Nojoto: Largest Storytelling Platform
nakshatramitra4345
  • 13Stories
  • 45Followers
  • 64Love
    446Views

Nakshatra Mitra

I'm never tired of beginning where others end

  • Popular
  • Latest
  • Video
171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

আগুন চাই

অনেক হতাশার ভিড়ে এক আত্মীয়ের মুখের মত

জীবনের অনেক সময় ভিড় করে থাকে

     তোমার সহজ হাতছানিও তখন কঠিন করে ফেলি –

অনেক – অনেক হতাশার ভিড়ে

সেই আত্মীয় খুঁজে ফিরি ।।

 

তারা আসবে বলে আবিরে সোহাগে মাখামাখি

আদুরে আসনে বরন সাজাই ।।

প্রদীপ জাগ-হাড়ি পুরোহিত প্রসাদ

আমার অস্থিসজ্জায় হোম –

কিন্তু –

আগুন ?

     একটু আগুন পাই কোথায় ?

 

আগুন জ্বালাতে জ্বালাতে প্রস্তরযুগও পেরিয়ে এসেছি আমি

একটু আগুন যদি জ্বালিয়ে দাও –

     আমি হোম হতে পারি –

     ধুপ হতে পারি –

আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি –

একটু আগুন –

একটু আগুন যদি জ্বালিয়ে দাও ।।

©Nakshatra Mitra
171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

কথা ছিল কাল সারারাত
এক মাতাল করা ঝোড়ো জ্যোৎস্না
আমার কড়িকাঠ বেয়ে নেমে আসা
ঈষৎ পান্ডুর মেঘ ঝরা সন্ধ্যা
…….আর সেই কোন ছেলেবেলার ভেসে আসা
কত শত মুখ দেউড়ির খিড়কি দিয়ে
অনেক মুখের থেকে মুখ ধার করে –
ভোরের আলোয় লাল হয়ে যাবে ৷
অনেক মুখের থেকে মুখ
ঠিক মানুষের মুখের মত মুখ –

রাত্রির শরীরে মুখ লুকিয়ে অনেক কেঁদেছি আমি ৷৷

অনেক রাত অবধি শুধু শীতল হাওয়া
শিরশিরে ঠান্ডা হাওয়া….
অনেক কেঁদেছি আমি
তারপর….
ঘুমিয়ে গেছি কখন ৷৷

অদ্ভুত সুন্দর এক ভোর, রমণীর মুখের মত
কখন সে ঠান্ডা বাতাস হয়ে গেছে বসন্ত….. ৷৷
তোমার লাল ফোঁটার মত ভোরে –
আমি আজও খুঁজে ফিরি ……

অনেক মুখের থেকে মুখ
ঠিক মানুষের মুখের মত মুখ ৷৷

©Nakshatra Mitra
  কথা ছিল কাল সারারাত

কথা ছিল কাল সারারাত #কবিতা

171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

এতো সহজেই ভালোবেসে ফেলি কেন! বুঝি না আমার রক্তে কি আছে নেশা- দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত? সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু- না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। ...

©Nakshatra Mitra
171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে… এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ? বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো। ...

©Nakshatra Mitra
  #Stoprapehangtilldeath
171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

আমার কষ্টগুলো আমারি থাক বৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুক ঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোক সকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুক আর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই। এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ? চোখ দিয়ে ঝরা জলের মূল্য যে কত তা হয়তোবা কোনদিন কল্পনাও ...

©Nakshatra Mitra
  আমার কষ্টগুলো আমারই থাক

আমার কষ্টগুলো আমারই থাক #কবিতা

171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

ইচ্ছে করে রাজা হতে,
যদি রাজা হতাম,
আমার রাজ্যের বর্ষ শুরু হতো বঙ্গাব্দে,
শুধু গণিতেই হতো তারিখ গণনা,
আমি বদলে দিতাম বর্ষপঞ্জির ভিনদেশি লেখাগুলো,
প্রতিটি পাতায় বসিয়ে দিতাম বৈশাখ থেকে চৈত্র,
মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নিতাম আমার ভাষা,
সাজিয়ে দিতাম ষড়ঋতুর মধুর বারোটি মাস।

ইচ্ছে করে রাজা হতে,
যদি রাজা হতাম,
আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা হতো শুধুই বাংলাতে,
বাংলাতেই হতো দেশের সর্বস্তরের কারুকাজ,
আমি মুছে দিতাম কর্মস্থলের দেয়ালে টানানো ভিনদেশি শব্দগুলো,
প্রতিটি বিজ্ঞাপনে লিপিবদ্ধ করে দিতাম আমার প্রাণের ভাষা,
যে ভাষার জন্য রক্ত ঝরেছিলো বাহান্নতে,
সেই ভাষা সাজিয়ে নিতাম হৃদয়ের সমস্ত মাধুরী দিয়ে।

©Nakshatra Mitra
  ইচ্ছে করে রাজা হতে

ইচ্ছে করে রাজা হতে #কবিতা

171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

#HariOmShivShakti
171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

171b0ed0dc6e723f6f30d841d8d3ed5d

Nakshatra Mitra

loader
Home
Explore
Events
Notification
Profile