Nojoto: Largest Storytelling Platform
agnivabhowmick7167
  • 22Stories
  • 52Followers
  • 90Love
    0Views

Agniva Bhowmick

mass communication student

  • Popular
  • Latest
  • Video
07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

Amidst all these, only the ceiling fan above the head found his partner. From now on both of them will swing together. #death
07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

লুটিয়ে পড়া ভালোবাসাটা 
আজ মাথা তুলে দাঁড়াতে চাইছে।।।।

অভাব ছিল ইচ্ছেটুকুর 
যা আবার সাড়া জাগাচ্ছে #সাড়া

#সাড়া #Quote

07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

আজও পাশাপাশি আমরা দুজন 
তবুও দূরত্বটা লক্ষ যোজন।।

07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

কিছু কিছু জিনিস 
কোনো সুন্দর মোড়ে 
ছেড়ে আসা ভালো।।

এতে জিনিসটা ছেড়ে যায় না 
বরং সেই মোড়টা 
আরও সুন্দর করে গড়ে তোলার 
ইচ্ছাটা বেড়ে যায়।। #শেষ

#শেষ #Quote

07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

বাইরে তখন খুব বৃষ্টি পড়ছে, 
আর সে 
আমায় জড়িয়ে ধরে কাঁদছে।।
আমার কিছু বলার ছিল না
তার বলা সবেমাত্র শেষ হয়েছে।। #বলা

#বলা #Quote

07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

বৃষ্টি তুই সৃষ্টি
হতে পারতিস
ঝড়ে পড়তিস 
খুঁটে খুঁটে ভালোবাসতিস।। 

বেখায়ালে বসে বসে 
মনে পড়ে
বৃষ্টি ঝড়ে পড়ে
আমারই উপরে।। 

তুই থাকলে 
মনে পড়লে
চিঠি লিখবি 
ভুল করে 
ভুল হলে 
ছিড়ে দিবি।।

বৃষ্টি পড়ে ঝুপঝাপ 
কেন চুপচাপ?
তোমার হাসি ঝড়ে পড়ে 
শুধু ধুপধাপ।। #বৃষ্টি

#বৃষ্টি #Music

07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

চল চলে যাই,
দূরের ঐ নীল সীমানায় 
চল দিন কাটাই,
হাতে হাত রেখে দুজনায়।।

কেমন যে হয়,
তোকে ছাড়া শুধু অকারণ,
আজ ডাকনামে
তোর মনের চিঠি পড়া বারণ।। 

আজ পড়তে দে
ভুলে থাকতে দে 
তোর নাম ধরে, 
আমার দিন কাটে 
শুধু রাত কাটে
তোর ভালোবাসারই সাগরে।। #শেষ

#শেষ #Music

07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

বাংলা আবার লাল হয়েছে
রক্ত ঝরছে আবার 
ভুয়ো রঙের রাজনীতিতে 
লাল রঙের ভাগটা সবার।।।

গণতন্ত্রের ভুয়ো বাণী 
শোনা যায় যাদের মুখে
রক্ষকই আজ ভক্ষক হয়ে 
গণতন্ত্রকেই মারছে গলাটিপে।।

গণতন্ত্রের তন্ত্র সাধনায় 
বলি হত কত 
মরছে যারা ধিকে ধিকে
তাদের খবর কি তা রাখো?

আরও মৃত্যু, আরও লাস 
রক্ত গঙ্গা হয়ে 
গণতন্ত্রের মন্ত্র গাইছে তারা 
রক্ত পিশাচ হয়ে।। #বালেরগণণন্ত্র

#বালেরগণণন্ত্র

07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

তখন সময় সন্ধ্যে 
আমি তোমায় নিয়ে দ্বন্দ্বে ,  
পাশে এসে দাঁড়াও যখন
মেতে উঠি তোমারই গন্ধে।।

দিনের শেষের নীলে 
তুমি যখন ধরা দিলে,
ক্লান্ত বাতাস বলল আমায় 
তুমি নাকি আমার হলে!!!!

তুমি সামনে আমার স্বচ্ছ 
তোমার স্পর্শ যে চায় মন।।
মোদের মাঝে কাঁচের দেওয়াল, 
ছিড়ছে চিঠি কারণে অকারণ। #শেষনীল #কাচেরদেওয়াল

#শেষনীল #কাচেরদেওয়াল #poem

07afee6da89e69ff8ed12bb5a534a8d2

Agniva Bhowmick

বিক্রম সেতো বীরই,
মানতে জানে না হার।
সফলত  সেও তো তুচ্ছ,
সে যে ইতিহাস লেখার কারিগর। #বিক্রম

#বিক্রম

loader
Home
Explore
Events
Notification
Profile