Nojoto: Largest Storytelling Platform
shreyadey6908
  • 12Stories
  • 27Followers
  • 143Love
    3.7KViews

Shreya Dey

I am Shreya Dey. student of class-9. l am 15 years old

google.com

  • Popular
  • Latest
  • Repost
  • Video
3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

শ্রেয়া দে
বঙ্গভূমির দুরাবস্থা

©Shreya Dey
  বঙ্গভূমির দুরাবস্থা

বঙ্গভূমির দুরাবস্থা #কবিতা

3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

Before doing a help to someone, think whether the person you are going to help is really worthy of your help.

©Shreya Dey
  #WoRaat
3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

Before doing a help to someone, think whether the person you are going to help is really worthy of your help.

©Shreya Dey
  শ্রেয়া দে

শ্রেয়া দে #জ্ঞান

3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

কাউকে উপকার করার আগে ভেবে নাও, তুমি যাকে উপকার করতে যাচ্ছ সে আসলেই তোমার উপকারের যোগ্য তো।

©Shreya Dey
  Shreya Dey

Shreya Dey #জ্ঞান

3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

एक बच्चा जो अपनी माँ का दिल से सम्मान और प्रशंसा करता है, वह अपनी माँ की भलाई के लिए सब कुछ कर सकता है।  यह जीवन भी दे सकता है

©Shreya Dey
  শ্রেয়া দে।

শ্রেয়া দে। #চিন্তা

3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

হে জননী বঙ্গভূমি, স্নেহময়ী মাতা,
তোমার চরণে বাসা বেঁধেছে কত রাক্ষুসে নেতা।
তাকিয়ে দেখো, আজ এ সমাজের কী অবস্থা!

নেই সুকান্ত,রবি ঠাকুর কিংবা দ্বিজু রায়,
দেখতে পাই লোভী নেকড়ে যেদিকেই তাকায়।
দেখো মা, আজ সমাজে ভালো মানুষের নেইকো ঠাঁই,
শুধু আমি নই, বলছে এ কথা সবাই।

দেখো নেতারা করে ছলনা, ফলায় ঠাকুরালি,
দুস্থ মানুষ দুস্থই থাকে ধনীর আকাশ ছাড়াই বাড়ি।
অযোগ্যরা যোগ্য হয়, যোগ্য মানেই অজ্ঞানী,
অজ্ঞানীদের রাখলে পরে সমাজটা যে হবে জ্ঞানী —
তাই তারা সমাজকে বানাচ্ছে চির শর্বরী।

দেখো চারিদিকে সহৃদয়তার হাহাকার,
আজ গরিব মানুষ ধনীর আহার।
অন্যায় প্রশ্রয়ী নেতা চালায় সমাজ,
আর আমি শুধুই দর্শক, দেখি তাদের রঙ বাহার।
তুমি দেখো মা তোমার ঘরে সমাজবিরোধীর বাস,
তোমার ঘরে আগুন লাগায় তোমারই সন্তানরা আজ।

©Shreya Dey শ্রেয়া দে

শ্রেয়া দে

3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

জীবন বাঁধা
শ্রেয়া দে


জীবন বাঁধা ছোট্ট ঘড়ির কাঁটায়,
একইপথে ঘুরতে থাকে সে।
সময়ের কাঁটা এমনি অমর কীর্তি
তবু তাকে ছাড়া চলবে না কারর যে।

ব্রততির মতো নয় সে আঁকাবাঁকা,
সরলরেখায় নেই সেই চলমান,
পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলে সেই গতি
রজ্জুর মতো বেঁধেছে সবার জীবন ও মন।

জীবনের আয়ুকে সে বেঁধেছে তার স্রোতে,
সে যেন এক বিশাল সমুদ্র স্রোত।
এপার থেকে ওপার যায় না যে দেখা
সেতু দিয়ে করা অসম্ভব তার রোধ।

সময়ের নেই শুরু নেই শেষ,
তাকে শুধু উপলব্ধি করা যায়,
তবু সে বেঁধে রেখেছে সবার জীবন।
দুরূহ খুঁজে পাওয়া তারে ব্যাখ্যা করার উপায়।

©Shreya Dey আমাদের জীবন সবসময়ই বাঁধা সময়ে। আমরা এই সময়ের বাইরে গিয়ে কিছুই করতে পারি না, তা হোক অতীত, বর্তমান বা ভবিষ্যৎ।
— শ্রেয়া দে

আমাদের জীবন সবসময়ই বাঁধা সময়ে। আমরা এই সময়ের বাইরে গিয়ে কিছুই করতে পারি না, তা হোক অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। — শ্রেয়া দে

3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

বিপ্লবী মন
শ্রেয়া দে 

এদেশ আছে বেশ মুখোশে ঢেকে মুখ,
টাকার রেসে কষ্টে হেসে জিতছে তারা সুখ!
মনের ভেতর সুখটা আছে বুঝতে নাহি চায়,
'স্বার্থই সব, টাকায় আপন'— এটাই মানুষ বদলায়।
প্রতাপশালীর যুদ্ধে জনতার প্রাণ যায়।
গরিবের সামান্য টাকাও প্রতাপশালীর ওয়ালেটে ঠাঁই।
কখনো বা তারা লটারি জিতে টাকা পায় গাড়ি গাড়ি,
কখনো বা টাকার পাহাড় জমিয়েছে কোনো বাড়িই।
আমি দু'চোখে দেখেছি ঝরতে বারি দেশমাতার চোখে,
পারিনি বোঝাতে, দোষটা মানুষের, তাহার নহে।
আসলে লাল রক্তের খেলায় মানুষ মেতেছে অন্ধ হয়ে,
আঙুল দিয়ে যে দেখাব, তার পথও দিয়েছে বন্ধ করে।
আজ গরিব মানুষ ধনীর দাস, আর ধনী? টাকার দাস।
টাকা মানুষের গ্রাস নয়, মানুষ টাকার গ্রাস।
তবু দোষ নিও না তুমি তাদের, তারা যে অন্ধ,
দাঁড়াও, শিক্ষা পেতে দাও আগে, তবেই ঘটবে বিপ্লব।
একটা দেশে বাহারি রূপে মানুষ করে বাস,
খারাপের মাঝে ভালোও বদলে গেলে হবে সর্বনাশ।
যুগের পরে যুগ আসবে, ভাগ করবে বিপ্লব,
শুধু সময়ের অপেক্ষা, সময়ই এখন শেষ অবলম্বন।
বিপ্লবী মন করে আহ্বান সেই বিভীষিকাময় সময়,
সেই সময়ই বদলাবে যুগ, ইতিহাস হবে অমর।

©Shreya Dey
  #merikHushi https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0xvvb1AZSZ9FgXTXsFQwj7ZupwNNJyB6HJ351n9NFvfHkC6gUFPNwLRZhKvu2qis3l&id=100090530947801&sfnsn=wiwspwa&mibextid=SDPelY

#merikHushi https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0xvvb1AZSZ9FgXTXsFQwj7ZupwNNJyB6HJ351n9NFvfHkC6gUFPNwLRZhKvu2qis3l&id=100090530947801&sfnsn=wiwspwa&mibextid=SDPelY #কবিতা

3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

[]                        আশীর্বাদে

✍️                            শ্রেয়া দে 

জীবনে আমি রব তুলবো,খুশির ছটা আকাশে ছড়াবো,
শুষ্ক মাটিতে আমি সোঁদা মাটির গন্ধ ছড়াবো।
তোমার আশীর্বাদে।

ভেজা ঘাসের উপর দিয়ে,হৃদয়কে পীড়িত করতে হেমন্ত আসে,
সে এলে শীতের গাছে ফুল ফোটে আর বাতাসে গন্ধ ভাসে।
তোমার আশীর্বাদে।

বিদেশেতে এই দেশের পতাকা ওড়ায় যারা,
ক্ষত-বিক্ষতহীন নিজের নাম প্রতিষ্ঠা করে তারা।
মাগো,তোমার আশীর্বাদে।

দুহাত ভরে কড়ি কুড়ায় যে ছোট্ট মেয়েটি তার আঁচলে,
মিষ্টি হাসি মুখে লেগে চাঁদের রূপালী আলো ছড়ায় ঝলমলে।
মাগো,তোমার আশীর্বাদে।

হে বঙ্গভূমি,শত শত প্রাণ বিদ্ধ বাণ,গোড়া সাহেবের হাতে, 
তারা দিয়ে গেছে প্রাণ,কী অদ্ভুত দান,হাসি মাখা চোখে!
তবু তোমার যে মন কাঁদে।

গাছে গাছে রঙ-বেরঙের সুন্দর,সতেজ মধু মাখা ফুল ফোটে।
অলি,মৌমাছিরা গুঞ্জন গানে মত্ত হয়ে মধু খেতে ছোটে 
তোমার আশীর্বাদে।

আমি গাছের উপরে রোদের অবরোধ আঁচল হব,
ঘুম জড়ানো চোখে মায়ের স্নিগ্ধ কোলের উপর রবো।
মাগো,তোমার আশীর্বাদে।

আমি ঘাসের উপর শিশির হব,উজ্জ্বল উষাতে
আর গাছের পাতার সবুজ রঙ হব বর্ষার বৃষ্টিতে।
মাগো,তোমার আশীর্বাদে।

উদগ্রীব সোনালি রৌদ্র গাছের পাতায় পড়লে —
নবরূপে সজ্জিত হয় সেই গাছ মাগো,একটু পাতা নড়ালে।
তোমার আশীর্বাদে।

যেখানেই যাই তোমাকেই পাই ঘরে,বাইরে,অন্তরে।
সমুদ্র-স্রোত বালির ঝিলিকে তোমায় মনে পর,
তোমারই দেওয়া অন্তরে।

©Shreya Dey
  কবিতা: আশীর্বাদে
✍️ শ্রেয়া দে

কবিতা: আশীর্বাদে ✍️ শ্রেয়া দে

3f34d5a5ec51e1c3a581b30bc14ac9ff

Shreya Dey

loader
Home
Explore
Events
Notification
Profile