Nojoto: Largest Storytelling Platform
sarifakhatun6278
  • 41Stories
  • 4Followers
  • 306Love
    0Views

Sarifa Khatun

  • Popular
  • Latest
  • Video
45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

#ভালোবাসার আত্মকথা
ছেলেমেয়ে কাউকে পছন্দ করে মানে, সবক্ষেত্রেই যে পছন্দটা ভুল হবে এমনটা নাও হতে পারে। অন্তত একবার যাচাই করে তো দেখুন। নিজের ছেলেমেয়েদের উপরেও ভরসা রাখুন। ওরা আপনারই সন্তান, আপনার মান সম্মানের কথা ওরাও ভাবে। ছেলে বা মেয়ে কখনোই চায় না, নিজের পরিবারের সম্মান নষ্ট করতে। এর জন্য কিছু কিছু বাবা মায়ের কঠোর শাসনই দায়ী। মেনে না নিলে একপ্রকার তারা বাধ্য হয় পালিয়ে যেতে কিংবা ভুল সিদ্ধান্ত নিতে। বাবা মা কেন বুঝতে পারে না? নিজের ছেলেমেয়ের খুশির জন্য তাদের ভালোবাসা মেনে নেওয়াটা মান সম্মান নষ্ট করা নয়। সন্তানের পছন্দের মানুষটা যদি ভালো হয়, তাহলে মেনে নেওয়াটা বরং সম্মানের কাজ। প্রত্যেকটা বাবা মা-ই মনে করে ভালোবাসা মেনে নেওয়া মানে সমাজে সম্মান নষ্ট হয়ে যাওয়া। কিন্তু সেই ব্যাপারটাই যখন অন্য কারোর ছেলেমেয়ের হয়, তখন সেই ছেলে বা মেয়ের বাবা মা কে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু, নিজের ছেলেমেয়ের সময় কেন মেনে নিতে চান না? আপনি আপনার ছেলেমেয়েকে ভালোবাসেন আর ছেলেমেয়ের খুশিটাই যদি মেনে নিতে না পারেন, তাহলে আপনি আপনার ছেলেমেয়েদের উপর নিজের পছন্দ চাপিয়ে দিয়ে হাজার খুঁজলেও সন্তানের সুখ এনে দিতে পারবেন না। আপনার সন্তান বিশ্বাস, ভালোবাসা আপনার কাছ থেকেই শিখেছে, তাই সবসময় যে তারা ভুলই হবে এমন ভাবনা পুরোপুরি ঠিক নয়। ছেলেমেয়ের খুশি দেখতে চাইলে, তাদের পছন্দটা একবার হলেও যাচাই করে দেখুন। মান সম্মানের ভয়ে জোর করে অন্য কোথাও বিয়ে দিলে, আপনার কথা মতো হয়তো আপনার ছেলে/মেয়ে বিয়েটা করে নেবে! কিন্তু পরে হয়তো আপনার এই ভুলের জন্য আপনাকে নিজের সন্তানের মৃতদেহ নিয়ে কাঁদতে হতে পারে। তখন পারবেন তো নিজেকে ক্ষমা করতে? তখন পারবেন তো মান সম্মান কথা ভাবতে? সিনেমার ভালোবাসা দেখে চোখে জল এসে যায় অথচ নিজের ছেলেমেয়ে যখন কাউকে ভালোবেসে চোখের জল ফেলছে, তার কোনো মূল্য নেই?

©Sarifa Khatun #ভালবাসার_আত্মকথা
#purelove 
#reallove 
#Love 

#youandme

#ভালবাসার_আত্মকথা #purelove #reallove Love #youandme #জীবন #ভালোবাসার

45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

#ভালোবাসার আত্মকথা
ছেলেমেয়ে কাউকে পছন্দ করে মানে, সবক্ষেত্রেই যে পছন্দটা ভুল হবে এমনটা নাও হতে পারে। অন্তত একবার যাচাই করে তো দেখুন। নিজের ছেলেমেয়েদের উপরেও ভরসা রাখুন। ওরা আপনারই সন্তান, আপনার মান সম্মানের কথা ওরাও ভাবে। ছেলে বা মেয়ে কখনোই চায় না, নিজের পরিবারের সম্মান নষ্ট করতে। এর জন্য কিছু কিছু বাবা মায়ের কঠোর শাসনই দায়ী। মেনে না নিলে একপ্রকার তারা বাধ্য হয় পালিয়ে যেতে কিংবা ভুল সিদ্ধান্ত নিতে। বাবা মা কেন বুঝতে পারে না? নিজের ছেলেমেয়ের খুশির জন্য তাদের ভালোবাসা মেনে নেওয়াটা মান সম্মান নষ্ট করা নয়। সন্তানের পছন্দের মানুষটা যদি ভালো হয়, তাহলে মেনে নেওয়াটা বরং সম্মানের কাজ। প্রত্যেকটা বাবা মা-ই মনে করে ভালোবাসা মেনে নেওয়া মানে সমাজে সম্মান নষ্ট হয়ে যাওয়া। কিন্তু সেই ব্যাপারটাই যখন অন্য কারোর ছেলেমেয়ের হয়, তখন সেই ছেলে বা মেয়ের বাবা মা কে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু, নিজের ছেলেমেয়ের সময় কেন মেনে নিতে চান না? আপনি আপনার ছেলেমেয়েকে ভালোবাসেন আর ছেলেমেয়ের খুশিটাই যদি মেনে নিতে না পারেন, তাহলে আপনি আপনার ছেলেমেয়েদের উপর নিজের পছন্দ চাপিয়ে দিয়ে হাজার খুঁজলেও সন্তানের সুখ এনে দিতে পারবেন না। আপনার সন্তান বিশ্বাস, ভালোবাসা আপনার কাছ থেকেই শিখেছে, তাই সবসময় যে তারা ভুলই হবে এমন ভাবনা পুরোপুরি ঠিক নয়। ছেলেমেয়ের খুশি দেখতে চাইলে, তাদের পছন্দটা একবার হলেও যাচাই করে দেখুন। মান সম্মানের ভয়ে জোর করে অন্য কোথাও বিয়ে দিলে, আপনার কথা মতো হয়তো আপনার ছেলে/মেয়ে বিয়েটা করে নেবে! কিন্তু পরে হয়তো আপনার এই ভুলের জন্য আপনাকে নিজের সন্তানের মৃতদেহ নিয়ে কাঁদতে হতে পারে। তখন পারবেন তো নিজেকে ক্ষমা করতে? তখন পারবেন তো মান সম্মান কথা ভাবতে?

©Sarifa Khatun #ভালোবাসার_সংজ্ঞা 
#ভালোবাসার_আত্মকথা
#ভালোবাসা 

#Holi

#ভালোবাসার_সংজ্ঞা #ভালোবাসার_আত্মকথা #ভালোবাসা #Holi #জীবন

45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

অতীতের কত পুরোনো স্মৃতি
নতুনের মাঝে হারিয়ে যায়।
অথচ যেটা আমরা ভুলতে চাই,
সেটাই আজীবন কাঁদিয়ে যায়!!

©Sarifa Khatun #forever 
#foreverlove 

#standout
45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

মানুষ কখনো এতটাও ব্যস্ত হতে পারেনা যে, সারা দিনের একটা মিনিটও ওই প্রিয় মানুষটার জন্য বের করতে পারে না। 
আসল কারণ সেটা নয়, আমরা যখন কাউকে বুঝিয়ে দিই আমাদের কথা বলার সময় নেই, 
তার মানে আমাদের শুধু ঐ মানুষটার জন্য সময় নেই। 
কারন, আমরা ঐ মানুষটার সাথে কথা বলতে চাই না।

©Sarifa Khatun #Reality 
#true_love 
#true 
#darkness
45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

সন্তান কষ্ট পাবে বলে, 
শুধুমাত্র বাবা মা- ই সন্তানের কাছে 
নিজেদের দুঃখ গোপন করে রাখে না।
বাবা মা কষ্ট পাবে বলে,
সন্তানেরাও অনেক সময় বাবা মা-র কাছে নিজেদের দুঃখ গোপন করে রাখে।

©Sarifa Khatun #Family 
#Love 

#Drown
45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

সন্তান কষ্ট পাবে বলে, 
শুধুমাত্র বাবা মা- ই সন্তানের কাছে দুঃখ গোপন করে রাখে না।
বাবা মা কষ্ট পাবে বলে,
সন্তানেরাও অনেক সময় বাবা মা-র কাছে দুঃখ গোপন করে রাখে।

©Sarifa Khatun #Family 
#Love 

#feelings
45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

দিনশেষে সূর্য কখনো হারায় না, 
হারায় শুধু দিনেরবেলার আলো।
ভালোবাসাও কখনো হারায় না, 
হারায় শুধু ভালোবাসার মানুষগুলো।।

©Sarifa Khatun #Love 
#ভালোবাসা 

#Luminance

Love #ভালোবাসা #Luminance #কবিতা

45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

কারোর মুখে কেবল হাসি ফোটানো মানেই
যদি সেটা ভালোবাসা অর্জন করা হতো,
তাহলে মৃত্যু পথযাত্রী মানুষটা 
প্রিয়জনদের চোখে জল নয়, 
মুখে হাসিটাই দেখে যেতে পারতো।

©Sarifa Khatun #Reality 
#SAD 
#Books
45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

বদলে যাচ্ছে সময় বদলে যাচ্ছে দিন,
ধীরে ধীরে আনন্দগুলো হয়ে যাচ্ছে ক্ষীন।
ভালো হোক বা খারাপ কেটে যাবে বেলা,
আসলে সবই তো ঐ সময়েরই খেলা।

©Sarifa Khatun #Reality 

#Nofear
45b5c77680a7141e1d5d1a0f76e2d596

Sarifa Khatun

নারীর সম্মান
--------------------
 সরিফা খাতুন

নারী বা পুরুষ কখনো হতে পারবেনা 
একে অপরের সমান সমান।
যে নারী তোমায় যত্ন করে, 
যে নারী তোমায় জন্ম দেয় 
করো না তাদের কখনো অসম্মান। 

নারী পুরুষ একই আকাশের চন্দ্র তারা।
ভেবো না পুরুষ ছাড়া নারী অসহায়, 
অসহায় তো নারী পুরুষ একে অপরকে ছাড়া।

জেনে রেখো নারীরাও আজ কিন্তু 
নেই কোনো অংশে পিছিয়ে।
তবে নারীরা কেবল অপরের দয়ায় নয়, 
নিজের যোগ্যতাতেও আছে এগিয়ে।

মানুষের মতো মানুষ হাওয়ার পিছনেও 
থাকে এক নারীর অবদান।
নারীকে সম্মান দিলে জেনো তুমিও হবে মহান।

©Sarifa Khatun #Women 
#womensday
loader
Home
Explore
Events
Notification
Profile