Nojoto: Largest Storytelling Platform

বর্ষামঙ্গল (5) ___মেঘবালক (সৈকত বন্দ্যোপাধ্যায়) *

বর্ষামঙ্গল (5)
___মেঘবালক (সৈকত বন্দ্যোপাধ্যায়)
**********************************
মৃত্যুর ঠোঁট ছুঁয়ে যে বৃষ্টি পুনর্জন্মের অপেক্ষায় -
আমি তার কথা বলছি না। 

 যে বৃষ্টি 'আপন মনে গড়িয়ে পড়ে
পদ্মনাভিমূলে -জননে'র ঝাঁপি খুলে -
আমি তার'ও কথা বলছি না!

মহেঞ্জদাড়োর কোনো 'বুড়ো যখ 'মেঘে 
ছটফট করছে যে-' নন্দিনী বৃষ্টি ' -হাত ধরেছে হাহাকারের! 
আমি -তার কথা বলছি। 

পক্ষীরাজ '-তুমি তারজন্য নিয়ে যাও -
ষোড়শ বর্ষীয় 'অমিত '।
সীমন্তিনীর সিঁদুর -শাখা -আলতা
চেরাপুিঞ্জর '-পুরোনো ডাকটিকিট
নীড় নির্বাণের -তীব্র আকুলতা!

শুধু, কথা দাও জানবেনা সে কোনদিনই -কে 'পাঠালো !

প্রাপকের প্রাপ্তি -প্রেরকের তৃপ্তি
আমাদের তৃতীয় পৃথিবী।
      তিনে মিলে
  নিরাভরণ -ভেজার উৎসব!!
...............
................... #বর্ষামঙ্গল  Sangita Maiti
বর্ষামঙ্গল (5)
___মেঘবালক (সৈকত বন্দ্যোপাধ্যায়)
**********************************
মৃত্যুর ঠোঁট ছুঁয়ে যে বৃষ্টি পুনর্জন্মের অপেক্ষায় -
আমি তার কথা বলছি না। 

 যে বৃষ্টি 'আপন মনে গড়িয়ে পড়ে
পদ্মনাভিমূলে -জননে'র ঝাঁপি খুলে -
আমি তার'ও কথা বলছি না!

মহেঞ্জদাড়োর কোনো 'বুড়ো যখ 'মেঘে 
ছটফট করছে যে-' নন্দিনী বৃষ্টি ' -হাত ধরেছে হাহাকারের! 
আমি -তার কথা বলছি। 

পক্ষীরাজ '-তুমি তারজন্য নিয়ে যাও -
ষোড়শ বর্ষীয় 'অমিত '।
সীমন্তিনীর সিঁদুর -শাখা -আলতা
চেরাপুিঞ্জর '-পুরোনো ডাকটিকিট
নীড় নির্বাণের -তীব্র আকুলতা!

শুধু, কথা দাও জানবেনা সে কোনদিনই -কে 'পাঠালো !

প্রাপকের প্রাপ্তি -প্রেরকের তৃপ্তি
আমাদের তৃতীয় পৃথিবী।
      তিনে মিলে
  নিরাভরণ -ভেজার উৎসব!!
...............
................... #বর্ষামঙ্গল  Sangita Maiti

#বর্ষামঙ্গল @Sangita Maiti #poem