Nojoto: Largest Storytelling Platform

একটা ডায়রি পেলাম, ভাবছি কি লিখবো। লিখে ফেলব অফিস

একটা ডায়রি পেলাম, ভাবছি কি লিখবো। 
লিখে ফেলব অফিসের সমস্ত অগোছালো হিসাব
নাকি রেখে দেব পাতা গুলো ফাঁকা সব
নোট করব বসের এক এক জিনিস তারিখে ফেলে, 
যদি ভবিষ্যতে এই কথা যদি কাজেও ফলে! 
নাকি ঘরে নিয়ে আসব, মাসের হিসাবের জন্য, 
খাতায় ভর্তি থাকবে আয় ব্যয়ের অরন্য। 
কাউকে দেওয়া যাবে না, ওখানে যে নাম রয়েছে আমার
বাচ্চা নেই যাকে দিলে বানাতে পাড়বে নিজের আঁকার সংসার
তাহলে কি নিজে ব্যবহার করব? 
নিজের জন্য কিছু লিখবো? 
লিখবো সমস্ত কথা যা গোপন আছে কোন গভীর অন্ধকারে
লিখবো কত জায়গায় না গিয়েও কি ভাবে ঘোরা যায়। 
জানা অজানা কিছু অভিজ্ঞতা, জানা অজানা কিছু ভুল। 
লিখবো পাশ থেকে গিয়েও না নেয়া সেই গোলাপ ফুল। 
এই ভাবে লিখলে তো খাতা ভরে যাবে যে, 
আমার কল্পনা আর আশার ভাড় নিতে পারবে না সে। 
বরঞ্চ এটাকে আপাতত রাখি এমনি, প্যাক করা। 
এখনও যে বাকি আছে আবার ভাংগা, আবার গড়া।

©Ananta Dasgupta #Pinterest #anantadasgupta #Bengali_poem #bengaliwriter
একটা ডায়রি পেলাম, ভাবছি কি লিখবো। 
লিখে ফেলব অফিসের সমস্ত অগোছালো হিসাব
নাকি রেখে দেব পাতা গুলো ফাঁকা সব
নোট করব বসের এক এক জিনিস তারিখে ফেলে, 
যদি ভবিষ্যতে এই কথা যদি কাজেও ফলে! 
নাকি ঘরে নিয়ে আসব, মাসের হিসাবের জন্য, 
খাতায় ভর্তি থাকবে আয় ব্যয়ের অরন্য। 
কাউকে দেওয়া যাবে না, ওখানে যে নাম রয়েছে আমার
বাচ্চা নেই যাকে দিলে বানাতে পাড়বে নিজের আঁকার সংসার
তাহলে কি নিজে ব্যবহার করব? 
নিজের জন্য কিছু লিখবো? 
লিখবো সমস্ত কথা যা গোপন আছে কোন গভীর অন্ধকারে
লিখবো কত জায়গায় না গিয়েও কি ভাবে ঘোরা যায়। 
জানা অজানা কিছু অভিজ্ঞতা, জানা অজানা কিছু ভুল। 
লিখবো পাশ থেকে গিয়েও না নেয়া সেই গোলাপ ফুল। 
এই ভাবে লিখলে তো খাতা ভরে যাবে যে, 
আমার কল্পনা আর আশার ভাড় নিতে পারবে না সে। 
বরঞ্চ এটাকে আপাতত রাখি এমনি, প্যাক করা। 
এখনও যে বাকি আছে আবার ভাংগা, আবার গড়া।

©Ananta Dasgupta #Pinterest #anantadasgupta #Bengali_poem #bengaliwriter
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon27