Nojoto: Largest Storytelling Platform
shaonlikundu1712
  • 26Stories
  • 53Followers
  • 250Love
    10.7KViews

shaon

  • Popular
  • Latest
  • Repost
  • Video
2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

প্রথম শব্দচ্চারণ করতে শেখা মা তোমার জন্য।
হামাগুড়ি থেকে গুটি গুটি পায়ে 
হাঁটতে শেখা তোমারই হাত ধরে।
পুঁথিগত শিক্ষার আগে, বর্ণের সাথে পরিচয়
তোমার কাছেই।
গীতার বাণী , মহাভারতের গল্প থেকে
জীবনের পাঠ, সব কিছুই তোমার থেকে শেখা।
জীবনে হাজারো  সমস্যায় হার না মানতে শেখা,
হাজারো বাঁধার মুখোমুখি হয়ে 
লড়তে শেখা তোমাকে দেখেই।
জীবনে চলার পথে পাথেয়  তুমি।
জীবনে এগিয়ে চলার প্রেরণা শুধুই তুমি।shaon

shaon

©shaon
  আমার কাছে আমার মা

আমার কাছে আমার মা #কবিতা

2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

# sanko - srijator lekha...
voice # shaon

# sanko - srijator lekha... voice # shaon

2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

kobitar name dinjapon.... 
kobi - srijato

kobitar name dinjapon.... kobi - srijato #কবিতা

2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

biroho thik kamon Hobe dorji nilen chokher map ..
konthe - shaonli ( shaon)

biroho thik kamon Hobe dorji nilen chokher map .. konthe - shaonli ( shaon) #Quotes

2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

আজ না হয় আবার চিঠি  লিখলাম......
জানিনা এ চিঠি পড়বে কিনা?
 হয়তো এ চিঠি র মূল্য কিছু নেই তবু ....
 প্রিয় তুমি বেসেছিলে ভালো, 
তবে  তা ক্ষণিকের তরে।
আঁকরে রাখতে পারোনি।
হয়তো আঁকরে রাখতে চেষ্টাই করোনি ....
মিথ্যে বলে , অপবাদ দিয়ে চলে গেছ তুমি...
এরিয়ে গেছ...
সব বাঁধন ছিন্ন করে চলে গেছ..
প্রিয় একবার কখনো
নিজেকে প্রশ্ন করে দেখো 
 ভুলতে  কী  আজও তুমি পেরেছ?
নাকি আজও অন্ধকারে অপরাধ বোধে
 কেঁদে ওঠে মন? হয়তো ওঠে!
 আজ সেই অপরাধ বোধ মূল্য হীন।
তোমরা কখনো মাথা নত করতে শেখোনি।
শিখেছো শুধু মাথানত করাতে...
তাইতো আজও কত সম্পর্ক ভেঙ্গে যায়...
পড়ে থাকে  শুধু কিছু স্মৃতি....
শাঁওন

©shaon চিঠি

চিঠি #কবিতা

2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

ঝিরঝিরে বৃষ্টি কিংবা
 হেমন্তের পরন্ত বিকেল,
তোমার সাথে খালি পায়ে,
গঙ্গার ঘাটে পায়ে পায়ে জল নিয়ে খেলার
অনুভূতিটাই ছিল আলাদা।
একসাথে অনেকটা সময় কাটানো,
একে অপরের দিকে আলতো করে তাকানো,
 তোমার কাঁধে  মাথা রাখা,
একটু গল্প কিংবা খুনসুটি,
  ঝগড়া মান অভিমানও  চলত..
 আবার দিনের শেষে তোমার আনা,
 সেই লালগোলাপে হত মান ভঞ্জন।
কখন ঝিরিঝিরি বৃষ্টির মাঝে
 দমকা হাওয়া এসে ,
সম্পর্ক গুলোকে ছিন্ন করেছে
বুঝতেই পারি নি কেউ। 
আজ সেই তুমিটা অতীত
আজ তুমি খালিই স্মৃতি। sritii

#Light

sritii #Light

2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

কবিতা - মেঘ
রচনা - শুভ দাস গুপ্ত।

কবিতা - মেঘ রচনা - শুভ দাস গুপ্ত। #poem

2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

ওরা সব সময়ই থাকে অন্ধকারে পরে,
আলো জ্বলে ..তবে ,ওদের জীবনে নয়,
যে গলিতে থাকে ওরা,
রাতের অন্ধকার নামলে 
 সেই গলিতে জ্বলে ওঠে আলো।
পরনে শাড়ি,হাতে জুঁই এর মালা.......
কত বাবু আসে,
কত দর ওঠে,
তারপর এই শহুরে বাবুদের মন রাখতে,
নিজেদের উজার করে,
একবাবু যায় তো অন্য বাবু আসে,
 দুপয়সার জন্য অথবা
অচেনা শহরে পেট চালানোর  জন্য,
 সব টুকু উজার করে,
প্রতিদানে এরা কি  কিছুই পায়না!!!
পায়তো... 
পতিতার সন্মান!!!....... #Silent
2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

জীবনের পথ চলা নয় এত সহজ।
এই পথ মাঝারে ,আছে নানা  বাধা বিঘ্ন।
তবে তা কখনো হয়নাকো স্থায়ী,
সেই  কালো মেঘ সরে গিয়ে 
মানুষ হয় সুখের অধিকারী।
সুখ সুখ বলে ডাকে সুখ নামে পাখি,
সেই সুখও হয়নাকো চিরস্থায়ী।
একদিন চলে যায় সেই সুখ নামক পাখি,
জীবন পথে ঘনিয়ে আসে দুঃখের ঘন রাত্রি।
সেই রাত কেটে যাবে এটাই মোদের আশা,
অন্ধকার কেটে আবার
 দেখাবে নতুন আলোর দিশা।
দুঃখের রাত্রি শেষে আবার
 সুখের আলো ঘোচায় অন্ধকার।
এইভাবে জীবনের পথ চলে
সুখ-দুঃখের খেলায়,
আমরাও মেতে উঠি
 জীবনের এই কঠিন পথ চলায়। জীবনের পথ ।।।।

জীবনের পথ ।।।।

2ac2d6a87da8521595c9e0dd5c858f27

shaon

মনে আসে অনেকখানি আশা,
অনেক অভিলাষা।
অনেকখানি স্বপ্ন আর
অনেকখানি চাওয়া,
 চাওয়া পাওয়ার মাঝে রয়ে যায়,
না পাওয়ার ব্যাথা।
যা কখনো মনের মাঝে হয়ে ওঠে কাঁটা,
যা ভুলতে চেয়েও যায় না তারে ভোলা।
যে ব্যথার  নাই কোনো উপসম,
যা শুধুই মনের মধ্যে যাগায়  হতাশা।
তবে,
কিছু আশা, কিছু স্বপ্ন,
কখনও না পাওয়ার যন্ত্রণা,
এই নিয়ে জীবনের পথ চলা।
যা নিয়মের বন্ধনে
 একই সূত্রে রয়েছে বাঁধা।।

loader
Home
Explore
Events
Notification
Profile