Nojoto: Largest Storytelling Platform

New জীবনের মূল্য উদ্ধৃতি Quotes, Status, Photo, Video

Find the Latest Status about জীবনের মূল্য উদ্ধৃতি from top creators only on Nojoto App. Also find trending photos & videos.

    LatestPopularVideo

Priyam Dutta

#মূল্য

read more
মূল্য
-------
কার মূল্য মাপলে তুমি?
ছড়িয়ে এমন নোটের ধারা...
তার মূল্য মাপলে পারদ,
অমূল্য দেয় গো সারা।
সুচের ডগায় মাটির মূল্য,
বোঝেনি তো দুর্যোধনও।
অমূল্য মাপার নেশায়,
মূল্যবোধটি মাটি ছুঁল।
পণ্য যায় গো টাকায় কেনা,
পণ্য বেচাও টাকায় হয়।
টাকার মূল্য বুঝলে দেখো,
আত্মসম্মান পণ্য নয়।
এই পৃথিবী টাকায় মরে,
টাকাই তাদের বাঁচার মই।
টাকাই আজ বুঝিয়ে দিল,
আমি তোর বন্ধু নই। #মূল্য

যজ্ঞেশ্বরের যজ্ঞ

আমার মূল্য

read more

secret writter

বাস্তবের মূল্য #Quote

read more
দূর থেকে কাকের ডিম আর কোকিলের ডিম
একই মনে হই কিন্তু যখন ডিম ফুটে বাচ্চা হয় তখন জানা যাই কোকিলের চালাকি।।
ঠিক সেই রকম স্বপ্ন আর বাস্তব একই মনে হই কিন্তু বাস্তবে মূল্য তখন বোঝা যায় ,
যখন স্বপ্ন ভেঙ্গে মনকে আঘাত করে।। বাস্তবের মূল্য

Swapan Dewanji

#HappyRoseDay মূল্য । #কবিতা

read more
প্রেমের মূল্য কার বেশি।

কার ভালোবাসার মূল্য বেশি 
ফুলকপির না বাঁধাকপির ?
আমি বলি যদি বাধাকপির 
তুমি বলিবে নিশ্চয়ই ফুলকপির।

কারণ ফুল সবার সম্মুখে উদ্ভাসিত 
তাই সবাই তারে ভালোবাসে ,
এরমধ্যে লুকাবার কিছু নাই 
এ যেন ঠিক পরকীয়া প্রেম ভাই।

অথচ দেখো বাঁধা কফির প্রেমটি 
কত মধূর তাদের প্রেম জমাটি ,
শধু তুমি আমি ছাড়া আর কেহ নাই 
যেন মাতৃগর্ভে দশমাস দশদিন ভাই।

©Swapan Dewanji #HappyRoseDay মূল্য ।

Papai Ghosh

সময়ের মূল্য

read more
Safar সময়   

মানে না কারো কথা
বোঝেনা কারো ব্যথা।।
তার নেই কোনো বাধা 
নেই কোন বিপদ।।
থামবে না কোনদিনই 
এই তার শপথ।।

                                      ইতি
                                      রাকেশ ঘোষ সময়ের মূল্য

Mallika Borthakur (Paahi)

প্ৰেমৰ মূল্য ।

read more

Swapan Dewanji

#hugday প্রেমের মূল্য। #কবিতা

read more

Sheikh Saadi

#মূল্য #জ্ঞান #জীবনবোধ #Quote

read more
হীরা কে ছাইচাপা দিয়ে রাখলেও হীরাই থাকে। আর ছাইকে হীরার পাহাড়ে রাখলেও তা ছাই ই থাকবে। #মূল্য #জ্ঞান #জীবনবোধ

Chaitali Khara

⏰সময়ের মূল্য⏰ #Shayari

read more

@zara

পড়ার মূল্য আজ কোথায়

read more
আগে যখন ছোটো বেলায় পড়াশোনা করতাম,
মাস গেলে শুধু চেয়ে থাকতাম ....
 স্কুল টেস্ট এর রেজাল্ট এর দিকে।

আর  বছরের শেষে ভয় হতো এই ভেবে যে...
মার্কশিট এ আগের বারের থেকে বেশি মার্কস থাকবে তো???
আহা ......
কতই না মজা ছিল সেই উদ্যম পড়াই
যেখানে শুধু উদ্যেশ্য ছিল,
ভালো রেজাল্ট এর এক অফুরন্ত তৃপ্তি।
আর বাড়ির লোকের কাছে এক
মাধূর্যময় প্রশংসা।।

কিন্তু আজ যেন সময়ের এক অভিশপ্ত রেখা
সেই ভাবনা সেই মাধুর্য গ্রাস করে ফেলেছে।
কোথায় সেই পড়ার মূল্য?? কোথায় সেই অস্তিত্ব???

 না না আজ সেই শিক্ষা কয়েকটি টাকার নোটে বিক্রি ।
আজ বছর শেষে মার্কশিট এর নম্বর নই.....
টাকার কত গুলো বান্ডিল পাওয়া যাবে,
এই ভেবে পড়াশোনা করা হয়।।

তাই বুঝি এখন পড়াশোনা করে 
আগের মত আর তৃপ্তি পাওয়া যায় না...

সেই পড়ার স্বাদ টুকু যেনো বিলীন হয়ে গেছে...
কয়েকটা রঙিন টাকার বান্ডিলের তলায়।

©shayeri lover পড়ার মূল্য আজ কোথায়
loader
Home
Explore
Events
Notification
Profile