Nojoto: Largest Storytelling Platform
sa4573367705034
  • 20Stories
  • 33Followers
  • 87Love
    113Views

আরণ্যক @SA

  • Popular
  • Latest
  • Video
994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

বয়স যতো বাড়তে থাকে, 
বন্ধু এবং পরিজনদের সংখ্যা ততোই কমতে থাকে।
এবার প্রশ্ন আসতে পারে, "কেন?"
উত্তরে বড় বড় কাব্য রচনা করা যায়।  
তবে এক কথায়,
আমি কিছুটা পরিবর্তনের হাত ধরে নিজেকে এগিয়েছি সামনের দিকে
 সমস্ত পিছুটানের মায়া ত্যাগ করে।
তুমি কিছুটা প্রয়োজনবাদী, স্বার্থাণ্বেষী হয়ে

বয়স যতো বাড়তে থাকে, বন্ধু এবং পরিজনদের সংখ্যা ততোই কমতে থাকে। এবার প্রশ্ন আসতে পারে, "কেন?" উত্তরে বড় বড় কাব্য রচনা করা যায়। তবে এক কথায়, আমি কিছুটা পরিবর্তনের হাত ধরে নিজেকে এগিয়েছি সামনের দিকে সমস্ত পিছুটানের মায়া ত্যাগ করে। তুমি কিছুটা প্রয়োজনবাদী, স্বার্থাণ্বেষী হয়ে #sitarmusic

994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

একলা পথে, ঝাপসা বিকেল
অন্ধকারে খুঁজি তোকে।
অভিমানের ভেলা ছেড়ে, 
আলোক রেখা দে ছড়িয়ে।

জানি, তুই একটু আদর প্রিয়।
আমায় ভীষণ ভালোবাসিস।
আমিই তো বোকার সর্দার।
জানিস তো, তোকে অনেক ভালোবাসি। #alone
994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

#JalFlute
994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

#Broken
#ভ্রান্তির_ভালবাসা

#Broken #ভ্রান্তির_ভালবাসা

994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

ভালবাসা কখনো রং বদলায় না। বদলে যায় একসাথে থাকা মানুষ দুটো আর তাদের চাহিদাগুলো। রং বদলায় তাদের  স্বপ্নগুলো অপূর্ণতার হাত ধরে। পড়ে থাকে শুধু কিছু স্মৃতি দুজনেরই অতীত জুড়ে। তখন দুজনেরই একে অপরের প্রতি বিশ্বাস আর টান ব্যাস্তানুপাতে বিভক্ত হয়।
(Dedicated : Nobody) #Dedicated_Nobody
994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

মাঝে মাঝে থমকে দাঁড়াতে হয়
 সময়ের অবাধ্যতার কারনে। 
তখন আবার ভয় পেতে শুরু করি। 
আমার কপালে যে কুশলতা ক্ষণস্থায়ী। 
তবুও ভালবাসি সমস্তটা দিয়ে।
994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

গত সপ্তাহে আমাকে ICU থেকে ছুটি দিয়েছে। কিছু ঔষধ দিয়েছে Doctor, বুকে ব্যথা হলে খেতে বলেছে। গত এক সপ্তাহ ধরে দিনে তিন-চার বার বুকে খুব ব্যথা হয়। এতটাই যন্ত্রণা দেয়, যেন মনে হয় এখনি মরে যাবো। কিন্তু না। সালা আমার মরণও নেই। এত যন্ত্রণা সহ্য করার মতো না। তবে ডাক্তার বলেছেন, বেশি দিন নাকি এই যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে না। অল্পদিনের মধ্যেই নাকি আমি মুক্তি পাবো সব যন্ত্রণা থেকে।
দেখতে দেখতে প্রায় দুই সপ্তাহ কেটে গেল। গত দুই দিন ধরে আমার শরীরটা খুব খারাপ। খেতে পারছি না। অধিকাংশ সময়ই অজ্ঞান অবস্থায় থাকি। কারন বুকে ব্যথাটা এতটাই বেশি যন্ত্রণা দেয় যে, জ্ঞান হারিয়ে ফেলি।
সকালে ঘুম ভাঙতেই দেখি পরিবারের সবাই আমার পাশে বসে আছে। মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমার একটা হাত ধরে। আমি জিজ্ঞাসা করলাম মাকে, "মা তুমি কেন কাঁদছো? আমিতো আছি। কি হয়েছে তোমার? তোমার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছে।"
কিন্তু মা কোন প্রশ্নেরই কোন উত্তর দেয় না। শুধুই কেঁদে যাচ্ছে। বাবার চোখেও জল। বাবাকে জিজ্ঞাসা করলাম,"বোন কোথায়? ওকে দেখছি না কেন?"
বাবাও কোন উত্তর দেয় না। যেন কিছুই শুনতে পায় নি। আমি নিজেই উঠে বোনকে খুঁজতে যাবো ভাবলাম। বিছানা ছেড়ে উঠতেই মনে হল আমি অনেক হালকা হয়ে গেছি। আর আমার শরীরে কোন যন্ত্রণা বা ব্যথা নেই। আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। আমি আনন্দে আত্মহারা তখনো। মা, বাবা, সবাইকে বললাম যে আমি ভালো হয়ে গেছি। কিন্তু কেউ আমার কথা কানেই নিচ্ছে না। সবাই যেন কান্নায় ব্যস্ত। এদিকে দাড়িয়ে আমি সবাইকে ডাকছি, সে দিকে কারো কোন ভ্রূক্ষেপই নেই যেন। সবাই আমার বিছানার চারপাশে ঘিরে আছে আর সবাই নিজেদের মতো দুঃখ বিলাসে ব্যস্ত। আমার মনের মধ্যে একটা কৌতুহল জাগল। কি আছে আমার বিছানার ওখানে, যেটা নিয়েই সবাই পড়ে আছে। আমি ঠিক হয়ে গেছি, তা নিয়ে কারো কোন মাথাব্যথাই নেই।
সামনে এগিয়ে দেখি আমার মতোই দেখতে একটা একুশ বছরের ছেলে, জরাজীর্ণ রোগাক্রান্ত চেহারা, চোখ বন্ধ করে ঘুমোচ্ছে আর সবাই তাকে ঘিরেই কাঁদছে। আমি সবাইকে খুব বোঝানোর চেষ্টা করলাম, ওটা আমি নই। এটা আমি, একদম সুস্থ-সবল, প্রাণবন্ত। কিন্তু কে শোনে কার কথা।
কিছুক্ষণ পর অদ্বিতী এলো। আমি ওকে দেখে খুব খুসি হলাম। অনেকদিন পর দেখলাম ওকে। আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর একবার ও গেছিলো আমায় দেখতে। তারপর আর এই প্রায় একমাস ধরে কোন খোঁজ খবর নেই।  আমি ওকে ডাকলাম । ডেকে বললাম যে "আমি সুস্থ হয়ে গেছি, আর কোন অসুবিধে নেই। আমরা আবার একসাথে অনেক সময়  কাটাতে পারবো।" কিন্তু অদ্বিতীও আমায় যেন শুনলো না, এমনকি আমার দিকে একটিবারের জন্যও তাকালো না। সবার মতো অদ্বিতীও ওই আমার অবয়ব ছেলের কাছে গিয়ে বসল। ওর চোখেও জল ছিল।
সবাইকে যখন বোঝাতে ব্যর্থ আমি, তখন বোঝানোর হাল ছেড়ে দিলাম। নিজেরই মনখারাপ হচ্ছিল তখন। পরক্ষণেই এটা বুঝতে পারলাম সবার কান্নার কারণ বুঝতে পারলাম। আসলে আমি মরে গেছি। মৃত্য-মুক্তি

মৃত্য-মুক্তি

994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

 ভালবাসায় ডুবে থাকি
ভালবাসতে ভালবাসি

ভালবাসায় ডুবে থাকি ভালবাসতে ভালবাসি #nojotophoto

994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

সাদাকালো এই শহরে,
            বসন্ত আজ  বিরাজমান ।
সবই তোমার কারনে।
               বন্ধু, তুমি বড়ো মহান।
আলোকহীন প্রান্তরে তুমি
              নিয়ে আশা দিলে দেখা।
বন্ধু তোমায় বড্ড ভালবাসি।
            তুমিই আমার জীবন শ্রেষ্ঠা।
অন্ধকারের ঘুম ভাঙালে
             হয়ে ভোরের মিষ্টি পাখি ।
নতুন করে তুমি বাঁচতে শেখালে।
      চঞ্চলা নয়না, তোমায় খুব ভালবাসি।


.......NEMESSIS.96 #চঞ্চলা_নয়না

#চঞ্চলা_নয়না #poem

994c0e9438f8053e71da4aed6bc2e1b9

আরণ্যক @SA

ছেলেটার খুব বেগ পেতে হত কারো নাম, Phone number, Room number, যায়গার নাম, তারিখ, ইত্যাদি মনে রাখতে। 2016 এর পর Problem টা আরও জড়িয়ে বসলো তাকে। এখন সে অনেক ঘটনাই মনে রাখতে পারে না, ভুলে যায়। এমন নয় যে পুরোপুরি সেটা মুছে যায়। তবে প্রয়োজনের সময় মনে পড়ে না। তার এই ভুলে যাওয়াটা কাছের মানুষগুলোর কাছে একটু বিরক্তিকর হয়ে উঠেছে। চাইলেও কিছু করতে পারে না ছেলেটা। কতটা অসহায় লাগে নিজেকে যখন খুব important জিনিস প্রয়োজনের সময় মনে পড়ে না। কেউ বুঝবে না কতটা বেদনাদায়ক এই ব্যাপারগুলো। তাই মাঝে মাঝে সে খুব একা হয়ে যায়। মনে হয় সমস্ত পৃথিবীতে সে একা। কেউ নেই তার জন্য। এটা আমি নিজে।
এরকম যদি কারও সাথে ঘটে থাকে সবসময়,  তাহলে সে একাই বুঝবে যন্ত্রণাটা। দুই বছর ধরে পড়া কলেজে, নিজের ক্লাস রুম যদি প্রায়ই ভুল করে অন্য রুমে ঢুকে যায় বা Hostel এ প্রায় দুই বছর একই floor আর room এ থেকেও মাঝে মাঝে ভুল করে অন্য রুমে ঢুকে যাওয়া নিজের মনে করে, কটতা কষ্টের তা কেউ বুঝবে না।

এটা আমি নিজে। এরকম যদি কারও সাথে ঘটে থাকে সবসময়, তাহলে সে একাই বুঝবে যন্ত্রণাটা। দুই বছর ধরে পড়া কলেজে, নিজের ক্লাস রুম যদি প্রায়ই ভুল করে অন্য রুমে ঢুকে যায় বা Hostel এ প্রায় দুই বছর একই floor আর room এ থেকেও মাঝে মাঝে ভুল করে অন্য রুমে ঢুকে যাওয়া নিজের মনে করে, কটতা কষ্টের তা কেউ বুঝবে না।

loader
Home
Explore
Events
Notification
Profile