Nojoto: Largest Storytelling Platform
nojotouser7475831326
  • 41Stories
  • 7Followers
  • 309Love
    155Views

নি রু প ম

  • Popular
  • Latest
  • Video
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

ঐ সেথা চাঁদ 
পূর্ণিমার চাঁদ- ভাসা ভাসা মেঘ,
ভালোবাসায় কদমের গাছ ছুঁয়ে 
ঘরে আসে জানালা বেয়ে।
রাত ঘনায়;
আমাদের গৃহকোণ লাবণ্যে জড়ায়।
হলুদ জ্যোৎস্নায়।

এই ঘরে
এই অগোছালো ঘরে-
আরও এক চাঁদ পাশে বসে থাকে ঠায়। 
কথা বলে কত;
কত ইচ্ছার কথা;
স্মৃতি টেনে আনে, ভিড় করে।
আহ্লাদি, ভালোবাসা চায়।
আলোয় আলো-
চাঁদ হাসে আর জ্যোৎস্না ছড়ায়।

©নি রু প ম

9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

পথ গেছে শেষ হয়ে পথের বাঁকে।
দূরে, আরও দূরে -
বনভূমির গহীনে আঁধার ও মৃত্যু।
মৃত আত্মা- শাল ও শিরীষ-এর
ফিসফিস করে অবিরাম।
বৃক্ষের শোকযাপন, তাও হয় বুঝি!
কান্না নেই, কান্না থাকে না।
তবু বেদনা থাকে অনন্ত। অগাধ।

সেই পথ ধরে গেলে খাদ থাকে।
খাদের শুরু থাকে, শেষ থাকে না।
ওপারে সূর্য ডোবে, আবার উঠবে তাই।
তবু, পরজন্মে বিশ্বাস রাখে না কেউ।
বিশ্বাস রাখে না কেউ। মৃত্যুর প্রান্তে কি-
সেও তো অধরা।

©নি রু প ম #WalkingInWoods
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

পথ গেছে শেষ হয়ে পথের বাঁকে।
দূরে, আরও দূরে -
বনভূমির গহীনে আঁধার ও মৃত্যু।
মৃত আত্মা- শাল ও শিরীষ-এর
ফিসফিস করে অবিরাম।
বৃক্ষের শোকযাপন, তাও হয় বুঝি!
কান্না নেই, কান্না থাকে না।
তবু বেদনা থাকে অনন্ত। অগাধ।

সেই পথ ধরে গেলে খাদ থাকে।
খাদের শুরু থাকে, শেষ থাকে না।
ওপারে সূর্য ডোবে, আবার উঠবে তাই।
তবু পরজন্মে বিশ্বাস রাখে না কেউ।
বিশ্বাস রাখে না কেউ। মৃত্যুর প্রান্তে কি-
সেও তো অধরা।

©নি রু প ম #WalkingInWoods
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

রাজার জবাব সোনায় মোড়া;
অশ্রু ভেজা নয়ন জোড়া।
কোন মন্ত্রে করলে জাদু!
ওহে নীরজ, সাধু সাধু!

©নি রু প ম
  #neerajchopra
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

রাজার জবাব সোনায় মোড়া;
অশ্রু ভেজা নয়ন জোড়া।
কোন মন্ত্রে করলে জাদু!
ওহে নীরজ, সাধু সাধু!

©নি রু প ম #neerajchopra
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

"HAPPY FRIENDSHIP DAY" to all of my Colleagues, to my extended family.

©নি রু প ম #DearCousins
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

বৃষ্টি 

"আমার দুঃখের দিন তথাগত
আমার সুখের দিন ভাসমান
এমন বৃষ্টির দিন পথে পথে
আমার মৃত্যুর দিন মনে পড়ে।

আবার সুখের মাঠ জলভরা
আবার দুঃখের ধান ভরে যায়
এমন বৃষ্টির দিন মনে পড়ে
আমার জন্মের কোনো শেষ নেই..."

                                  - শঙ্খ ঘোষ

©নি রু প ম #Drops
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

#IPL2021 ও মন ! ছুঁয়ে দিলেই গোলাপ
ও মন ! পাপড়ি গুলো ছড়িয়ে পড়ার আগে
আমায় দিও বরং।

ও মন ! বারান্দাতে নিত্য আসা যাওয়া
ও মন ! আলতো রোদে কত্ত সোহাগ স্বাদ
অল্প একটু তুমি নিও -
বাদ বাকিটা আমায় দিও, কেমন !

ও মন ! দু'জনা তে বালির দেশে
ও মন ! চাঁদ জোছনা স্নান
মায়ায়-আলোয়, চিকন কণায়
রাজকন্যার প্রেমের উপাখ্যান।

ও মন ! তোমার সাথে রাঙামাটির পথ
ও মন ! রাত বিরেতে মহুয়া মেশে
শরীরময় আজব ধাঁধা।

ও মন ! তোমার মতো সঙ্গী পেলে
সাত জীবন-ই হবো মাতাল
ও মন ! সাত জীবন-ই।

©নি রু প ম
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

#IPL2021 ও মন ! ছুঁয়ে দিলেই গোলাপ
ও মন ! পাপড়ি গুলো ছড়িয়ে পড়ার আগে
আমায় দিও বরং।

ও মন ! বারান্দাতে নিত্য আসা যাওয়া
ও মন ! আলতো রোদে কত্ত সোহাগ স্বাদ
অল্প একটু তুমি নিও -
বাদ বাকিটা আমায় দিও, কেমন !

ও মন ! দু'জনা তে বালির দেশে
ও মন ! চাঁদ জোছনা স্নান
মায়ায়-আলোয়, চিকন কণায়
রাজকন্যার প্রেমের উপাখ্যান।

ও মন ! তোমার সাথে রাঙামাটির পথ
ও মন ! রাত বিরেতে মহুয়া মেশে
শরীরময় আজব ধাঁধা।

ও মন ! তোমার মতো সঙ্গী পেলে
সাত জীবন-ই হবো মাতাল
ও মন ! সাত জীবন-ই।

©নি রু প ম
9f45929f76dec7a7d6021ee8f0900097

নি রু প ম

একরাশ নক্ষত্রের সমাহার দেখেছি।
দেখেছি, আকাশের কালোয় তৃষ্ণার্ত নক্ষত্রপুঞ্জ।
কান্না। চিৎকার। মৃত্যু।

অশত্থ-এর ডালে পেঁচার চোখের 
দিকে তাকিয়ে থেকেছি কতদিন। অনন্ত কাল।
দেখেছি, এক অন্ধকারময় রাত। 
গৃহস্থের স্বপ্নে কুঠারাঘাত। মৃত্যু।

দিন শেষে, অষ্টাদশীর কালো চুলের 
তিমিরে দেখেছি জোনাকি।
জ্বলা ও নেভা। একই সাথে জীবন ও মৃত্যু।

দেখেছি, রাস্তায় ট্রাম। সর্পিল পথে।
সেও তো বহন করে চলেছে মৃত্যু।

দেখেছি, তোমার চোখে বেঁচে থাকা।
আমার জিওনকাঠি ধারণ করেছো
তোমার চোখের আকাঙ্খায়। মায়ায়। 
তোমার লালিত্য ও আমার রুক্ষতা পরিপূরক।
রোজ লালন করেছি স্বপ্ন - জীবনের।

©নি রু প ম #moonlight
loader
Home
Explore
Events
Notification
Profile