Nojoto: Largest Storytelling Platform

Best কখনও Shayari, Status, Quotes, Stories

Find the Best কখনও Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 22 Followers
  • 73 Stories
    PopularLatestVideo

নিস্তব্ধ (misti_madhu)

#কখনও#জিজ্ঞেস করো না#বদলে গেছি#প্রশ্ন#করে দেখো#উত্তর তোমার জানা।। #Quote

read more
কখনই এইটা জিজ্ঞেস করো না,
কেনো বদলে গেলাম?
নিজেকে একবার 
প্রশ্ন করে দেখো,
কি কি করেছিলে তুমি।।।। #কখনও#জিজ্ঞেস করো না#বদলে গেছি#প্রশ্ন#করে দেখো#উত্তর তোমার জানা।।

Penname Sayan

কালরাত্রী

read more
জ্বরটা আমার অনেকদিনের , ভাল্লুকের মত।
আসে যায়।
রাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল , দেখলাম বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে!
বুঝলাম ভাল্লুক বুঝি ফিরে এসেছে।
চোখ খুলে দেখলাম একটা মেয়ে বসে চুপ করে , জামাকাপড় ছেড়া।কান দিয়ে রক্ত ঝড়ছে , আর মিলিয়ে যাচ্ছে মেঝের নীলাঞ্জনে!
আমি নীলাঞ্জনাকে আগে কখনও দেখিনি , না দেখতে চায়নি???

সেও বোধ হয় আমার মনের ভিতরের হিংস্রতার স্বীকার!
মাথার মধ্যে এত দ্বন্দ চলার মাঝে দেখলাম আবছা আলোয় মেয়েটার গলার একপাশে একটা কার্ড ঝুলছে!ভালো করে দেখে বুঝলাম সেটাতে মর্গের একটা নম্বর বসানো।
চমকে উঠলাম!বিছানা থেকে উঠে বসে এগিয়ে দেখলাম মেয়েটি উধাও!
ঘরের মধ্যে এক অদ্ভুত পরিবেশের ছাপ স্পস্ট লক্ষ্য করলাম।
বাঁদিকে ঢাকা পরে থাকা মৃতদেহেরা যেন হঠাৎ করে অট্বহাস্য করে উঠলো।তারপর আবার চুপচাপ।
রাত দুটো।
ভাবলাম ঘুম চোখে কি ভুল দেখলাম?
আবার চোখ বন্ধ করলাম।কিছুটা অস্থিরতা মনে কাজ করলেও , রাতের ঘুম গ্রাস করলো।
আবার ফিরে আসা আর চলে যাওয়ার লড়াইয়ে জড়িয়ে পরলাম।বেশকিছুক্ষন পর চোখ খুলে তাকিয়ে থাকলাম সিলিং এর দিকে।
বেশ কিছুদিন ধরে একটি চরিত্রের দিকে আকর্ষিত হয়ে চলেছি!
এমন একজন যে কথা বলেনা , ফিরে দেখেনা।
সময় তার স্তম্ভিত।আর তার সাথে থমকে দাড়নোর চেস্টায় প্রতিমুহূর্তে মৃত্যুবরন করছি আমি!
আমি চোখের সামনে শেষ নিঃশ্বাস ফেলতে কাউকে দেখিনি , কিন্ত আমি তাদেরই মাঝে বাস করছি  , যেখানো কোনো বাতাস নেই।
কিন্তু কখনও ভাবতে পারিনি মৃত্যু কখনও মৃত্যুকে ভালবাসিয়ে তুলতে পারে!
না।
আমি আমার নিজস্ব মর্গের মালিক।
আমি খুনি , কিন্তু কখনও কাউকে মারিনি।
এই গতিশীল সমাজ অনেক আগেই আমায় ত্যাগ করেছে , তাই আশ্রয় নিয়েছি এই মৃতদেহের ভীড়ে।
আমি বেচেঁ থাকতে মানুষ মারি , আমি পিপাসায় মানুষ মারি , আমি মারব বলে মানুষ মারি।
আমার বনলতা আমায় দেখতে পায়না , আমি তার ঘ্রান পাই।বলতে গিয়েও বলতে পারিনা যে আমায় মৃত্যুসন্ঞ্জীবন বশ করতে ব্যার্থ শুধুমাত্র তার কারনে!
এত চিন্তাভাবনায় আবার দেখি মেয়েটি ফিরে এসেছে!
রক্তের ধারা কমেনি , জীবনের প্রতি ঘৃনা কিছুমাত্র জমেনি মানিয়ে নেওয়ার খাতায়!
চোখ পরলো তার হাতের দিকে , রক্ত চুইয়ে পরছে তার হাতের ছুরি দিয়ে!
অন্যদিকে তাকিয়ে দেখি আমার বনলতা বসে।
আজ সে সেজেছে আমায় নিয়ে যাবে বলে অনির্দিস্ট গন্তব্যে!মন বললে "তাহলে আর দেরি কিসে"??

ছুরি দিয়ে আঘাত করতে থাকলাম মাথায় , মেয়েটির হাত থেকে নিয়ে!!
রক্ত ফিনকি দিয়ে ছড়িয়ে পড়লো মেঝেতে!!
আর দুরে বাজছে বীরেন ভদ্রের মহিষাসুরমর্দিনী।
অর্গলাস্তোত্র বাজছে " ওঁঃ দেবী প্রপন্যার্তীহরে প্রসিদ , প্রসিদমাতারজগৎও অখিলস্যঃ , প্রসিদবিশ্বশ্বরী পাহীবিশ্বম ত্ব্যমেশ্বরীদেবী চরাচারায্যঃ"

এভাবেও অসুর মারা যায় , এভাবেও দেবীপক্ষের আগমনী ঘটে!
বটে।।
মৃত মন হেসে ওঠে " বোধনে শাপমুক্তি , বোধনে শাপমুক্তি"!!

#কালরাত্রী
 - সায়ন কালরাত্রী

Tanmoy Routh

তুমি আজও আমার মনে আছো৷

read more
সমুদ্রের ঢেউ যেমন কখনও থেমে থাকেনা
তেমনি তোমার প্রতি আমার ভালোবাসা কখনও কমবে না৷
আজ তুমি তোমার নতুন সাথীর বুকে মাথা রেখে নিস্চিন্তে ঘুমাচ্ছো৷
তবু এই অবুঝ মনটা তোমার প্রতিঙ্খায় পথ চেয়ে বসে আছে৷ তুমি আজও আমার মনে আছো৷

Mohendra Murmu

#আমার_মন

read more
আমার মন!

কখনও রাত শেষে 
হয় যদি আবার দেখা হঠাৎ করে,,

ভোরের স্বপ্নে তুই আসিস যখন
ঘুম চোখে তোকে দেখি চাঁদের পাহাড়ে,,
সত্যিই যে দাড়িয়ে আছে অপেক্ষায় 
আর কেউ না সে যে আমর মন ,,

ইচ্ছে যদি হয় কখনও ঠিক ....
চলে যাবো স্বপ্নের দেশে তোর সাথে,
একবার ডাক দিয়ে দেখিস 
ঠিক পৌঁছে যাবো .... #আমার_মন

Bilas Bahul

She...... #Quote

read more
কখনও কখনও একা ভাবি সে যদি আমার মত গরিব হত ! She......

Kalam

#poem

read more
বহু বসন্ত একাকী বসে কাটিয়ে দিলাম
 আমরা দুজনে জীবনের দুটি প্রান্তে। 
জীবনের ভাঙাগড়ার গল্পটা  
মন পেতে শোনাও তো হল না কখনও।
আচ্ছা! তুমি কখনও শুনেছ সে গল্প?
পাখিদের কাছে শুনেছি সে গল্প নাকি অমৃত.....
জীবন সার্থক করে দেয়। 
আমাদের মাঝে এই যে কয়েক পায়ের ব্যবধান 
যেন তা কয়েক জনমের দূরত্ব হয়ে গেছে..…..
চাইলেই আর তা ঘোচাতে পারবো না।
মিঠে কিছু স্মৃতির হাতছানিই এখন ভরসা
তোমার শীতল স্নিগ্ধ বৃষ্টিতে ভেজার জন্য।
তোমার মনেও হয়তো কখনও বৃষ্টি নেমে আসে,
হয়তো তুমিও ভিজিয়ে নিয়েছো তোমার আঁচল,
আমি জানি না। 
না, আমি জানি না এই দূরত্ব কমাবো কিভাবে? 
আদৌও কমবে কি না? 
তবু আশা রাখি, 
ভিজবো আমরা দুজনে স্মৃতির বৃষ্টিতে 
অকারণে, অবেলায়,  কোনও একদিন 
একসাথে।

Live bd. news

read more
অ্যাডোপিক রাহেগেসি মধ্যে ছত্রাক বা জিবনু ঘটিত চর্ম রাহাগের প্রর্দত্তিকরণ শেষ।  সাধারণের কম বয়সী স্টাফাইলেক্কাস (স্টাফিলোকক্কাস) অরিয়াস জিবনু কখনই থাকছে না  শতাধিক শ্বাসতন্ত্রের উপরের পরিস্থিতি দেখা দেয় (উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণ) শতকরা ১০ থেকে ১৫ ভাগ রাগী নিউমেনিয়া রাহে আগত হন।  আমাদের প্রথম হার্পিজ সিম্প্লেক্স বা ভ্যাকসিনিয়া ভাইরাস অ্যাডোপিক রাহেগেসি চালনা করুন।  এ কেপেসিস ভ্যারিমিলিফরম ইরাপসনাটা চর্ম রাগে থাকা হয়েছে।  অজানা অ্যাটোপিক ডাক্তারদের মত গুটি বসন্তের টিকেট চিহ্নিত করা হয়নি।  কখনও কখনও অটোপিকরের কোনও উত্তরই নেই, কেবলমাত্র ছড়িয়ে পড়তে হবে না চো  অ্যাটোপিক অ্যা অ্যা অ্যা অ্যা অ্যা অ্যা  রায়েগ নির্ণয় পদ্ধতি (ডায়াগনোসিস): পরীক্ষার্থীরা কোন সুনির্দিষ্ট পরীক্ষা করতে পারেন না, এটি এই রাহেগ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা উচিত।  তবুও এই রাগের রাহেগেসি শুক্ক ও কর্কশ থাকুন।  আলোড়ন থেকে ঘর্ম ও ঘর্ম মেদ (সেবুম) স্বাভাবি থেকে কম নিঃসরণ হয়।  সাধারণ ল্যাকের শরীরে অবস্থানে (স্ট্রাইকিং) এই নম্বরটি যদি লাল বর্ণিত হয়।  তবে অ্যাডোপিক একজিমার রাগেসে কিছুটা শ্বেত পরে লালভাবনা হয় না।  চোখের চারিদিকের ত্বক লোকে কালা বর্ণিত হয়েছে।  কানন পিছনে ভানজে ফাটা স্থান।  আবার কখনও রক্তের আইজি ই (আইজিই) পর্যবেক্ষণ (অ্যান্টিবডি)

Sraboni Banerjee

গিন্নী।

read more
2 Years of Nojoto গতকাল থেকে একটানা বৃষ্টি চলছে। কখনও ঝমঝম,
কখনও টিপটিপ। বিনয়ের মুখরা গিন্নী শিখা নিজের মনে
কাজের মেয়ের উদ্দেশ্যে গজগজ করছিল----এখন কদিন কামাই করবে কে জানে! সুযোগ পেলেই হল!আটটা পেরিয়ে দশটা বাজল,কাজের মেয়ে বেলার দেখা মিলল। শিখা ঝাঁঝিয়ে উঠল, এসেছিস,এখন আমায় উদ্ধার কর। বেলা তো তড়িঘড়ি করে কজে হাত দিল।
তাতেও শিখা গিন্নী তড়পে উঠে বেলাকে বললেন,নে
আর কাজ দেখাতে হবে না।গরম চা করছি পাঁউরুটি
দিয়ে খেয়ে নে। তারপর কাজ সেরে তাড়াতাড়ি বাড়ী চলে যা। কিছু আনাজ নিয়ে যা। চালে ডালে ফূটিয়েব 
খেয়ে নে। এখন কাজে আসিস না,বৃষ্টি ধরলে  আসিস।বেলার চোখে  জল এসে গেল। ভাবল  বৌদির মুখ থাকলেও  অন্তরে কত মায়া।বাইরেটাই সব নয়। গিন্নী।

মিঠি🧡

read more
কতকিছুই পারতাম। কিন্তু ঘর বাঁধতে পারলাম না। আজ বহুদিন পর ছাদে উঠেছিলাম। দেখলাম ঈশান কোনের পিলারটাতে মৌমাছি রা কী সুন্দর বাসা বেঁধেছে। ওরাই শিখিয়ে দিল, আমাকে বুঝিয়ে দিল, গুন আর ভালোবাসা থাকলেও কখনও কখনও বাসা বাঁধা যায় না।।

সায়ের এ ইকবাল

#iqbal

read more
Ek bewafa dil hey mera
Woh kabhi mera Sonta nehi
Ek bewafa dilroba meri
Jo  kabhi apna hoya nehi

Iqbal Hosen Romes

এক বিশ্বাসঘাতক মন আমার 
সে আমার কখনও শুনে না, 
এক বিশ্বাসঘাতক প্রেমিকা আমার
যে কখনও আমার আপন হয় না। 

ইকবাল হোসেন রোমেছ #Iqbal
loader
Home
Explore
Events
Notification
Profile