Nojoto: Largest Storytelling Platform

Best কৃষিতা Shayari, Status, Quotes, Stories

Find the Best কৃষিতা Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 160 Stories

Sangita Saha

#piu_sangita #কৃষিতা

read more
কিভাবে পালাও এত দূরে (১)


কিভাবে পালাও এত দূরে
একটা নদীর পায়ে বেড়ি পরালে
আর ভেবে নিলে সমস্ত বুকজোড়া
বন্যা নিয়ন্ত্রণে এনেছো!
এক, দুই, তিন...
উধাও! আঘাত নির্বিকার
এর পর কত দূর এগোলে ফিরিয়ে আনা গেছে
আমাকে জানিও! 
উত্তর না থাকলে এই ধূ ধূ মাঠ তোমার।
পালাও। এক ছুট্টে বেরিয়ে যাও।

আমি নির্বিকার। অপেক্ষাহীন। 
মাঠ তোমার। তুমি এসো।
 #piu_sangita 
#কৃষিতা

Sangita Saha

. #শোকেই #piu_sangita #কৃষিতা

read more
চলে যায়; চলে যায় শোকে    এক      এক       করে
আসেনা কিছু
ভিতরের কলসি জানে জল তুলতে তুলতে
একটা পুকুর কি প্রচন্ড নিঃস্ব 
শুধু আওয়াজ ওঠে বিপুল
তোমার জানার মতো কিছু
গ্রামকে গ্রাম লোক
দাওয়াত পেয়ে আসে।

ভিতর জানে, জলে আঁকা একটা জীবন
আওয়াজ সইতে সইতে
একা; কি ভীষণ একা... .

#শোকেই
#piu_sangita 
#কৃষিতা

Sangita Saha

● সেড়ে ওঠার পালা ● #piu_sangita #কৃষিতা

read more
এখানে থাকার জায়গা নেই।

কবিতার ঝালটে কাঙ্খিত চকমকি রেখে রেখে বাসি হয়ে গেছে
হিমঘরে রেখে তুমি যদি ভাবো এড়িয়ে যাওয়া যায়
জেনে রাখো নিটোল প্রত্যাখ্যানের ছাই
জায়গা নেই তাই টাঙিয়ে রাখা কবিতার মতোই;
আত্মার খোঁজে এদিক ওদিক পাতা উল্টে চলা।
যে ছায়া
তাড়া করে যায়
তোমার মতোই; তবু তুমি নও...

আমার এ দুঃখ ফুরিয়ে এলে, শুধু
সুস্থ থেকো তুমি। ● সেড়ে ওঠার পালা ●

#piu_sangita 
#কৃষিতা

Sangita Saha

#কৃষিতা #piu_sangita

read more
এমন ইঁদুর দৌড়ে কেই বা তোমায়
মানুষ ভেবে রয়ে গেল?
বোবা প্রার্থনায় রাখা আছে-
সোচ্চার বিশ্রাম;
মৃদু ছুঁয়ে যাওয়ার উপকরণ- 
আঙুলের ডগায় প্রজাপতি রং।

মুখোশ ছিঁড়ে কোথায় যাই রোজ?
পরিবর্তে ফুরিয়ে যাওয়ার হুল ফোটে
পাতার পর পাতা, সো কজ
মেঘপুত্র তার, বিভ্রান্তিকর নীরবতার

গল্প লেখার জন্য এই আংশিকে
সাদা পাতা নেই আর! #কৃষিতা
#piu_sangita

Sangita Saha

Ishq labon ka karobaar . . . #কৃষিতা #piu_sangita

read more
Funeral

এমন কোনো দুঃখ না আসুক
পুড়িয়ে দিয়ে চলে যায়

চলে যাওয়ার সময়
শুধু ঘুরে তাকাতে তাকাতে
একটা জীবন আসন পেতে
আমার অপেক্ষার মাথা খায়
আমি জানি আসছো না
তবু ছাই এর শরীর জল পেলে
ভেবে নেওয়া যেতো

গঙ্গা পেলো!  Ishq labon ka karobaar
.
.
.


#কৃষিতা
#piu_sangita

Sangita Saha

. #কৃষিতা #piu_sangita

read more
Impossibilities

এমন কিছু দুঃখ-হাসি
আছে যা তোমায় জানানোর নয়
এবং এ'সব আমার একার নয়।
সব কবিতাই শ্যামলা মুখের উপর আলো 
প্রদীপের শিখায় শুভেচ্ছা
দূর থেকে দেখে চিনে নেওয়া লোক
কাছে এলে সমুদ্রের ঢেউ-এ ভয় লাগে
ফিরিয়ে দিয়ে আসার আগে
তোমার-আমার পেলবতা
আমাদের যা যা নির্মেদ কবিতা
তার এক বাটি স্বচ্ছতা;
আমি সামান্যই চেয়েছি
মুঠোয় থাকা জল। . 
  #কৃষিতা
#piu_sangita

Sangita Saha

#কৃষিতা #piu_sangita

read more
কোনো নিয়ম রাখিনি বলে যারা ছুঁড়ে দিলো
ফেলে, তাদের দাঁড়ানোর সময় দিই।
দেখে নিক কতটা জল
ভরে এলে মেঘ মুখর হয়ে উঠে;
কত অল্প সান্নিধ্যে 
জল কেঁপে ওঠে দীঘি-শরীরে;
আমার সাধ্যটুকু তাকে দিয়ে বলি,
তুমি রেখে দাও
পরজন্মে সুযোগ হলে নিশ্চিত কাজে লাগবে;
এই ভেবে তাকে রাস্তা চিনিয়ে দিই
দুটো ভালো কথা বলি যাতে
শান্তি পায়।
যে'টুকু বাকি, জীবন চেনা;

ভালোবাসা ছেড়ে ঘুমের কাছে ফিরে এসে ভাবি,
আর কি কোথাও উৎখাত হওয়া বাকি
ঘুমন্ত মানুষ শিশুর মতোই নিষ্পাপ
নিষ্ঠুর নয়!

এই প্রত্যয় নিয়ে ঘুমের কাছে ভেসে থাকা
 ভালোবাসা কোনো দুর্বার ভেলা। #কৃষিতা
#piu_sangita

Sangita Saha

#কৃষিতা #piu_sangita

read more
চলো, প্রেমিক হতে ভুলে যাই
আমরা ফের আনকোরা হই
সরে আসি দুজনের রাস্তা ছেড়ে
বয়ে যাও কোনো পাহাড়ী মেয়ের পায়ে
ওর ইচ্ছা-অনিচ্ছাই খুব সাবলীল
যাতায়াত। তোমায় সরল করুক
আরো সহজ হয়ে ওঠো
ভালোবাসায়;
যেন, তোমার দেওয়ার ছিল এ'টুকুই-
চুঁইয়ে পড়া জীবন, ধনেশ পাখির ঠোঁট...

তবু, পাহাড়ের বুক আছড়ে ফেলবে জেনে
(দাঁড়িও না। সন্ধ্যে হবে বিলম্বে
শতাব্দী হেঁটে যাও তৃষা ফেলে)

মনে করো, চেনা চেনা 
পরস্পর অস্বীকৃত দুই পর্যটক।
ভালোবাসা পেতে ভয় পাও
আরো একটু      স রে    দাঁ ড়া ও   #কৃষিতা
#piu_sangita

Sangita Saha

লেখা হয়নি অনেক দিন। অতএব... #কৃষিতা #piu_sangita

read more
ধামাচাপা দেওয়ার শৈলী আত্মস্থ করতে
এখনো আমাদের আলাপ বাকি!
রোদ্দুরের রামধনু রঙে;
দূর পথে রাখালের সন্ধ্যে নামাতে বাকি
পাইন বনে জমামেঘে কথাদের আনুগত্য।

একই হাতে জলের ছবি ও 
কল লেটার।
আমার তো দায় নেই কোনো
এ'সব হা-হুতাশ নিয়েও ছিঁড়ে দিতে পারিনি।

স্কেলেটন গড়পত্তা একই 
রুক্ষ বুক জানে,
মনগুলোই যত নষ্টের গোড়া...
 লেখা হয়নি অনেক দিন। অতএব...
#কৃষিতা
#piu_sangita

Sangita Saha

#piu_sangita #কৃষিতা

read more
এই তো কথা হলো তোমার সাথে
তবু মনে পড়ছে, এতদিনের না থাকা
না পাওয়া,
দুম করে চেয়ে নিতে পারি না।

একটা বিচ্ছিরি প্রেমের গান
হেডফোন খুলে ঘুরে শুলে বুঝি
মনে পড়বে?
হতে পারে তোমার কথা ভাবলে
সবই ভালোবাসার গান! ফেভারিট লিস্টে 
গদোগদো হয়ে শুয়ে আছে
পাঁজর সরিয়ে দেখলে একটার পর একটা
সিঁথি কেটে পেতে আঁচড়ানো চুল-
আমার অল্টার ইগো।

ভালোবাসায় সমীচীন?
নাকি উচ্ছন্নে গেছি বেয়াড়া সংকটে?
 #piu_sangita 
#কৃষিতা
loader
Home
Explore
Events
Notification
Profile