Nojoto: Largest Storytelling Platform
mdsislam9510
  • 31Stories
  • 121Followers
  • 331Love
    0Views

S islam

Poetry lover & always want to write something new.

https://www.instagram.com/sadiqul_islam777?r=nametag

  • Popular
  • Latest
  • Video
8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

ব্যাপারটা কখনো ভেবে দেখেছো কি?তুমি যার জন্য মরিয়া হয়ে ওঠো, সে তোমার খবর ও নেয়না।তুমি হাজার টা প্রশ্ন করো, সুখ দুঃখের প্রতিটা মুহূর্তের কথা জানতে চাও।কিন্তু ছোট ছোট উত্তর আসে।কী অদ্ভুত, তাই না?কারো খবর নেওয়ার মানুষ থাকেনা আর কেউ মানুষ পেয়েও কেয়ার করেনা।ঠিক যেমনটা তুমি।তুমি কেমন আছো, খবরটাও নেওয়ার প্রয়োজন বোধ করেনা যে.. তারজন্যই তুমি পাগল হয়ে যাও।নিজেকে অনেক ছোট করো।শুধু তাকে ভালো রাখা আর তার থেকে একটু ভালোবাসা পেয়ে বেঁচে থাকার আশায়।কিন্তু দিনশেষে সবই মূল্যহীন।অপরদিকে খোঁজ নিয়ে দেখো, তোমার জন্যও হয়তো কেউ একজন ভাবে যাকে তুমিও কেয়ার করোনা।শুধু নিজের ভালোবাসার মানুষটির জন্য।কিন্তু সেটা শুধু তোমারই ভালোবাসার মানুষ হবে, তার হতে পারবে না তুমি।এসব conflicting situation এর বেড়াজালে অস্বস্তি লাগবে তোমার, শুধুই কষ্ট আর কষ্ট পাবে।সুতরাং নিজেকে এতটা ছোট করে অন্যজনের প্রতি শপে দিওনা যাতে করে সে তোমার দুর্বলতার সুযোগ নেই।নিজেকে ভালোবাসতে শিখো, দেখবে অনেক ভালো থাকতে পারবে।ঠিক তখনই তোমার মূল্য কারো চোখে পরবে।আর সেদিন ই তোমার জীবনের আসল অর্থ তুমি খুঁজে পাবে।...So,learn to love yourself & walk alone.No one is necessary for your better life,you are the only thing for your happy World.
8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

ভালোবাসা জিনিসটা কী অদ্ভূত, তাই না?পুরোটাই  নাগালের বাইরে।হাজার চেষ্টা করেও ভুলতে পারা যায়না সেই মানুষটিকে।কাজের ফাঁকে ঠিকই টুক করে তার মেসেজ চেক করি,সে অনলাইন আছে কি না..বারবার দেখি।আমি নিশ্চিত যে তার পক্ষে আমায় মেসেজ করাটা অসম্ভব ছাড়া কিছু না।তবুও  এমন পাগলামি করি।আর যখন দেখি অনলাইনের সবুজবাতি দীর্ঘক্ষণ ধরে জ্বলেই যাচ্ছে কিন্তু কোনো মেসেজ নেই ,তখন অভিমানের জ্বালায় মন পুড়তে থাকে।নিজেকে অনেক অস্থির মনে হয়।একমুহূর্তের জন্য বেঁচে থাকার ইচ্ছা টাও যেন মরে যায়।মনে হয়- এ জীবন, এ পৃথিবী আমার জন্য নয় হয়তো।মাঝেমধ্যে ভাবি এসব থেকে বেরিয়ে যাবো,নিজের মতো করে ভালো থাকবো।এভাবে হয়তো কখনো কখনো পুরো সোশ্যাল নেটওয়ার্ক থেকে বেরিয়ে যাই।কিন্তু সেটা নিতান্তই স্বল্পস্থায়ী। এই জেদ ভালোবাসার কাছে হার মানে।এভাবে আবার পাগলামি শুরু হয়।যাইহোক ভালোবাসা পাওয়ার আশা আর না পাওয়ার যন্ত্রনা একসাথে নিয়ে এগিয়ে চলেছি,অন্তত থমকে যাইনি।জানিনা এ যাত্রা কবে গন্তব্য খুঁজে পাবে।তবে পাবে একদিন নিশ্চিত।সেই আশা নিয়ে বেঁচে আছি।
8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

You can never force someone to be with you or to like you. All you can do is #loveyourself and those who care for you will automatically will be in your life! The Law Of Attraction...

The Law Of Attraction... #Quote #loveyourself

8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

কার জন্য কাব্য রচনা করো তুমি?
যাকে নিয়ে না লিখলে তোমার দিন কাটেনা,
তার কিন্তু সে লেখা পড়ার সময়ও জোটেনা।
8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

হে আল্লাহ

যে কষ্টে আজ আমি দিন কাটাচ্ছি
সে কষ্ট তাকে পেতে দিওনা প্লিজ🙏।
জানি,সে পারবেনা সহ্য করতে।
তার যাকে ইচ্ছা তাকেই ভালোবাসুক
সে অনেক ভালো থাকুক।

8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

শুধু লিখাগুলো একাকী পড়বে আর চোখের জলে মোবাইলের  স্ক্রিন ভিজাবে।যাইহোক ছেলেটার এবার বিদায়ের দিন এসেছে।তুমি না চাইলে আর কোনোদিন হয়তো দেখা হবেনা।না চাইলে কথা ও হবেনা।কিন্তু সে ঠিক কষ্ট পাবে, আর অপেক্ষা করবে তোমার_ যেমনটা এখন করছে।ছেলেটা জানতে অজানতেই হয়তো অনেক ভুল করেছে, তাকে ক্ষমা করে দিও প্লীজ।সে কথা দিচ্ছে আর কোনোদিন জালাবেনা তোমায়।যেদিন বুঝতে পারবে হতভাগা টার ভালোবাসা সত্যি ছিল- সেদিন অন্তত একটু খবর দিও।অনেক খুশি হবে সে।সে তোমার জন্য সারাক্ষন দোয়া করে, তুমিও তার জন্য দোয়া করিও।আর ভালো থাকিও।আসসালামুআলাইকুম🙏।

8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

মানুষ যখন ভালোবাসার পরিবর্তে অবহেলা পায় তখন তার অনুভূতিগুলো কমতে শুরু করে। শুধু বাড়তে থাকে কষ্টগুলো।ছেলেটার মধ্যে কী এমন নেই যে তুমি মেনে নিতে পারোনা।সে তো তোমার জন্য সব করতে রাজি,তোমার মনের মতো হওয়ার জন্য কী করতে হবে_  বলে দিলেই তো পারো।ছেলেটা জানে যে  "ভিক্ষা করে পাওয়া ভালোবাসার কোনো মর্যাদা থাকেনা" , তবুও তো তোমায় ভালোবাসে।যেখানে  ভালোবাসা না পেয়ে কষ্ট পাও ,সেখানেই সুখের আশা করো কীভাবে🤔।সত্যি বলতে মানুষ যখন যেটা পায় তখন সেটার মূল্য বোঝেনা, হারিয়ে গেলে বুঝতে পারে সে কী হারালো।আমার কী মনে হয় জানো? তুমি ছেলেটা কে ঠিকই ভালোবাসো কিন্তু নিজেই বুঝতে পারছনা।যখন শুনতে পাবে ছেলেটা হসপিটালের বেডে শুয়ে আছে, তখন ঠিক কষ্ট পাবে।যখন শুনতে পাবে সে পৃথিবী থেকে হারিয়ে গেছে তখন ঠিক তুমি কাঁদবে।আর ভালোবাসাটা তখনই প্রকাশ পাবে।কিন্তু তখন আর কিছু করার থাকবেনা তোমার।অনেক আফসোস করবে তুমি।
8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

Trust me জানিনা ভাগ্যে কী লিখা আছে, আর কেনই বা এসব পাগলামি করছি।আসলে ভালোবাসার কাছে সবকিছুই হার মানে ।যে ছেলেটা হাজার মানুষের ভিড়ে তোমাকেই বিরক্ত করে, নিজে অনেক মেসেজ করার পর তোমার অল্প রিপ্লাইয়ে খুশি হয়ে যায়_  সে ছেলেটা আর যা হোক তোমাকে বড্ড ভালোবাসে।ছেলেটা তোমার পিছে লেগে থাকে বলে এই না যে তার কোনো কাজ নেই।সে ভালোবাসে বলেই কাজের ফাঁকে তোমার জন্য ঠিক সময় বের করে নেয়।এমন টাও তো হতে পারে যে ,সে অন্য কাজ ছেড়ে দিয়ে তোমাকে খুশি করার চেষ্টায় লেগে থাকে।তোমার প্রতিটা মুহূর্ত তার জানতে ইচ্ছা করে কিন্তু অধিকারের অভাবে মনের মধ্যে চেপে রেখে দেয়।যে ছেলেটা জীবনেও কারো কাছে কোনোদিন  ছোটো হয়নি কিন্তু তোমার কাছে ছোট হতে তার একটুকুও দ্বিধাবোধ হয়না_ সে ছেলেটা সত্যি তোমায় ভালোবাসে।সে জানে যে তোমায় হয়তো পাবেনা তবুও তোমায় ভালবাসে।জানো? ছেলেটার ও অনেক অভিমান  হয় কিন্তু যোগ্যতার কাছে তা হার মানে😥।সেও তো মানুষ, তারও তো মন আছে।একবারও ভেবে দেখলে না যে, ছেলেটা কেন তার জীবনের চলার পথ পরিবর্তন করে দিলো।সে এখন আর বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেনা, সবকিছুই যেন তার ভালোলাগার বাইরে চলে গেছে,নিকোটিন যেন তার নিত্য সঙ্গী হয়ে গেছে।নেশার ঘোর কাটিয়ে হয়তো স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ভুলতে তো পারেনি।না পাওয়ার ভয় এখনো তার মনে কষ্ট দেয়।আর তাছাড়া একবার কাউকে মন থেকে ভালোবাসলে ,ভুলে থাকাটা কখনই সম্ভব না।
8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

তাই বলছি তোমরা যারা breakup এর কথা ভাব তারা একবার ভেবে দেখো তো, যারা  ভালোবাসা পাইনি তাদের না পাওয়ার আক্ষেপ কতোটা😢।আর তোমরা পেয়েও তার মর্যাদা দিচ্ছনা। breakup হলে যে কীরকম কষ্ট অনুভূত হয় তা বলে বোঝানো যাবেনা।যাদের  breakup হয়ে গেছে,তাদের অন্তত একবার জিজ্ঞেস করো এতে কেমন ব্যথা হয়?তাহলেই তুমি বুঝে যাবে।তোমরা যারা নতুন relation এর সন্ধান পেয়ে আগের জনকে ছেড়ে চলে যাচ্ছ, তারা একটা কথা মাথায় রেখো।আজ তুমি ভালোবাসার  মানুষটিকে যেভাবে কষ্ট দিয়ে চলে যাচ্ছ,পরবর্তী relation এ তুমি কিন্তু সেই একই কষ্ট পাবে- এতে কোনো সন্দেহ নেই।আর তখন তোমার আক্ষেপের শেষ থাকবেনা।সুতরাং কিছু করার আগে একটু ভেবে দেখবে।ধন্যবাদ🤗।
8fd936b2c34b76cab3bf61e027a473a5

S islam

"মনে কর তুই আর আমি ঘুরতে বেরিয়েছি,
ঝিরিঝিরি বৃষ্টি porche , 
তুই আর আমি একই ছাতার নীচে। 
হঠাৎ জোরে বৃষ্টি পরতেই তুই আর 
আমি একটা ছাউনির নিচে আশ্রয় নিলাম। 
তুই মেস পৌঁছানোর চিন্তায় বিমুখ, 
আর আমি বৃষ্টির অনুভূতি অনুভব করছি। 
বৃষ্টির বাষ্পে আমার চোখ ঝাপসা হয়ে গেছে,
 হঠাৎ তুই তোর ওরনা দিয়ে চোখ, 
মুখ মুছে দিলি। বৃষ্টি একটু কমতেই 
আমরা মেস এর উদ্দেশ্যে রওনা হলাম।
 হঠাৎ বিদ্যুৎ চমকালো, তুই তোর 
অজানতেই আমার কাঁধে মাথা লুকালি।
 আর তোকে মায়ার টানে বুকে 
জড়িয়ে ধরলাম। তারপর আমি 
তোর দিকে তাকাতেই তুই লজ্জায় মুখ 
ঢেকে নিলি।"

loader
Home
Explore
Events
Notification
Profile