Find the Latest Status about jiban from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, jiban.
BANGLE TIMES
তৃণমূলে ব্রাত্য মোবাইল ছুড়ে ফেলা সেই জীবন! ‘ক্যামাক স্ট্রিটের অর্ডার’ নিয়ে ধন্দে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জানিয়েছেন, এমন কোনও নির্দেশের কথা তিনি জানেন না। নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকও বলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মাস কয়েক আগে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। জেল থেকে বেরিয়ে দলীয় কর্মীদের শুভেচ্ছা, সংবর্ধনায় ভেসে গিয়েছিলেন জীবন। কিন্তু ওই পর্যন্তই। তার পর থেকে তৃণমূলের কোনও কর্মসূচিতেই তাঁকে আর বিশেষ দেখা যায়নি। মঙ্গলবার বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রবিউল আলম বার্তা দিয়েছেন, দলীয় নেতাকর্মীরা যেন বড়ঞার বিধায়কের সঙ্গে সম্পর্ক না রাখেন। এটা ‘ক্যামাক স্ট্রিটের অর্ডার’ বলে জানিয়েছেন রবিউল। যদিও জীবনকৃষ্ণ জানিয়েছেন, এমন কোনও নির্দেশের কথা তিনি জানেন না। রবিউলের বার্তার পর ধন্দে পড়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন। ©BANGLE TIMES #Jiban_Krishna_Saha