Nojoto: Largest Storytelling Platform

New জাল মানুষের উদ্ধৃতি Quotes, Status, Photo, Video

Find the Latest Status about জাল মানুষের উদ্ধৃতি from top creators only on Nojoto App. Also find trending photos & videos.

    LatestPopularVideo

Swapan Dewanji

জাল।

read more
আমাগো মাটিতে আমাগো বাঁচি থাকার আলো গুলা
যখন একটা একটা করি নিভা আসতাসিল,
তখন ঐ শালা ভগবানের অসৎ বাস্সা গুলা
আমাদের বাঁচি থাকার নতুন দ‍্যেশের সন্ধান দেলো।

সর্ত একটি,ঐ দেশের নির্বাচনে আমাগো ভোট দিয়া
জিতায় দিতে হবো,ওনাদের নির্বাচিত মানেষ ছবিটারে,
আমি বলি তা করি সম্ভব,আমি যে এ দেশের নাগরিক
ওরা বলে আজ হতি তোরা এদেশের,নে ভোটার কার্ড।


বাঁচার তাগিদে বর্ডার পার হই,সর্ত মানি ভোট দিলাম
নতুন করি সংসার পাতি নদীর চরে সোনা ফলাইলাম
এখন আবার নতুন হুকুম এ দ‍্যেশ আমাগো আর নয়
আমরা অনুপ্রবেশকারী,ভোটার কার্ডগুলা সব জাল। জাল।

Arghyakamal Das

সম্পর্কের জাল

read more
সম্পর্কের জাল
আমার কয়েকজন চেনা-পরিচিত, প্রতিবেশী আছে যারা সম্পর্কে আমার বাবার কাকা হয়। অথচ তাদেরকে আমি জ্যেঠু বলে সম্বোধন করি। হিসাব মত ওনার ছেলেরা আমার জ্যেঠু বা কাকু হবার কথা কিন্তু তাদেরকে আমি বলি দাদা বা ভাই। আবার আমার বলা সেই দাদাগুলোর খুড়তুতো বা জ্যেঠতুতো ভাইদের কাউকে দাদা/ভাই, কাউকে বা কাকা বলেই সম্বোধন করি। এরা অবশ্য প্রত্যেকেই আমার বাবাকে দাদা বলে ডাকে। সমস্যাটা এখানেও নেই। এদের অনেকেই আমাকেও ভাই বলে, আবার এদের ছেলে-মেয়েরাও আমাকে ভাই বা দাদা বলে। মাঝে মাঝে সম্পর্কের জালে জড়িয়ে গিয়ে নিজেই ভুলে যাই আমি কে, তারাই বা কে। সম্পর্কের জাল

অর্ঘ্যকমল দাস

সম্পর্কের জাল

read more
সম্পর্কের জাল
আমার কয়েকজন চেনা-পরিচিত, প্রতিবেশী আছে যারা সম্পর্কে আমার বাবার কাকা হয়। অথচ তাদেরকে আমি জ্যেঠু বলে সম্বোধন করি। হিসাব মত ওনার ছেলেরা আমার জ্যেঠু বা কাকু হবার কথা কিন্তু তাদেরকে আমি বলি দাদা বা ভাই। আবার আমার বলা সেই দাদাগুলোর খুড়তুতো বা জ্যেঠতুতো ভাইদের কাউকে দাদা/ভাই, কাউকে বা কাকা বলেই সম্বোধন করি। এরা অবশ্য প্রত্যেকেই আমার বাবাকে দাদা বলে ডাকে। সমস্যাটা এখানেও নেই। এদের অনেকেই আমাকেও ভাই বলে, আবার এদের ছেলে-মেয়েরাও আমাকে ভাই বা দাদা বলে। মাঝে মাঝে সম্পর্কের জালে জড়িয়ে গিয়ে নিজেই ভুলে যাই আমি কে, তারাই বা কে। সম্পর্কের জাল

Anuradha (Debika Das)✍️🎙️✍️

মানুষের রং।।

read more
মানুষের রং

ক্ষমতা হাতে পেয়ে,
অন্যকে চোখ রাঙা ও,
বুমেরাং হয়ে ফিরবে তোমার কাছেই,
তাকে তো একটু ভয় পাও।
মাথার উপরে আছেন ঈশ্বর,
প্রত্যেকের সুতো তারই হাতে,
ভালো মানুষের মুখোশ পরে,
মারলে ছুরি হৃদ মাঝারে।
সাহায্যের প্রয়োজনে,
দু হাত বাড়িয়ে নিয়ে নাও,
প্রয়োজন ফুরিয়ে গেলে,
এক নিমেষেই ছুড়ে দাও।
বীজ থেকে চারা,
তারপর বৃক্ষ,
তুমি ছিলে না কখনোই ,
প্রথম থেকেই মহীরূহ।
অনুরাধা ( দেবিকা দাস)।। মানুষের রং।।

Bidyut Ghosh

মানুষের বউ #কমেডি

read more

Swapan Dewanji

মানুষের দেশ। #জ্ঞান

read more
হিন্দুরা বলে এটি আমার দেশ
মুসলিম বলে এটি আমার,
আমি বলি তোমাদের কারো নয়
এটি হলো মানুষের দেশ।

©Swapan Dewanji মানুষের দেশ।

Arghyakamal Das

মানুষের বড্ড তাড়া

read more
মানুষের বড্ড তাড়া

মানুষের বড্ড তাড়া,
অচেনাকে আপন করে নেওয়ার -
করোনা ভাইরাসকে।

মানুষের বড্ড তাড়া,
নিজের জন্য পাকা করে নেওয়ার -
হাসপাতালের একটা বেড।

মানুষের বড্ড তাড়া,
নতুন একটা অভিজ্ঞতা অর্জনের -
একজন ওমিক্রন রোগী হিসাবে।

মানুষের বড্ড তাড়া,
মুক্তি পাওয়ার -
সব কাজ আর দায়-দায়িত্ব থেকে।

মানুষের বড্ড তাড়া,
ছুটি পাওয়ার -
চিরতরে, এই দুনিয়া থেকে। মানুষের বড্ড তাড়া

অর্ঘ্যকমল দাস

মানুষের বড্ড তাড়া

read more
মানুষের বড্ড তাড়া

মানুষের বড্ড তাড়া,
অচেনাকে আপন করে নেওয়ার -
করোনা ভাইরাসকে।

মানুষের বড্ড তাড়া,
নিজের জন্য পাকা করে নেওয়ার -
হাসপাতালের একটা বেড।

মানুষের বড্ড তাড়া,
নতুন একটা অভিজ্ঞতা অর্জনের -
একজন ওমিক্রন রোগী হিসাবে।

মানুষের বড্ড তাড়া,
মুক্তি পাওয়ার -
সব কাজ আর দায়-দায়িত্ব থেকে।

মানুষের বড্ড তাড়া,
ছুটি পাওয়ার -
চিরতরে, এই দুনিয়া থেকে। মানুষের বড্ড তাড়া

ইবনে মনির হোসেন

সভ্য মানুষের জগৎ #Quote

read more
 সভ্য মানুষের জগৎ

Dipasha Dalui

জয় হোক মানুষের

read more
loader
Home
Explore
Events
Notification
Profile