Nojoto: Largest Storytelling Platform
sucharitabandyop5035
  • 6Stories
  • 28Followers
  • 25Love
    0Views

'সুচরিতা' Sucharita Bandyopadhyay

  • Popular
  • Latest
  • Video
5a05a197830f3ba54370357eda515920

'সুচরিতা' Sucharita Bandyopadhyay

"আমাদের যত কথা ছিল"
আমি ভালোবাসি কথা টা কেই ভীষণ ভালোবাসি,
আমি আকাশ ভালোবাসি,সাগর ভালোবাসি, 
পাহাড় ভালোবাসি,ঝর্ণা ভালোবাসি, 
নদী, ফুল,পাখি সব ভালোবাসি,
আর সব থেকে ভালোবাসি তোমায়..
তোমার ভালো তোমার মন্দ সব নিয়ে তোমায় ভালোবাসি,
তোমায় কেউ মন্দ বললে বড়ো রাগ হয় আমার,
আমার ই আছে শুধু তোমায় মন্দ বলার অধিকার । 
জানি তুমি বোঝোনা এ সবের কিছুই
আমার মনের চাপা অভিমান,রাগ সব অনুভুতিই,,,
চাপা পরে যায় মনের চোরা বালির তলায়,
বয়ে চলে ফল্গুনদীর মতো নিঃশব্দে নীরবতায়।
আমার মনে অনেক জমানো কথা,,
 হয়তো চাইছে বলতে কথা তোমারও মন,
আমার মনের সেই জমানো কথার তাকে পুরু ধুলোর আস্তরন
না জানি কিসের দ্বন্দ্বে তোমার সেই না বলা কথা রয়ে যায় অগোচরেই সারাক্ষন।
অপেক্ষায় থাকি,,,
আমাদের যত কথা ছিল উজার করে বলব দুজনায়
খোলা আকাশের নীচে ভালোলাগা প্রকৃতির সামনে অস্তমিত সূর্যের আভায়।।
             'সুচরিতা ' #আমাদের যত কথা ছিল

#আমাদের যত কথা ছিল

5a05a197830f3ba54370357eda515920

'সুচরিতা' Sucharita Bandyopadhyay

যখন তুই প্রথম এলি আমার কোলে 
আমি তোকে জড়িয়ে নিলাম পুতুল খেলার ছলে। 
সেদিন আমারও নতুন করে জন্ম আবার হল,
তোকে কোলে নিয়ে এক মেয়ে, মাতৃত্বের স্বাদ পেল।
তুই তো আমার জ্যান্ত পুতুল রান্নাবাটি খেলা,
তোকে নিয়েই মনে আমার হাজার স্বপ্ন মেলা।
বছর ঘোরে,সময় চলে এগিয়ে যায় দিন,
তোকে নিয়েই ব্যাস্ত আমি,খাই যে হিমশিম। 
ছোট বেলার সেই আধো বুলি,সেই গাল খামচে খাওয়া,
বৃষ্টি রাতে বাবার সাথে কত্তো গল্প বলা,,,,
খানিক দুষ্টু খানিক শান্ত আমার ছোট্ট মানিক,
ধীরে ধীরে হলি বড়,দুষ্টুমিও বাড়লো আরো খানিক।
বড় হওয়ার সাথে সাথে বন্ধু আমার হলি,
হাসি ঠাট্টা,রাগ অভিমান,তোর সঙ্গেই বলি।
এগিয়ে তোকে চলতে হবে লক্ষ পুরন পথে,
ষড়রিপু জ্বালিয়ে দিয়ে যেন সত্য সঙ্গে থাকে।
তুই যে আমার গর্ব সোনা, তুই আমার অহংকার, 
করিস না আমার মাথা নীচু,মান রাখিস শিক্ষার। 
যতই আসুক ঝড়ঝাপটা, মিলেমিশে সবার সাথে থাক,
তোর মাথায় যেন থাকে সবার আশীর্বাদ এর হাত।
পরিচিতি হয় যেন তোর নিজের কাজের গুনে,
এই আশীর্বাদ ই করি আমি তোর শুভ জন্মদিনে।।
                     " মা" জন্মদিন

জন্মদিন

5a05a197830f3ba54370357eda515920

'সুচরিতা' Sucharita Bandyopadhyay

"যদি ফিরে না ই আসো"
তোমার থেকে কিছুই যে চাওয়ার নেই আর
নেই কোনো কিছুই পাওয়ার আশা,
লোকে আজ যে যাই বলুক আমায়,
এ আমার নিঃশর্ত ভালো বাসা।
হৃদয় দিয়ে না ই বা পেলাম মন,
না ই বা পেলাম তোমার আকুলতা, 
হঠাৎ করে তোমার অজানা ছোঁয়ায়,
বাড়িয়েছে আজ আমার ব্যাকুলতা। 
জানি আমি,জানে আমার ব্যাকুল এই মন,
মিথ্যে আশায় তাসের বাড়ি গড়ছি সারাক্ষণ।
তোমার ঠোঁটের একটু হাসি টুকু,
তোমার মুখে আমার সেই নাম,
না ই বা সে ডাক ভালোবাসায় মোড়া,
আমার কাছে তার যে ভীষণ দাম।
জানি..... আমি তোমার পুতুল খেলার সাথী, 
ভালো বাসার খেলা খেলছো রোজ,
মনের মতো সঙ্গী যখন পাবে,
হয়তো আমার নেবেনা কোনো খোঁজ। 
হয়তো তুমি যাবে চলে নতুন পথের বাঁকে,
তোমার দেখা স্বপ্ন গুলো পুরন করার আশায়
যদি ফিরে আর না ই বা তুমি আসো,
জীবন আমার সাজিয়ে নেব তোমার মিথ্যে ভালোবাসায়।। ফিরে না ই আসো

ফিরে না ই আসো

5a05a197830f3ba54370357eda515920

'সুচরিতা' Sucharita Bandyopadhyay

"আমি বেশ ভালো আছি"

সবাই যখন শুধোয় ডেকে কেমন আছিস বল?
আমার তখন ঠোঁটের কোনে হাসি,আর চোখের কোনে জল।
এই তো বেশ ভালোই আছি, কাটছে ভালোই দিন
মুচড়ে ওঠে মনটা তখন, করে বুকটা চিনচিন।
মনের ভিতর গভীর ক্ষত, হাসির প্রলেপ লাগাই রোজ,
ব্যার্থ জেনেও হাতড়ে খুঁজি ভালোবাসা র খোঁজ।
ভালো থাকার নাটক করে ক্লান্ত আমি আজ,
পালিয়ে যেতে ইচ্ছা করে ফেলে মিথ্যে সুখের সাজ।
ভালো থাকার মানে কি আর আমরা সবাই জানি?
এই সমাজের গোলোক ধাঁধায় বাঁধা তুমি আমি।
যেমনই থাকি ভালো মন্দে কাটছে চলে দিন,
দুঃখ সুখের নাগর দোলায় জীবন অতঃকিম।
জীবন নদে ভাসিয়ে তরী নিজেই আমি মাঝি,
ঝড় ঝাপটা সামলে আমি বেশ তো ভালোই আছি।। আমি বেশ ভালো আছি

আমি বেশ ভালো আছি

5a05a197830f3ba54370357eda515920

'সুচরিতা' Sucharita Bandyopadhyay

নতুন লড়াই 

জীবন যখন থমকে দাঁড়ায় 
অনিশ্চিত এর আড়ালে 
এলোমেলো স্বপ্নরা সব
মুখ ঢাকে অন্ধকারের গভীরে 
চাওয়া পাওয়া র হিসাব যখন বড়ই এলোমেলো 
নতুন করে হিসাব কষার সময় বুঝি এলো
সময় চলে নিজের গতে ভাবছি সারাক্ষণ 
মানতে সে যে চায় না কিছুই  পাগল পারা মন
হার না মানার ইচ্ছা তে তাই নতুন হিসাব করি
নতুন লড়াই লড়ার আশায় গোলোকধাঁধায় ঘুরি
5a05a197830f3ba54370357eda515920

'সুচরিতা' Sucharita Bandyopadhyay

আমি সেই সাধারণ মেয়ে 

যে মেয়েটা জন্মানোর সময় অনেকেরই কপালে পড়ে চিন্তার ভাঁজ, 
আমি সেই মেয়ে যাকে ছোটবেলা থেকেই শেখানো হয় ঘরোয়া সব কাজ। 
যার জোরে হাসা মানা, লাফিয়ে চলা মানা,গলা ছেড়ে গান গাওয়া মানা, 
একা বাইরে বেরোনো মানা, প্রতিবাদ করা মানা।
আমিই সেই মেয়ে যার কিছু চাওয়াতে প্রথমেই 'না' ছাড়া 'হ্যাঁ'জোটেনি মোটেই,
যার ভালোলাগা,মন্দলাগা, ইচ্ছে অনিচ্ছের দাম দিত না কোনো মতেই। 
"ভালো রেজাল্ট না করলে ভালো পাত্র পাওয়া যাবে না,, যত ভালো নাম্বার তত ভালো পাত্র"
হ্যাঁ আমি সেই মেয়ে যাকে লেখাপড়াও শেখানো হয় বিয়ের পাত্র নির্বাচনের নিরিখে,, 
যার বিদ্যার বহর শুধু মাত্র সন্তান প্রতিপালনের উদ্দেশ্যে। 
যাকে ছোটবেলা থেকেই শেখানো হয় ক্ষমা করতে, নরম হতে, মুখ বুজে কষ্ট সহ্য করতে, 
আমি সেই মেয়ে যাকে ছোটবেলা থেকেই জানানো হয় সবাইকে  খাইয়ে তারপর নিজে খেতে, 
যার খিদে পাওয়া মানা, কষ্ট পাওয়া মানা, দুঃখ হলে চোখের জল ফেলা মানা, 
"তুমি না ঘরের লক্ষী, তুমিই অন্নপূর্ণা"।
এত কিছু না এর মধ্যে তিল তিল করে গড়ে ওঠা এক মেয়ে,
সে হয়তো কোনো কিছুতেই কম নয় কোনো পুরুষের চেয়ে। 
নারী হলেও সে তো মানুষ, লাল রক্ত বইছে তার গায়েও, 
তাকে জন্ম দিতে গিয়ে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার মা কেও। 
তবু,,কেন এই বিভেদ? 
তিলে তিলে মৃত্যু হয় এক মানুষের, 
জন্ম নেয় গৃহকর্মনিপুনা এক মেয়ের।
আমি সেই মেয়ে, কেউ বিচার করেনা তার গুণের, বুদ্ধিমত্তার, 
সে কালো না ফর্সা, বেঁটে না লম্বা,মোটা না রোগা,
যার বিচার হয় শুধুই বাহ্যিক রূপের।
হ্যাঁ আমি সেই মেয়ে যাকে প্রতিনিয়ত লড়তে হয়েছে নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে,
যে আঁকড়ে ধরেছে সংসারকে,ভালোবেসেছে দুঃখে সুখে।
আমি সেই মেয়ে যার কেউ রাখেনি কোনো খবর, 
তাই তো কবির ভাষায় " আপনারে করে পরজীবন নির্ভর "
হ্যাঁ আমি, তুমি, আমরা অতি সাধারণ সেই মেয়ে।। #সুচরিতা

#সুচরিতা


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile