Nojoto: Largest Storytelling Platform

New আড়চোখ bangla meaning Quotes, Status, Photo, Video

Find the Latest Status about আড়চোখ bangla meaning from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, আড়চোখ bangla meaning.

    LatestPopularVideo

Ayaan Mirza

Deep meaning... #Life

read more

Leo Micky

kishori jha

here ka meaning #Videos

read more

Kaveri Raj

Indo and Bangla border #ಆಲೋಚನೆಗಳು

read more

Suraj Jha

Word meaning #ateet #Videos

read more

Vidya Viddu

#Holi #Meaning

read more

Sadik

Paani ka Aasli Matlab | Meaning of Water | #Meaning #Comdey #Shorts #viral #Comedy

read more

Anjana Chirag

meaning of holi #विचार

read more

Satanik Sil

আমি যাচ্ছি ডুবে #Bangla #Bengali #Life

read more
১
মেঘ ডাকে যখন জলের অভাব 
চোখে জল এলেই সে হয় চুপ । 
সব কালি ধুয়ে যাবে 
লেগে থাকা তোমার মুখে। 
আমি দেখবো না তোমার বহুরূপ।

ফুল ফোটে মনে নতুন বছরে
সে বাগানে হারায় সব মালি ।
হোঁচট খেয়ে যাচ্ছি পড়ে 
জঞ্জালে ঢাকা পাতকুয়ায় ।
আমি ধরবো না তোমার হাতখানি ।

আমি যাচ্ছি ডুবে কোনো অন্ধকারে
মিশছে শত স্বপ্ন ভিন আকারে ।
ব্যাকুল হয়ে খুঁজছি সেই তারা কে
নীল গ্রহের কোনো ব্যস্ত বাজারে ।

২
এক ফোঁটা জলের অভাব ।
আমি ভেসে যাই তুফান হয়ে 
উপড়ে ফেলি সময়ের গাঁথা শিকড় ।

এক রংধনু ওঠার সময় ।
আমি ট্রাম লাইনের পাশে স্বপ্ন দেখি 
ভেঙে ফেলেছি আমার কত ঘর ।

ভিড় ঠেলে আমি ধরেছি তার রুমাল 
ভুল মানুষ পেয়েছি আমি সেই ছলে ।

আমি যাচ্ছি ডুবে কোনো অন্ধকারে
মিশছে শত স্বপ্ন ভিন আকারে ।
ব্যাকুল হয়ে খুঁজছি সেই তারা কে
নীল গ্রহের কোনো ব্যস্ত বাজারে ।


যদি থাকে মাথায় আমার , অনুভূতি করতে ক্ষমার ।
হাসবো রাতে বরফ জমা , শূন্য মহাকাশে ।

©Satanik Sil আমি যাচ্ছি ডুবে

#bangla #bengali

Satanik Sil

চাহিদায় #Bengali #Bangla #Love

read more
দূর দূরে চলে যায় 
কাটে বারো মাস
শুয়ে এক পাতায় ।

ধীর কখনও গভীর 
ডুবেছি শেষ ঘুমে 
রাত তোর আশায় ।

দূর দূরে চলে যায়
চাঁদ খোঁজে তোকে 
মিছে সাহারায় ।

ধীর কখনও গভীর 
নিরবে তুই ডাকিস 
চেনা ইশারায় ।

কেন আবার বসন্ত ফিরে আসে না ?
বৃষ্টি ভেজা বিকেল আর ভালোবাসে না !
কেন চাঁদ হারায় প্রতি রাতে সাহারায় ?
গোলাপী দিন কাঁদে আজও না পাওয়া চাহিদায় ।

দিন দিন চলে যায় 
রেখে মনে তোর 
ছবি আঁকি তাই ।

ভিড় স্রোতে ও নদীর 
ভাসে কাগজের 
নৌকা বানাই ।

দিন দিন চলে যায় 
মিঠে বিকেল রোদ 
মেঘে মুখ লুকায় ।

ভিড় পেরিয়ে গভীর
ধরেছি ভেজা হাত 
চেনা ইশারায় ।

কেন আবার বসন্ত ফিরে আসে না ?
বৃষ্টি ভেজা বিকেল আর ভালোবাসে না !
কেন চাঁদ হারায় প্রতি রাতে সাহারায় ?
গোলাপী দিন কাঁদে আজও না পাওয়া চাহিদায় ।

©Satanik Sil চাহিদায় #bengali #bangla
loader
Home
Explore
Events
Notification
Profile