; তোমার উষ্ণ

আর কত কাঁদবে হৃদয়, শোকদগ্ধ ভরে অগোচরে;
তোমার উষ্ণ স্নেহের পরশে, সারুক ক্ষত চিরতরে। আজ  KANKANA SARKAR -এর লেখা এই দুটি লাইন রইলো তোমাদের জন্য। 

#Collab করো দু'লাইনে তোমার মনের ভাবনা, অবশ্যই অন্ত্যমিল রেখে।

*শর্তগুলি হলো: ১) উষ্ণীষ-এর দেওয়া কোলাব লাইন দুটির শেষ শব্দের সাথে তোমার লেখা লাইনের শেষ শব্দের যেন অন্ত্যমিল হয়।
২) লেখার সময় অবশ্যই  তোমার
 কোলাব অপশনটি অফ্ (বন্ধ) রেখো।
_____________________________
আর কত কাঁদবে হৃদয়, শোকদগ্ধ ভরে অগোচরে;
তোমার উষ্ণ স্নেহের পরশে, সারুক ক্ষত চিরতরে। আজ  KANKANA SARKAR -এর লেখা এই দুটি লাইন রইলো তোমাদের জন্য। 

#Collab করো দু'লাইনে তোমার মনের ভাবনা, অবশ্যই অন্ত্যমিল রেখে।

*শর্তগুলি হলো: ১) উষ্ণীষ-এর দেওয়া কোলাব লাইন দুটির শেষ শব্দের সাথে তোমার লেখা লাইনের শেষ শব্দের যেন অন্ত্যমিল হয়।
২) লেখার সময় অবশ্যই  তোমার
 কোলাব অপশনটি অফ্ (বন্ধ) রেখো।
_____________________________