Find the Best ভালোবাসার Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Ratna Das
#ভালোবাসার বাড়ি ********************** একটা ঊষর রুক্ষ দিনের শেষে প্রেম এসে দাঁড়ালো হেসে বল, চাও কি আমায়... তখন চকিত আলোকে আঁখির পলকে ফুটে ওঠা ভালোবাসা কি যেন অস্ফুটে বলতে চায় সেই অজানা গানের কলি গুনগুনিয়ে মন ভরিয়ে কোথায় শূন্য পানে ধায়... আলোর তৈরি মহল উজালা প্রেমের বাড়ি সাতমহলা গোপন স্বপ্নে দেখা দিয়ে যায়... ************************************* #রত্না ©Ratna Das #UskiAankhein #ভালোবাসার বাড়ি
#UskiAankhein #ভালোবাসার বাড়ি
read moreRatna Das
#ভালোবাসার বাড়ি ********************** একটা ঊষর রুক্ষ দিনের শেষে প্রেম এসে দাঁড়ালো হেসে বল, চাও কি আমায়... তখন চকিত আলোকে আঁখির পলকে ফুটে ওঠা ভালোবাসা কি যেন অস্ফুটে বলতে চায় সেই অজানা গানের কলি গুনগুনিয়ে মন ভরিয়ে কোথায় শূন্য পানে ধায়... আলোর তৈরি মহল উজালা প্রেমের বাড়ি সাতমহলা গোপন স্বপ্নে দেখা দিয়ে যায়... ************************************* #রত্না ©Ratna Das #phool #ভালোবাসার বাড়ি
#phool #ভালোবাসার বাড়ি
read morePranendu Manna
তোমার হৃদয়ে সেই ভালোবাসা আছে.... যে ভালোবাসার সাগরে মিশে আছে আমার মতো মরীচিকা। যাকে কাছে পাওয়া যায় না, যার হতে হাত রাখা যায় না, যাকে শুধু দূর থেকে দেখা যায়, শুধু অনুভব করা যায় , সেই সাগরের ভালোবাসার ঢেউ তুমি...... সেইই সাগরের রনি হয়ে থেকো তুমি.....❤️ #ভালোবাসার ছোঁয়া... #yourquote #yourquotebaba #bengali #kobita #poem #poetry #latest
#ভালোবাসার ছোঁয়া... #yourquote #yourquotebaba #Bengali #Kobita #poem poetry #latest
read moresd
ভালোবাসার ভরে দেওয়া তোমার প্রথম কথাটা- "এই হাত ছাড়বে না তুমি", আজ আমাদের ভালোবাসার এক যুগ তুমি কথা রাখোনি l নীল সাদা রঙে তোমার দেওয়া প্রথম চিঠিটা ,উপহার ছিল আমার জীবনের সবচেয়ে দামি, ভালোবাসার গোধূলিলগ্নে,ওই চিঠির কথাগুলো আজ আর মনে রাখোনি l নিয়মিত ফোন করে জানতে চাইতে,"তুমি খেয়েছ কি"? অনেকদিন হয়ে গেল তুমি আর এ প্রশ্ন করোনি l
Anjali Das Gupta
#স্পর্শ #অঞ্জলী দাশ গুপ্ত রিমা তখন নাবালিকা।গোলগাল মুখ।দুধে আলতা গায়ের রং।সবসময় মুখে তার একগাল হাসি।ভালো মন্দের বিচারবোধ ও তার তখন হয়নি।তার মন ছিল ভীষণ আবেগী।অনেকটাই স্পর্শ কাতর।একটু ভালোবাসা পেলে সব দুঃখ কষ্ট ভুলে যেতো। কিছু স্পর্শ এমন ও ছিল যার মধ্যে ভালোবাসা নয় শুধু মাত্র পিপাসা নিবাবরণের কারণ ছিল।আর কিছু স্পর্শে তার মধ্যে সৃষ্টি করেছে অসম্ভব রাগ ও লজ্জা।কিছু স্পর্শের ছোঁয়ায় সে নতুন ভাবে বাঁচত,আর এগিয়ে যেতে জীবনের সামনের পথের দিকে।আর কিছু স্পর্শ কেড়েছে তার সন্মান,এমনকি বেঁচে থাকার আশা টুকুও। তাই আজ যখন তার কাকা তাকে ভালোবাসার নাম করে আদর করতে যায় ,সে বুঝে যায় এটা কোনো আদর নয়।নিজের শারীরিক চাহিদা মিটানোর স্বাদ মাত্র। রিমা ছোটবেলায় বোঝে নি এমন ভালোবাসার অর্থ।কিন্তু আজ সে কাকার হাতটি ধরে রুখে দাঁড়ায়।কারণ সময় বদলেছে।তাই তার মধ্যে সেই বোধটি আজ জাগ্রত হয়েছে।
Anjali Das Gupta
#অনুভূতি #অঞ্জলী দাশ গুপ্ত ভালোবাসা হলো মনের আত্মার একটি নিবিড় সম্পর্ক।অনেক সময় অব্যক্ত কিছু কথা না বলেও মনের অনুভূতিতে সেটা বুঝে নেওয়া যায়।কখনো বা সামান্য চোখের ইশারাই... না বোঝা ভালোবাসার কথা গুলো বুঝিয়ে দেয়। ভালোবাসার মধ্যে যখন জোয়ার ওঠে তখন মন সেই জলে প্লাবিত হয়ে যায়।আর জোয়ারের জলে ফেনা রূপে তারই বহিঃপ্রকাশ ঘটে।আকাশে নীল মেঘের মাঝ খান থেকে সাদা মেঘ উঁকি মেরে তাদের ভালোবাসার গভীরতা বোঝায়। যখন মৃদু মন্দ ঠান্ডা বাতাসটা এসে শরীর কে স্পর্শ করে.... মনে তখন যেন অদ্ভুত এক শিহরণ হয়।মনে হয় যেন ভালোবাসার সেই মানুষটি বাতাসের মধ্যে দিয়ে তার প্রেম নিবেদন করছে।অলি ও ফুলের মধুর জন্য বার বার ছুটে আসে।ফুল ও ভাবে কখন অলি এসে তার ফুলের উপর এসে বসবে ও তাকে অত্যন্ত কাছ থেকে দেখবে।আর তাদের মধ্যে এই প্রেমালাপ চলতে থাকবে।বৃষ্টির জল যখন গাছের পাতা বা ঘাসের মধ্যে পড়তে থাকে .. গাছের পাতা ও ঘাসরাও মাথা নেড়ে বোঝাতে থাকে বৃষ্টি যেন তাদের জন্য ঝরে। এই ভাবেই প্রত্যেকে প্রত্যেকের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে আছে।ভালোবাসাই পারে জীবনকে নতুন ভাবে নতুন রূপে সাজাতে।আর সে যদি পাশে থাকে তাহলে চিন্তা কি... সব বাধা বিপত্তি পেরিয়ে ,নিজেদের মনের কথা শুনে ,বিশ্বাসের হাত ধরে জীবন টাকে নিজেদের মনের মতো গড়ে তুলে নেওয়া যায়। # অনুভূতি বেঁচে থাকে সর্বদা হৃদয়ের মাঝে#
# অনুভূতি বেঁচে থাকে সর্বদা হৃদয়ের মাঝে#
read moreAmi
#OpenPoetry না পাওয়ার সুযোগগুলো, তালু বন্ধি হাতের মুঠো দেখে ফেলে বার বার করছি তাকে জড়ো। তুমিও আবার পাশ ফিরে কি যেন এক মন্ত্র বলো, তাই ভালোবাসার চেয়েও দামি আমার কাছে তুমি, নিস্পলকে ছুঁতে গেছি যতবার, বার বার ভেঙে গেছি আমি......!!!!! শব্ধরা কান ঘেষে আঁকিবুকি খেলে, তোমার নামের পাতায় আমার নাম সাদা হয়ে আসে। বুকের ভিতর ছুঁতে গেছি যাকে, ভয়েরা আজ সেখানে আষ্টেপৃষ্ঠে ধরে, না না না ভালোবাসার চেয়েও দামি আমার কাছে তুমি, নিস্পলকে ছুঁতে গেছি যতবার, বার বার ভেঙে গেছি আমি......!!!!! #OpenPoetry
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited