Find the Best yqbangla Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutdevil and angel love quotes, my angel quotes love, angadi theru images with quotes, angel love quotes, angry love quotes,
শুভেন্দু মুখার্জি
তাহলে উষ্ণতা কি অবশিষ্ট আছে! তোমার উষ্ণতা র ছোঁয়া আমার যে এখনো বাকি আছে পিপীলিকার লাইন বুঝিয়ে দিচ্ছে তারা তাদের খাদ্য পেয়ে গেছে মনটা আজ ভেঙে গেছে আড্ডা টা আজ এখানেই ভেঙে যাচ্ছে। আজ দাদার সাথে #collab করো #cha নিয়ে ঠান্ডা হতে বসা চা দেখলে কী করবে? #yqdada #yqbangla #yqbengali #bangla #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada বাঙালির আড্ডার সাথী না থাকা মানে গল্পের সমাপ্তি। ঠিক বুঝিয়ে লিখতে পারলাম না।
আজ দাদার সাথে #Collab করো #Cha নিয়ে ঠান্ডা হতে বসা চা দেখলে কী করবে? #yqdada #yqbangla #yqbengali #Bangla #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada বাঙালির আড্ডার সাথী না থাকা মানে গল্পের সমাপ্তি। ঠিক বুঝিয়ে লিখতে পারলাম না।
read moreশুভেন্দু মুখার্জি
গা ছম ছম কি হয় কি হয়!! আজ ভয়কে শিরোনামে রেখে কোলাব করে লিখে ফেলো একটা কোনো কবিতা বা গল্প বা কোনো কোট। ক্যাপশনে রেখো: #Voy #yqdada #yqbangla #yqbengali #bangla #collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada
আজ ভয়কে শিরোনামে রেখে কোলাব করে লিখে ফেলো একটা কোনো কবিতা বা গল্প বা কোনো কোট। ক্যাপশনে রেখো: #Voy #yqdada #yqbangla #yqbengali #Bangla #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada
read moreShuvo Sarkar
সংসার বুনে যাই , অভ্যেসে , টুকরো , আলগা কক্ষপথ । জানালা বেয়ে যায় , খোলা অভিশাপ , অন্ধ হয়ে কয়েক খ্রিস্টাব্দ , প্রাচীন ভিটে । খামখেয়ালী , ঈশ্বর , বিশ্বাস ছিনিয়ে নিয়ে — কুড়ে কুড়ে খায় চাপা শব্দে । হাত বাড়ানো , কড়া নাড়া — সেই শতাব্দী , সেই ভিটে , শেষে মিলে যাওয়া , নিয়ম । কড়া পড়ে , ক্ষয় হয় দরজা — খুলে দাও , এবার খুলে দাও ! নিয়ম মেনে ঈশ্বর এলেন । [ ঈশ্বর । শুভ সরকার ] [ ঈশ্বর । শুভ সরকার ] •• •• #yqdada #yqbaba
Shuvo Sarkar
।। তুমি গেছো সর্বকালের মতো — বেশ কয়েক কাল হলো । তোমার হাতে হাত রেখে পথ চলার, কথা দেওয়া হয়নি ... কথা দিয়েছিলাম , দুমুঠো শিউলি ফুলের ঝুমকো তোমার কানে পরিয়ে দেবো ! ।। • • • • • • #yqdada #yqbaba
Shuvo Sarkar
চেতনাশূন্য হয়ে যাই দিনের পর দিন , বোধহয় এবার ভাঙলে নিজেকে, যন্ত্রণা বইবে না । অন্য কোনো পথ নেই আমার — চারদিকে চেয়ে দেখলেই নিঃসঙ্গ জীব খুঁজে পাই সমস্ত ভিটের দুয়ারে । তোমার নিস্তব্ধতা কানে আসে , অসাড় রক্তহীন অস্থিমজ্জারা বুকের পাঁজরের নিচে মরে ! অদূরে তাল পাতায় বসে থাকা পাখির ডাক – ঘড়ি-ঘড়ি রুদ্ধ করে আমার প্রতিটি পদক্ষেপ ! ক্রমাগত অবধারিত পরিণতি স্বাদ পাই । অপ্রচুর রঙের কোলে এলিয়ে পড়ে আমার মৃতদেহ , দেখি আমি, আমাদের অনুষ্ঠান – জেনে রেখো, অনেক একাকীত্ব রয়ে গেছে যে ! “ তোমার-আমার ” ।। মৃত্যু ... __________________________ _________________________ • • • #yqbaba #yqbaba
Shuvo Sarkar
ঠিক কত করে ছিঁড়ে ফেলে দিই তোমার গাঁথা – আমার কবিতা ভাষা খাতা ! কত করে উপড়ে ফেলি মাটিতে পোঁতা অনুচিন্তার শিকড় , তাদের মৃত্যু আতঙ্ক জীবনে জড়িয়ে পড়ে ! একটা খুব চেনা কণ্ঠ মাঝরাতে কেঁদে কেঁদে ওঠে – তার বসবাস আমার মধ্যেই ... ফুটপাতে নেমে আসি, পিঠে বেঁধে ঝাপসা সংসার । নিহত স্বপ্নের শব যেন ঝুঁকে ঝুঁকে এসে হাত ছুঁয়ে যায় , সে আসে ঢের ঢের প্রত্যাশা নিয়ে ! তবু দেয়াল জুড়ে বহুবার অন্ধকার । আলোর গাঁয়ে লেগে থাকা আকাশ , অভিশাপগ্রস্ত সময় বিদ্রুপ বাণ চালায় ... ............. ........ ক্ষতটা হলদে করা হাত বয়ে নিয়ে, কই তুমি ? একটা হিজিবিজি মাত্র! .... • • #yqdada #yqbaba #yqbangla #yqquotes
Shuvo Sarkar
দিন দিন বড্ড বেপরোয়া হয়ে যাই, ভেঙে যাই । ভাষা ভাষা চোখ চেয়ে থাকে অসহায় মরা মাছের মতো .. আঙুল চেপে কলম ভেঙে দিই । ........ _______ মনের ভেতর ঘরে অল্প অল্প পাথর জমে যায় , শ্বাসরোধ হয়ে আসে , ভাঙতে চাওয়ার চিন্তা প্রখর । খেজুর গাছের তলায় – চড়ুই পাখির কান্নাকাটি হয়না আর , ঠোঁট চেপে শব্দ লুকিয়ে রাখে তারা । ভালোবাসা টাঙিয়ে রাখি বুক পকেটে , খালি রাস্তা দীর্ঘ পথ চলা , অল্প মাটি ছুঁয়ে যেতে চায় শরীর । বৃষ্টির জলে পা ভিজে যায় , সন্ধ্যের লালচে আলো পদ্মের গায়ে , নিভে আসে বেঁচে থাকার ইচ্ছেরা । কাঁটাতারে গেঁথে হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যায় , তুমি বোধহয় আজও আমার মৃত্যু কামনা করো ! মৃত্যু কামনা । ________________________ 🍁🍁 ...................................... #yqdada #challenge #yqbaba #yqbangla #bangla #yqquotes #অনুভূতি_দের_শুভ
Shuvo Sarkar
আমার শব্দের ক্ষয় হয় তিলে তিলে , মেপে আমি দেখিনি ঠিক কতটা । আবার যদি তেমন কান্না পায় , তবে বলবো , কিন্তু কাছাকাছি ভালোবাসা হয়না , হয়না ভয় কাউকে হারিয়ে ফেলার - কানে বাজে সময়ের কাঁটার টিক টিক শব্দ , সব দূরত্ব গুলো দিনে দিনে মিশে যায় রক্তে , ভয় হয় যদি দেখি অপেক্ষাদের মৃত্যু । এখন আর যেন প্রশ্ন আসে না ঠিক - কত কাছে এশে দাঁড়ালে নিজের বলে বলতে পারবো বলতে পারো ? অজানা কারণে সম্পর্ক ভালো থাকাদের চেষ্টা ... স্নায়ু জুড়ে আর আবেগ ভাসে না । মনে পরে গেলে ভেঙে পড়ি বিছানায় , জেনো আজকাল ঠিক কাব্য আসেনা , শূন্যতায় ভালোবাসা বাসি হয় , আবদার করি মৃত্যুর , ঠিক জেনো তোমার অবহেলায় স্নান করি বারবার ! .................................................... Saswati এবং Shreya mouli Dutta 🍁🍁♥♥ ...
.................................................... Saswati এবং Shreya mouli Dutta 🍁🍁♥♥ ...
read moreShuvo Sarkar
দিনের সঙ্গে সঙ্গে চওড়া হয়ে যাচ্ছে অবিশ্বাসের যত পাঁচিল । সেটা ভেঙে দিয়ে মিথ্যে প্রমাণ করতে সময় ক্ষয়ে গেছে বেশ কিছু কাল , তুমি হেঁটে যাও সহস্র দূর , তোমার পায়ে আঁকড়ে থাকা নূপুরের সূরে আমার স্বর্গের সিঁড়ির সঙ্গে সম্পর্ক বড্ড কাছের ! মন খারাপ হলেও তোমার অবলা আবদার গুলো বার বার গায়ে মাখি , মুখের এক পাশ জুড়ে জড়িয়ে ভোরের আলো , ভিটের দেওয়াল স্তব্ধ , একটু একটু করে খুঁজছি তোমায় দক্ষিণের বাতাশে , মনে এসে যায় কপাল থেকে চুল সরিয়ে জলপটি দিয়ে রাখা তোমার হাত , তোমায় সুন্দর লাগবে যতটুকু আলো এলে ঠিক ততটুকু পর্দা সরানো থাক । আঁচলে জ্বর মুছে বসে রই একে অপরের মুখো মুখি , তুমি আদর মাখা হাতে বুঝিয়ে দাও থাক না চুপচাপ দূরের খবরের কাছে শুয়ে আরেকটা ঝিল ।। #মনখারাপহলেও #yqdada #collab #yqbaba #yqtales #yqbangla #অনুভূতি_দের_শুভ
Shuvo Sarkar
শব্দ কথা খুঁজতে খুঁজতে ক্ষয়ে গেছে বেশ কিছুটা কাল ! আমি পারবো, নিজেকে এমন সত্যি প্রমাণ দেওয়ার মতো সাহস আজ আর নেই হাতের মুঠোতে । পথের পাশে বসে থাকা ‘বাউল’-টা আজ আর আঙুলের ইশারাতে বুঝিয়ে দেয় না । তোমার পায়ের তলে লুটিয়ে যাওয়া ধুলো আমায় বলে দেয় তোমার চোখের গভীরে লুকিয়ে মরে থাকা এক ফোঁটা অশ্রু । শীতকাতুরে কষ্টগুলো বার বার সংযত করার চেষ্টায় ভেঙে যায় শিরদাঁড়া। মাটিতে তাকিয়ে দেখি তোমার হাতের চামড়া জড়ানো পাতা গুলোর ক্ষয় ধরেছে ... প্রদীপের আলোয় আবছা হয়ে যাই , যেন আজও তোমার অশ্রু গেঁথে আছে শরীরে , তোমার শব্দ কথাতে সত্যি খুঁজে পাই — আমার একফোঁটা অশ্রুতে লুকিয়ে থাকবে তোমার জীবন তোমার মরণ ।। #বাউল #yqdada #yqbaba #অনুভূতি_দের_শুভ #yqtales #yqbangla