Nojoto: Largest Storytelling Platform
krisnokoli5385
  • 10Stories
  • 10Followers
  • 30Love
    11Views

Krisnokoli

nothing special

  • Popular
  • Latest
  • Video
717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

তোমায় আমি খুব যত্নে পর করবো
ভয় পেওনা,কোনো অভিযোগ করবোনা আর
বলবনা আমি মিথ্যে প্রতিশ্রুতিতে বার বার ডুবেছিলাম
তবু তোমার যত্নের কোনো ত্রুটি আমি রাখবনা
সাঁজ বেলাতে যেদিন তুমি আমার স্পর্শের প্রতীক্ষা করবে
সেদিন জানবে ধীরে ধীরে কতটা অস্পৃশ্য করে তুলেছি নিজেকে
হারাবার ভয়ে যেদিন তুমি অস্থির হবে
সেদিন জানবে কতটা বিরহ আমি বুকে পুষে বেঁচেছিলাম
হারাবে আমায় তবুও জানবে তোমায় ভালোবাসার অপরাধে
 আমার আমিত্বের মৃত আত্মার সৎকার আমি একাই করেছিলাম
তবু তুমি ভাববেনা একদম
তোমায় আমি খুব যত্নে ভালোবেসেই পর করবো

©️কৃষ্ণকলি #ShiningInDark
717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

খুব করে শুনেছি কেউ একজন নাকি থাকতে হয় জীবনে,
যার কাছে নিজের সবটা উজাড় করে বলা যায়
সমস্ত মন খারাপের অবসান ঘটানো যায় তার মুখ দেখেই।
জানো ,এই নির্বাসিত শহরে তোমার জন্যে শুধু তুমিই আছো
তোমার সবটা নিজের করে নেয়ার মতো কেউ থাকেনা।
কাউকে সবটা উজাড় করে না দিয়ে বরং নিজের জন্যে কিছু রেখো
দিন শেষে তুমি তোমাকে ফিরে পাবে ।।

_কৃষ্ণকলি

717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

খুব করে শুনেছি কেউ একজন নাকি থাকতে হয় জীবনে,
যার কাছে নিজের সবটা উজাড় করে বলা যায়
সমস্ত মন খারাপের অবসান ঘটানো যায় তার মুখ দেখেই।
জানো ,এই নির্বাসিত শহরে তোমার জন্যে শুধু তুমিই আছো
তোমার সবটা নিজের করে নেয়ার মতো কেউ থাকেনা।
কাউকে সবটা উজাড় করে না দিয়ে বরং নিজের জন্যে কিছু রেখো
দিন শেষে তুমি তোমাকে ফিরে পাবে ।।

_কৃষ্ণকলি

717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

খুব করে শুনেছি কেউ একজন নাকি থাকতে হয় জীবনে,
যার কাছে নিজের সবটা উজাড় করে বলা যায়
সমস্ত মন খারাপের অবসান ঘটানো যায় তার মুখ দেখেই।
জানো ,এই নির্বাসিত শহরে তোমার জন্যে শুধু তুমিই আছো
তোমার সবটা নিজের করে নেয়ার মতো কেউ থাকেনা।
কাউকে সবটা উজাড় করে না দিয়ে বরং নিজের জন্যে কিছু রেখো
দিন শেষে তুমি তোমাকে ফিরে পাবে ।।

_কৃষ্ণকলি

717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

ভালোবাসার আহাজারিতে রোজ মরেছি,
কিন্তু কোনো সমাধি কেন হলোনা বলতে পারো!!!
একটা সমাধির জন্যে হলেও
 আমি মহামারিতে মিথ্যে মৃত্যু চাই।।
__কৃষ্ণকলি #NirbhayaJustice
717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

#প্রেমিক_হতে_গেলে

#প্রেমিক_হতে_গেলে

717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

যেইদিন তুমি একরাশ জনস্রোতে আমায় একা ছেড়ে গেলে সেদিন আমি একটুও অবাক হইনি জানো!!
যেদিন আমি খুব যত্নে ভালোবেসে বালি দিয়েই ঘর বানিয়েছিলাম 
সেদিন তুমি সমুদ্রের বিশালতা দেখবার তাড়ায় আমার যত্নে বানানো ঘরটি পায়ে মাড়িয়ে গিয়েছিলে..
আমি সেদিনও অবাক হইনি…
সেই তুমিই আমাকে ঘর বাঁধার স্বপ্নে বিভোর করে তুলেছিলে।
ফঁাকা রাস্তায় নির্জনে যেদিন তুমি তোমার ভালোবাসার উচ্ছ্বলতা দেখাতে চেয়েছিলে 
সেদিনও আমি অবাক হইনি..
কারন আমি জানতাম,
তুমি জনস্রোতে শুধু ছেড়েই যেতে পারো
ভালোবাসতে পারোনা..।
জানতাম, তুমি যত্নে গড়া ভালোবাসা,বাড়ি সবটা নষ্ট করতে পারো..
জানতাম, তোমার কাছে আমার মনের চাইতে শরীরের গন্ধই বেশি প্রিয় ছিলো

সবটা জেনেও তোমাকে আকড়ে ধরতে চেয়েছিলাম
কিন্তু তুমি বড্ড বেয়াড়া..।। 
অতঃপর কোনো হিসেব না কষেই বিশাল আকাশটা তোমার নামে লিখে দিলাম।।

_কৃষ্ণকলি #বেয়াড়া

#বেয়াড়া #poem

717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

বিধ্বস্ত নগরীর বিরামহীন স্তব্ধতা
লাগামহীন গতিতে মনের ছুটে চলা
কোনো এক সন্ন্যাসীর সাধনাভঙ্গের কান্না
বাতাসে জলের গন্ধ..
সরু গলির নিশ্চিহ্ন অন্ধকার
দিনশেষে রাত্রিজাগন
ঘরের কার্ণিশে পড়ে থাকা সন্ন্যাসিনীর 
একরাশ দীর্ঘশ্বাস ব্যস্ত শহরের ধুলোতে মিশে যাওয়া

-কৃষ্ণকলি
717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

#Badly_Missing_Someone
717cddf9b3b81f48bb35ed0aeb42d4dc

Krisnokoli

#1st_try
loader
Home
Explore
Events
Notification
Profile