Nojoto: Largest Storytelling Platform

SUS MITA

বন্ধ ছিল মনের দুয়ার
             আসতো নাতো আলো
           একলা সময় কেটেই যেত
         কেউ বলেনি,দরজা খোলো!!

        জীবন-যুদ্ধে লড়তে লড়তে
               যখন নিঃস্ব-রিক্ত!
    ক্ষত-বিক্ষত হৃদয় আমার,
           ভীষণ পরিত্যক্ত।

       একমুঠো ছাই অবশিষ্ট,
       নেই কোনো আর আশা
     ধুলোর মতন উড়তে যাবো যেই,
           তখনই তার আসা।
মানবোই না,ভীষণ আমার জেদ
অভিমান আর ঘৃনায় আমি দগ্ধ,
ভুলগুলো সব ভাঙাবেই সে আমার
হলো নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

      ধূসর আমি কবেই হয়েছি ম্লান
     প্রাণোচ্ছল 'আমি'টা আজ শেষ,
     এসব নিয়েই মেতে ছিলাম যখন
     আলোর রঙে রাঙিয়ে দিলো বেশ।

         প্রাণের মাঝে জড়িয়ে নিয়ে
               ভাঙ্গালো সব রাগ,
      অবাক আমি,চেয়ে তারই দিকে
           তার মুখ ভরা সোহাগ!!!

    মুখটা আমার দুহাতে নিলো তুলে
         আর বললো কাছে টেনে,
         শারদীয়ার মতন তোমায় 
           সাজাবো শিউলি ফুলে।

         নিজের হাতে গড়ব তোমায়
               দেবো মনের মতন রূপ,
         তোমার চোখেই পদ্ম ফোটে
              তুমিই মায়ের স্বরূপ!
@susmitalodh
      আগমনি সুর বাজলো কানে
     পরম ছোঁয়া লাগলো প্রাণে
উড়বে এ মন বাঁধন ছাড়া
খুশির হাওয়ায় ,পাগল পারা

দুর্গা এলো পুরুষ রূপে,
মেনেই নিলাম আজ!!
মায়ের মায়ার অসীম অপার
তার অনেক রকম সাজ।

শারদীয়া আর ভালোবাসা
পরিপূরক হলো,
বাঁচিয়ে দিলো,আগলে নিলো আমায়।
এবার আমার পরম প্রাপ্তি হলো।
          @সুস্মিতা লোধ

©SUS MITA #Durgapuja #sharodpuja #owncreation #OwnPoetry 

#navratri2021


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile