Nojoto: Largest Storytelling Platform
abhinabo8702
  • 146Stories
  • 3Followers
  • 1.4KLove
    219Views

Abhinabo

  • Popular
  • Latest
  • Video
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

White নিজের চোখে স্বচ্ছ নিজেই।
নোংরা সে তো পাশের জন।
চোখটা নেহাত আয়না বিহীন!
মিথ্যে মায়ায় অবগাহন।

©Abhinabo #election_2024
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

এক সমুদ্র দাবানল করেছি নিঃশেষ।
এখনো কি রয়ে গেছে ভগ্ন অবশেষ?
হৃদয় পোড়া গন্ধকে নাকি লোকে বলে শোক!
দগ্‌দগে ঘায়ে শুধু তুমিই প্রতিশেধক।

©Abhinabo #SAD
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

জীবনযুদ্ধে হার না মানা আমি,
এখন আমার ঘরের কোণে ঠাঁই।
স্বপ্নগুলো দুমরে-মুচড়ে ভেঙে,
নিঃস হেথায় আকাশ পানে চাই। 

একদিন সব বাধা-বিপত্তি ভেঙে_
ছুঁয়ে গেলে আমার লাসের কাঁথা।
অন্তরঙ্গ খুব বেশি আজ হলে,
চমকে উঠে লুটিয়ে পড়ে মাথা। 

শূন্য যদি ,র‌ইবে কত শূন্য?
একাকিত্ব কাটবে একদিন।
সংসারের এই নিয়ম কানুন সঠিক।
অন্ধকার আর আলোর ফারাক ক্ষীণ।

©Abhinabo #lamp
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

ধুলো মাখা মন     জানে শুধু কোন্
কালবৈশাখী।
এসেছিল সেই            ভরদুপুরে
দেয়নি ফাঁকি।
পথ চেয়ে ওই     তোমার আশায় 
আমি মশগুল।
এলিয়ে দিয়ে      ঝুল-বারান্দায় 
এলোমেলো চুল।

©Abhinabo #Sunrise
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

গগনে উঠিল রবি , বাতাসে ভাসিল সুর।
ডালে ডালে কুহু রব, বসন্ত নাহি দূর।।
এসো সখি খোলো দোর, নাহি লাজ নাহি ভয়।
রঙের উৎসব আজি, রাঙাবো হৃদয়।।

©Abhinabo #Holi
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

Red sands and spectacular sandstone rock formations মানুষ চেনা ভীষণ কঠিন,
হয়তো তারা সোলমেট।
আজকে যাকে বাসবে ভালো,
কালকে করবে মাথা হেঁট।
বাস্তবে তাই সবাই যখন জটিল হতে ছুটছে রেস।
একতরফা বোকা যারা মিথ্যে মায়ায় পিষছে বেশ।
কেউ আসবে হাসিমুখে,
কার‌ও আবার অবুঝ ভাব।
কেউ বা আবার স্বার্থ বুঝে_
করবে নাটক, খুঁজবে লাভ।
সবার মাঝে কিছু আবার_
সাজবে তারা নিজের মানুষ।
পেছন ফিরে তাকিয়ে দেখো,
অন্য কোথাও তোমায় নিয়েই,
নিন্দে জুড়ে ভারি খুশ।
এসব ছেড়ে একাই থাকো,
একাই না হয় হাঁটবে পথ।
এই দুনিয়ায় সবাই না হোক,
গুটিকয়েক থাকবে সৎ।

©Abhinabo #Sands
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

আমি নয়নে তোমারে রাখিব ধরিয়া,
হৃদয়ে করিব যতন।
পৃথিবীর কেহ জানিবেনা তুমি_
রহিবে হৃদয়ে গোপন।

©Abhinabo
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

এই শহরের অলিগলিতে চেনা মুখের কতো রঙ।
প্রকাশ্যে তা প্রেমের নাম, আড়াল হলে সবটাই ঢং!
ভিড়ের মাঝে তোমায় চেয়ে বলছে কতো ভালোবাসি।
অন্ধকারে গোপন হলেই অন্য হাতটা জড়িয়ে হাসি।
এসব আবার বলতে মানা। প্রকাশ পেলেই ঝগড়া-বিবাদ।
সামনে যত‌ই মিষ্টি মধুর, আসলে তো বিশ্বাসঘাত!

©Abhinabo #SAD
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

তোমার ইচ্ছে মতো জীবন তোমার সুখের হোক।
আমার খাতায় লিখে নিলাম মনের দ্বন্দ্ব আর যত শোক!

©Abhinabo #MoonShayari
49508dde0bd58d2dce39c719f3c2ab13

Abhinabo

প্রতিটা স্মৃতি সময়কে দখল করে।
মায়ায় জড়ায় মুহূর্ত।
স্বপ্নগুলো এক‌এক করে_
তোমায় ঘিরেই মত্ত।

বেশ তো ছিলে হৃদয়মাঝে,
বসন্ত কিংম্বা সকাল-সাঁঝে।
হঠাৎ কেনো বিদায় তবে?
এই অবেলায় কোন অকাজে?

©Abhinabo
loader
Home
Explore
Events
Notification
Profile