Nojoto: Largest Storytelling Platform
goutamdas8354
  • 81Stories
  • 19Followers
  • 632Love
    117Views

গৌতম

মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না। আঘাত করে মনুষ্যত্বের মরণ দেখিলে। "আমার মনুষ্যত্ব মরণের আগে যেনও আমার মৃত্যু হয়"

https://nojoto.com/portfolio/null

  • Popular
  • Latest
  • Video
5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

তুমি যখন যেভাবেই ফিরে আসো,
তোমাকে ফেরানোর সাধ্য আমার নেই,
তুমি আমার রক্তে মিশে গেছো
আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয়,আমি জানি না। #peace
5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

বন্ধুরাও জানে দিব্যি আছি,
নিয়ম মাফিক ফিরে আসছি ঠিকানায়। 
কে বলল একটা মানুষ হারালে
আর একটা মানুষ মরে যায়? #peace
5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

রুগ্ন আত্মা নিয়ে প্রেম সাধন হয়না, তারপরও দিনশেষে তুমি তোমরাই সেলিব্রেটি 👎 #peace 
রুগ্ন আত্মা নিয়ে প্রেম সাধন হয়না, তারপরও দিনশেষে তুমি তোমরাই সেলিব্রেটি 👎

#peace রুগ্ন আত্মা নিয়ে প্রেম সাধন হয়না, তারপরও দিনশেষে তুমি তোমরাই সেলিব্রেটি 👎 #Life_experience

9 Love

5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

কংক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ🍁🍁
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন! 🌸🌸 কংক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ🍁🍁
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন! 🌸🌸

কংক্রিট মন, মিছে আলাপন বিসর্জনে ক্লান্ত ভীষণ🍁🍁 আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন! 🌸🌸 #Life_experience

5 Love

5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

পশ্চিমবঙ্গবাসী কিন্তু সত্যিকারের সাহসী বীর বিশ্বজুড়ে #করোনা তার আঁচর পড়েছে পশ্চিমবঙ্গেও ধেয়ে আসছে #আমফান_ঝড় সর্বশেষ #অনুপ্রেরণা সত্যি বীর না হলে কি এতকিছু সাথে লড়াই করে টিকে থাকা যায়।
#বীর_পশ্চিমবঙ্গবাসী_তোমায়_প্রণাম 🙏 #peace 
পশ্চিমবঙ্গবাসী কিন্তু সত্যিকারের সাহসী বীর বিশ্বজুড়ে #করোনা তার আঁচর পড়েছে পশ্চিমবঙ্গেও ধেয়ে আসছে #আমফান_ঝড় সর্বশেষ #অনুপ্রেরণা সত্যি বীর না হলে কি এতকিছু সাথে লড়াই করে টিকে থাকা যায়।
#বীর_পশ্চিমবঙ্গবাসী_তোমায়_প্রণাম 🙏

#peace পশ্চিমবঙ্গবাসী কিন্তু সত্যিকারের সাহসী বীর বিশ্বজুড়ে #করোনা তার আঁচর পড়েছে পশ্চিমবঙ্গেও ধেয়ে আসছে #আমফান_ঝড় সর্বশেষ #অনুপ্রেরণা সত্যি বীর না হলে কি এতকিছু সাথে লড়াই করে টিকে থাকা যায়। #বীর_পশ্চিমবঙ্গবাসী_তোমায়_প্রণাম 🙏 #Life_experience

9 Love

5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

শঙ্খ কবি মৌন কেন ?
লাশ গুনেছেন সদ্য কি ?
বদল চেয়ে হেঁটেছিলেন,
পড়ছে মনে অদ্য কি ?
গোঁসাই মশাই দাড়ি নাড়েন ! 
কবি নাকি দ্রষ্টা ?
মৃত্যুমিছিল পড়ছে চোখে ?
এক সকালে দশটা ?
সেন মামনি ফিলিমরানি 
কাকদাড়িদা ? চুপ কেন ?
নাট্যবিভাস ? গানখুড়োদা ?
সুবোধ খোকা ! লাশ গোণো ? 
লাশের ওপর পড়ছে সাদা 
নীলের পালিশ , বিদ্বজন .... 
লাশের ওপর অ্যাসফল্ট রোড,
লাশচাপা দেয় উন্নয়ন।। #peace 

শঙ্খ কবি মৌন কেন ?
লাশ গুনেছেন সদ্য কি ?
বদল চেয়ে হেঁটেছিলেন,
পড়ছে মনে অদ্য কি ?
গোঁসাই মশাই দাড়ি নাড়েন ! 
কবি নাকি দ্রষ্টা ?

#peace শঙ্খ কবি মৌন কেন ? লাশ গুনেছেন সদ্য কি ? বদল চেয়ে হেঁটেছিলেন, পড়ছে মনে অদ্য কি ? গোঁসাই মশাই দাড়ি নাড়েন ! কবি নাকি দ্রষ্টা ? #Life_experience

8 Love

5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

আগে ছিলো 💚
আর পর হলো🧡
খুব শিগগিরই ❤️
এরপর পুরোটাই রাজ্যই #করোনা_Zone পরিবর্তন হবে। 🦠🦠🦠
সকল পশ্চিমবঙ্গ বাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গকে #করোনা_Zone এর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
#পশ্চিমবঙ্গের_অনেক_জনগণ_আজ_প্রমান_করে_দিল_তাদের_ভাতের_চেয়ে_মদের_বেশি_প্রয়োজন। #peace
5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

#আমার_যেদিন_মৃত্যু_হবে!

আমার যেদিন মৃত্যু হবে!
আমার কবিতাগুলো পথ শিশুদের মত
 ঘুরে বেড়াবে এদিক ওদিক;
ওদের একটা ঠিকানা করে দিও। 
উত্তর দিকে ছোট্ট একটা জানালা হলে ভীষণ ভালো হয়,
 উত্তরের  বাতাস আমার কবিতাদের ভীষণ পছন্দের;
উত্তরের বাতাসে কবিতার দুলবে,
 দুলতে দুলতে ক্লান্ত হয়ে গেলে
 তাদের একটু চা দিও ধোয়া ধোয়া গরম চা 
দক্ষিণের দেওয়ালে পাহাড়ের একটা ছবি রেখো
 পিকাসোর হলে তো কথাই নেই।
আমার কবিতার আধুনিক যুগে জন্ম হলেও
 পাহাড় তাদের ভীষণ পছন্দের ,
ভালো খারাপের বিচার তারা করতে জানে
 তারা বড় হচ্ছে নিজের ভালো-মন্দ বুঝতে শিখেছে ,
একটি কবিতা একবার পথ হারিয়ে ফেলেছিল
 সপ্তাহখানেক পর তাকে পেয়েছিলাম।
 কোথায় ছিল তাকে জিজ্ঞেস করতেই বলল...
 পিকাসোর ছবির ঘরে বসে ছিল এক সপ্তাহ কি করছিল বলতে...
 নিশ্চুপ হয়ে গেল সাহস আছে কিন্তু। 
আমার যেদিন মৃত্যু হবে!
সেই দিন একটু বর্ষা দিও ,
ভিজতে ভিজতে চলে যাব 
আমার কবিতাগুলো সেদিন বুঝবে বোধয়। #peace #আমার_যেদিন_মৃত্যু_হবে!

আমার যেদিন মৃত্যু হবে!
আমার কবিতাগুলো পথ শিশুদের মত
 ঘুরে বেড়াবে এদিক ওদিক;
ওদের একটা ঠিকানা করে দিও। 
উত্তর দিকে ছোট্ট একটা জানালা হলে ভীষণ ভালো হয়,
 উত্তরের  বাতাস আমার কবিতাদের ভীষণ পছন্দের;

#peace #আমার_যেদিন_মৃত্যু_হবে! আমার যেদিন মৃত্যু হবে! আমার কবিতাগুলো পথ শিশুদের মত ঘুরে বেড়াবে এদিক ওদিক; ওদের একটা ঠিকানা করে দিও। উত্তর দিকে ছোট্ট একটা জানালা হলে ভীষণ ভালো হয়, উত্তরের বাতাস আমার কবিতাদের ভীষণ পছন্দের;

0 Love

5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

5d6fb427afba212559bd199f24532cb7

গৌতম

ভীষণ অপেক্ষায় আছি দেখি কখন মিটে আশ।
নাকি এখন দেহ আছে হয়ে যাতে হবে লাশ।
তবুও মনে হয় পূর্ণ হবে না।
বিদায়ী নেবো হয়ে নিরাশ! ভীষণ অপেক্ষায় আছি দেখি কখন মিটে আশ।
নাকি এখন দেহ আছে হয়ে যাতে হবে লাশ।
তবুও মনে হয় পূর্ণ হবে না।
বিদায়ী নেবো হয়ে নিরাশ!

ভীষণ অপেক্ষায় আছি দেখি কখন মিটে আশ। নাকি এখন দেহ আছে হয়ে যাতে হবে লাশ। তবুও মনে হয় পূর্ণ হবে না। বিদায়ী নেবো হয়ে নিরাশ! #Life_experience

5 Love

loader
Home
Explore
Events
Notification
Profile