Nojoto: Largest Storytelling Platform
bimaljana4107
  • 37Stories
  • 22Followers
  • 306Love
    485Views

Bimal Jana

বঙ্গ প্রেম আছে, তাই বাংলা কে খুব ভালোবাসি

  • Popular
  • Latest
  • Video
306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

White সম্বন্বয়ের ভরসা শুধু এক মিথ্যে পরিহাস,
নিজেই নিজের আশা ভরসা বাকিটা ইতিহাস।

নিঝুম রাত্রি টিমটিম আলো স্তব্ধ বর্তমান,
ভোরের আলোতে খুশির ছটা, বহুরূপী সম্মান।

©Bimal Jana
  #Sad_shayri
306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

White সুখপাখি 

আঘাতের পর আঘাত শেষে চারিদিক ভীষণ ক্লান্ত,
সুখপাখিগুলো নীরবে গোপনে একলা বড় শান্ত।

সম্বন্বয়ের ভরসা শুধু এক মিথ্যে পরিহাস,
নিজেই নিজের আশা ভরসা বাকিটা ইতিহাস।

নিঝুম রাত্রি টিমটিম আলো স্তব্ধ বর্তমান,
ভোরের আলোতে খুশির ছটা, বহুরূপী সম্মান।

আর্তনাদের শিরায় শিরায় প্রতিফলিত পথিক,
ঘোর কলির সাজানো মিথ্যে নিষ্ক্রিয়ভাবে সঠিক।

দু-মুখো সাপের অগাধ আহার, ভাষার বাহার।
সম্বন্বয়ের যে দিকে তাকাই শুধু দুধ-কলার সমাহার।

হিংস্র রূপে বিলিয়ে মিলিয়ে আঘাত কিন্তু শান্ত,
মনোনিবেশ করছে পথিক হয়নি কখনো ক্লান্ত।

একলা পথিক সাহসের প্রতীক চলছে অবিরত,
শান্ত পথিক বলল হেসে বাস্তবে নেই ক্ষত।

©Bimal Jana
  #sad_shayari #সুখপাখিসুখেরখোঁজে

#sad_shayari #সুখপাখিসুখেরখোঁজে #Poetry

306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

যে এসেছিলো অহেতুক কারণে
কিছু স্বপ্ন সাজিয়ে
হটাৎ চললো আলগা কারণে
মনের বারোটা বাজিয়ে।

স্বার্থপর আমি অভিশাপ টুকু চাই
নিঃস্বার্থ ভালোবাসায়
পুড়ে জমা হলো নিকোটিনের ছাই
সম্পর্কের ব্যাস্ততায়।

সম্পর্কের সরলরেখা বক্রপথে হাঁটে 
বাস্তবের কাঁটা কম্পাসে,
কেন্দ্র বিন্দু আলাদা ঘাটে
পথ ভুলে রোজ হাসে

দিশাহীন ভাবনা শিরায় গিয়ে মেশে
আহ্লাদে ভালোবেসে
কতো কথা হলো বসে
দুজনেরই দোষে ।



নিছক আমি ক্লান্ত বড়
আস্তানাহীন আজ
রাত্রি ভীষণ জড়সড়
ফুরিয়েছে তার সাজ

©Bimal Jana
  #mainaurtum
306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

নির্মমতার সৈন্যবাহিনী
                ✍️ বিমল জানা
বাংলা আমার বাংলা তোমার এ কেমন চিৎকার।
মনুষ্য সমাজ বিলুপ্তি পাচ্ছে, নেপথ্যে শুধু অধিকার।
আগুন নিয়ে খেলছে দেখো ভণ্ড সাধুর দল,
তারাই নাকি দেশের নেতা, নির্মমতার বল।

এত হিংস্র আগুন, স্বপ্নেও ভাবেনি বাচ্চা শিশুটি
লাশে লাশে পাঁচলাখ দিলেন ডেপুটি।
দ্বন্দ্ব নিয়েই বাঁচে এরা, ঐক্য নিয়ে ভাবেনা—
হিংসাত্মক নেড়ি কুকুরেরা, এদের জন্ম কেউ জানেনা।

পাড়ায় পাড়ায় মা-বোনেরা যদি থাকে নির্জন।
সুযোগ পেলেই পুড়িয়ে দেবে হবে বিসর্জন।
এমন অশনি কেন আসে ভাবেনা চটি প্রশাসন,
তোমাদের এই নোংরা খেলায় মনুষ্যত্ব কাঁদছে আজীবন।

ভোরের সূর্য উঠেছে কিন্তু, ওখানে কলরব শূন্য।
জীবনে অস্তিত্বের লড়াই শেষে ষোলো কলাই অসম্পূর্ণ।

©Bimal Jana #humantouch
306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

কিছু বাকি রয়ে গেছে
                  ✍️ বিমল জানা

কিছু বাকি রয়ে গেছে হয়নি তোমায় বলা,
কিছু চেনা সুখ আদরেতে মেলেছে মনে মেলা।

নির্জন রাত চেনা গলিতে তোমার আমার হাত,
বুকের ভেতর ভীষণ আওয়াজ দুজনে কুপোকাত।
ঝোড়ো হাওয়ায় অস্থির তুমি, মুখেতে চুলের ছাপ,
শরীরে তখন উষ্ণ স্থিতি দিচ্ছে মনের মাপ।

বদ্ধ ঘরে বন্দি সুখে তোমার নিরাশ মুখ,
বরফগলা অভিজ্ঞতায় চাইনা এমন সুখ।
আলোতে ঢাকা তোমার আমার হিমালয় সম আশা,
তুষার দিয়ে বরফ গড়ে বুঝেছি মনের ভাষা।

©Bimal Jana #Time
306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

নিখোঁজ পথিক
           ✍️ বিমল জানা

বাস্তবতা ভীষণ কঠিন, চেনা মানুষের ভিড়ে,
অগোছালো মন থাকতে চায় ভালোবাসার নীড়ে।
রুদ্ধশ্বাস জীবন দেখো আলোর পেছনে ছুটে,
ক্লান্ত মুখে নিরাশ পথিক, রয়েছে ব্যাক সিটে।


অভিজ্ঞতা ভীষণ দামী, মনকে শক্ত করে,
সে মন আজ শূন্য হয়ে রয়েছে একলা ঘরে।
মানুষ কতো দুর্বোধ হলে ভালোবাসার সুখ চায়,
আশাহত সেই পথিক এখন নিজেতে হারায়।


নিদ্রাহীন রাত্রিগুলো শুধু সময়ের অবকাশ,
পথিকের বুকে বিরহের চাষ হচ্ছে বারোমাস।
কান্না কী? তা ভুলে গিয়ে হাসছে পথিক রোজ,
বাস্তবতার চেনা ভিড়ে , এখন পথিকই নিখোঁজ।

©Bimal Jana #touch
306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

ক্লান্ত পথিক, চায় না সুজন স্বার্থপরের দেশে,
জ্যান্ত লাশ, দাঁত কেলায় ভালো কে ভালোবেসে।

উড়ছে পথিক, মেলেছে ডানা বাতাসে শরীর মেশে,
অভিজ্ঞতা হোঁচট খাচ্ছে একাকিত্বের দেশে ।
               ✍️ বিমল

©Bimal Jana #mask
306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

ক্লান্ত পথিক, চায় না সুজন স্বার্থপরের দেশে,
জ্যান্ত লাশ, দাঁত কেলায় ভালো কে ভালোবেসে।


উড়ছে পথিক, মেলেছে ডানা বাতাসে শরীর মেশে,
অভিজ্ঞতা হোঁচট খাচ্ছে একাকিত্বের দেশে ।
                             ✍️ বিমল

©Bimal Jana
306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

রোদ্দুর

রাস্তায় ভিড় অনেক বেশি 
অনির্বাণ ভীষণ স্বত্যানেষী
নেতা এখন অবিশ্বাসী
রোদ্দুরে কাবু মাংসপেশী ।

ক্ষমতা তোমার অনেক বেশি
অনির্বাণ ভীষণ ছদ্মবেশী
দুর্নীতিতে তুমি ওস্তাদ ,
লেখনী তে দিচ্ছি প্রতিবাদ।

তোমার সভায় চোর বেশি 
অনির্বাণ ভীষণ বিশ্বাসী 
বিশ্বাস দিয়ে বিপ্লব বুনে 
চোরদের নীতি মানুষ জানে ?

দু মুখো সাপ তোমার দিদি 
অনির্বাণ তো ভীষণ জেদি 
আখের রস পুঁই খাড়াতে
রোদ্দুরের তাপ সব পাড়াতে।

©Bimal Jana রোদ্দুর

#SunSet

রোদ্দুর #SunSet #কবিতা

306b715764f152ae70723798b2a47a1b

Bimal Jana

ভীষণ ছটফটে আর বাচাল , মিশুকে মনটা 
হটাৎ করে নিশ্চুপ হয়ে গেলো

©Bimal Jana #fog
loader
Home
Explore
Events
Notification
Profile