Find the Latest Status about assembly from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, assembly.
BANGLE TIMES
মহারাষ্ট্রে এনডিএ, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’, দুই রাজ্যে প্রতিষ্ঠান-বিরোধিতা উড়িয়ে শাসকের প্রত্যাবর্তন এ বার মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের বিধানসভা ভোট কিংবা বাংলা-সহ আরও ১৪টি রাজ্যের লোকসভা-বিধানসভা উপনির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতার কোনও চিহ্ন দেখা যায়নি। লোকসভা ভোটের ছ’মাসের মধ্যে পর পর উত্তর এবং পশ্চিম ভারতের দুই রাজ্যে রাজনৈতিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে ফেলল বিজেপি। অক্টোবরে হরিয়ানার পর নভেম্বরে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে দুরমুশ করল বিরোধীদের। লোকসভা ভোটে ওই দুই রাজ্যেই বিরোধীদের কাছে ধাক্কা খেয়েছিল তারা। কিন্তু তাদের অশ্বমেধের ঘোড়া থেমে গিয়েছে পূর্ব ভারতে এসে। ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’র কাছে পর্যুদস্ত নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। অথচ লোকসভা ভোটে আদিবাসী প্রভাবিত ওই রাজ্যে জয় পেয়েছিল তারা। ©BANGLE TIMES #Assembly_Election_2024
BANGLE TIMES
বুধবার মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভা ভোট, সন্ধ্যায় বুথফেরত সমীক্ষার ফল, নজরে কোন কোন প্রার্থী মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ন’কোটি ৭০ লক্ষেরও বেশি। তাঁরা ৪১৩৬ জন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ করবেন। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। রাত পোহালেই বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রের। এক দফাতেই ভোট হবে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের (জনসংখ্যার নিরিখে) ২৮৮টি বিধানসভা কেন্দ্রে। বুধবার একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোট হবে বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি বিধানসভা আসনেও। সন্ধ্যায় জানা যাবে, দুই রাজ্যের বুথ ফেরত সমীক্ষার ফল। যদিও ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই এমন সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। যার সাম্প্রতিকতম উদাহরণ গত মাসে হরিয়ানার বিধানসভা ভোট। ©BANGLE TIMES #Assembly_Election_2024