Nojoto: Largest Storytelling Platform

Best ওই Shayari, Status, Quotes, Stories

Find the Best ওই Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 37 Followers
  • 134 Stories
    PopularLatestVideo

Punyabrata

read more
অনুভব করা  ওই মিষ্টি হাসিটা দেখার পর

 মনে হয়েছিল ,
সারাজীবন ওই ঝরনা ঝরানো, স্নিগ্ধ ,মধুর
 হাঁসি টা দেখে সারাজীবন কাটিয়ে দেওয়া যায়। ওই হাঁসির সাহায্য সব দুঃক্ষ দূর করা যায় । সারা জীবন এক সঙ্গে কাটানো যায়।

কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ।
আমি কে ? আর আমার ভাগ্য কী?😃

Utpal Das Sujan

Love# Forever # Emotion #

read more
ভালোথাকার চুপকথা

বৃষ্টি তো পড়েছে আজ
আমিও ভিজেছি নতুন কিছু সৃষ্টির টানে।
বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে
কারণ আমার চোখে তো জলই নেই।
আচ্ছা এই বন্ধুকে নিয়ে খুব ভাবিস তাইনা
বন্ধু তোর ভালোই আছে হয়তো।

আমি জানি তুই আমাকে আঁকড়ে ধরে নেই
তুই নিজে নিজে ভালো থাকতে জানিস
কারণ তোর প্রিয় তোর সাথে আছে সবসময়।
আর তোর ওই ভালোবাসার দিব্যি
আমি কাঁদবো না, গুমরে গুমরে বাঁচবো না
কারণ আমাকে সেসবও মানায় না,
তাহলে কি নিয়ে বাঁচবো বল।

আমি জানি তুই আমাকে বেঁধে রাখিস নি
তুই সবসময় চেয়েছিস এমনকি আজও চাস আমি যেন ভালো থাকি !
আমি ভালো আছি আমার মতো!
বৃষ্টি তো পড়েই চলেছে জানিস
টুপটাপ থেকে অঝোর ধারায়।
বৃষ্টি তো এখনও স্তব্ধ হয়নি
কিন্তু জানালা দিয়ে মুখ বাড়ালেও তাকে দেখা যায় না কেনো-
তা নাইবা জানলি।
ওই বৃষ্টির জলের ফোঁটায় ভিজে গেছে
তোর মুখ-দেহ-মন?
ওই বৃষ্টি আজ জলশুন্য 
মেঘ আছে জল নেই, নদী আছে ঢেউ নেই। Love# Forever # Emotion #

রিন্টু পাল

amar mato ami

read more
প্রতিনিয়ত খুঁজে চলেছি 
আমি এক নিষ্পাপ ভালোবাসার মানুষকে 
যাকে নিয়ে, আমি হারিয়ে যাব ওই দূর দেশে 
ভেসে যাবে ভালোবাসা স্নিগ্ধ  বাতাসে, 
    পাখির মত উড়ে বেড়াবো ওই নীল আকাশে। 
 ভালোবাসায় আবদ্ধ হবো আমরা দুজন 
       সবার চোখের আড়ালে 
আমরা খুনসুটি করবো দুজনে ।             / রিন্টু পাল /
   তুমি থাকবে আমার হৃদয়ে
 আমি থাকবো তোমার হৃদয়ে
  আমার হৃদয়ের প্রতিটি ধুকপুকানিতে থাকবে তুমি 
       তোমার প্রতিটি নিঃশ্বাসে থাকবো আমি। 

  ভালোবাসা কাকে বলে জানিনা আমি 
  ভালোবাসা মানে  আমি শুধু এটুকুই  বুঝি । 

               রিন্টু পাল amar mato ami

Pritha Bhar

#ভালোবাসা #poem

read more
*ভালোবাসা*
  
তোর মনে আছে সেই দীঘির পার?
স্কুল থেকে ফেরার পথে দেখা হতো সেথায় বারবার।

তোর মনে আছে সেই দীঘির ঢেউ?
যা তুই আমি ছাড়া আর দেখতে পেতোনা কেউ!

অবাক হলি আজ এ কথা শুনে?
আমিও হলাম। আজও আমি যাচ্ছি দিন গুনে?
তোর কি আজও মনে আছে?
আমারদেও একটা দিন গেছে!!

সকাল বেলার দেখা আছে, সাঁঝের বেলা ফেরা আছে,
সারা রাতের উৎকণ্ঠা আর লুকিয়ে দেখার সুখ আছে!!!!
 
দেখ তো দেখি!! তখন থেকে পুরানো কথার ঢেউ তুলেছি!
ভুলেই গেছি! তুই আজ অনেক সুখী।

আচ্ছা! আজও তুই আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিস?
তার জন্য কাছের জনকে অবহেলায় দূরে ঠেলিস?

আজও বলিস? আমি একটু ব্যাস্ত আছি। আমায় একটু একা ছেড়ে দূরে যাবি!!!
আজও কি সেসব কথা বলিস মুখের ওপর সোজাসুজি?

হ্যাঁরে!---- আমার কথা আজও ভাবিস?
ওহ! আমি তো ভুলেই গেছি তুই বেশ সুখেই আছিস।

কবেই বা আমি তোর কাছের ছিলাম?
তাই সে কথা নাহয় ওই দীঘির জলেই ভাসিয়ে দিলাম।

ভাবছিস বুঝি আজকে হঠাৎ কেন আমি ফিরলাম আবার?
মনের বাসনা চাইছে বুঝি করতে তোর জীবন ছারখার?
নারে--------
আসলে আমার সময় হয়েছে চিরতরে চলে যাওয়ার।
যাবার আগে খুঁজতে গেলাম সুখ
আর সুখের মধ্যে পেলাম শুধু তোর ওই মুখ।
তাই তো আজ এতো বছর পরে
আমার আবার তোর কথাই মনে পড়ে।

যাওয়ার প্রাক্কালে যদি পেতাম তোকে একটিবার।
হয়ত তুই ও বুঝতিস "ভালোবাসা" সবার হয়না বারংবার।। #ভালোবাসা

Indrani Dey

#শৈশব #poem

read more
আঁধার কেটে রাত পোহালে 
উঁকি দেয় যে ভোর,
ওও..মা এখন বাইরে যাবো
দাও খুলে যে দোর।
ডাকছে পাখি বারে বারে 
গাইছে কোকিল গান,
ফুল ফুঁটেছে ওই যে বনে
দুলছে মাঠে ধান।
পুব আকাশে সোনার রবি 
হাসছে দেখো ওই
এমন সময় আমরা কেমনে
ঘরের ভিতরে রই?? #শৈশব

Subhajit Chakraborty

মানব ধর্ম #poem

read more
যে চাঁদে ওই ঈদের খবর ,ওই চাঁদেতেই রাখি-
প্রাণের গানে বাউল-ফকির,মেলায় অচিন পাখি ৷

কাশের দেশে আমরা রাজা,মাটি মোদের ঘর-
বুকের মাঝে মানব ধর্ম, বিশ্ব চরাচর ৷
                                                -©হিন্দোল মানব ধর্ম

AKASH DAS

Heart break

read more
ভেবেছিলাম জন্মদিনের দিন টা তুমি আমাকে দেবে.. কাটাবো ওই দিন টা তোমার সাথে.. কিন্তু বুঝতেই পারিনি আমার থেকে তোমার বাইরের জগত বেশি দামি.. ওই দিনটাকে তুমি আমাকে আমার মত সাজাতে দেবে না.. কারণ তোমার জন্মদিন অনেকদিন আগেই celebrate করা বন্ধ করে দিয়েছো. তাই আমাকেও বাড়াবাড়ি না করলেও হবে... কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমি নাকি আমাকে... Heart break

sd

read more
সিউড়ি উঠেছিলাম,
আমি হা করে অনেকক্ষণই নির্বাক হয়ে তাকিয়ে ছিলাম তোমার দিকে, ওই-দিনের ওই নীরবতাই ছিল 
আমার জীবনের সবচেয়ে বড় ঋণ,
প্রথম আলাপেই কাঁধে মাথা রেখে হাত ধরে প্রশ্ন করেছিলে -"আমায় ভুলে যাবে না তো কোনদিন"?

sumaya sufi

#থাকবো_নিজের_মতো #poem

read more
আমার শূন্য হাতে হাতটি রেখে বলেছিলে যবে,
ঝড়- ঝাপটা আসুক যতো,তবু পাশে রবে,,
কই! সেদিন তো ওই দুচোখে দেখিনি কপটতা,
বলেছিলে শুধুই সেদিন ভালোবাসার কথা,,
তোমার কথায় মুছে ছিলাম এই দুচোখের জল,
তখন কেনো বুঝেনি এ চোখ তোমার মনের ছল!
হাসিয়েছিলে কেনো তবে, ভাসিয়ে মনের ক্ষত,,
থাকতে দাওনি কেনো আমায় কষ্টে আগের মতো!
মিথ্যে সকল প্রতিশ্রুতির বেঁধেছিলে বাঁধ,
বলেছিলে কক্ষনো আর ছাড়বে না এ হাত।
কানের কাছে ফিসফিসিয়ে বলেছিলে তুমি,
আমি ছাড়া জীবন তোমার শুন্য মরুভূমি।
আজ তবে কেমন করে হাসছো আমায় ছাড়া?
পাশে নিয়ে দূর আকাশের লক্ষ হাজার তাঁরা,,,,
উপহারে দিলে আমায় নয়ন অবাধ জল,
দূর আকাশে গেলে চলে কাটিয়ে কোলাহোল,,,,
ভূলে গিয়ে সকল কথা,করলে আমায় একা,,
ফেলে গেলে না জানিয়ে, মুছে খুশির রেখা,,,,,
ওই আকাশ থেকে তুমি কি আর দেখতে আমায় পাও?
থাক!
আর শুনতে চাইবো না,
চলেই যখন গেলে তুমি বাড়িয়ে মনের ক্ষত,,
এবার তবে ডাকবো না আর,
থাকবো নিজের মতো,,, #থাকবো_নিজের_মতো

Avijit Srimani ✍️

# গোপালঠাকুর #story

read more
ঘন্টা বাজিয়ে ঠাকুরমশাই পুজো শুরু করতেই ছোট্ট তুলি দরজার দিকে দৌড় লাগালো। 'কোথায় যাচ্ছ, বসো চুপ করে।'- বলা মাত্র কলকল করে জবাব দিলো,
'এম্মা, আজ তো গোপাল'দাদার জন্মদিন।
আর গোপাল'দাদাকে ডাকবো না !'
'ওই তো তোমার গোপাল'দাদা সিংহাসনে বসে, আবার কোথায় ডাকতে যাচ্ছ তাকে ?'
"ওটাতো পুতুল গোপাল'দাদা। রিকশা কাকুর ছেলে আসল গোপাল'দাদার জন্মদিন আজ। এত্তো খাবার, গোপাল'দাদা খাবে না?'- কথা শেষ করেই ছুট।
মিনিট দশ পর রতনের ছোট ছেলে গোপাল'কে হাত ধরে নিয়ে আসলো।
'ওই দ্যাখ গোপাল'দাদা, তোর জন্মদিনের কত্তো খাবার। পুজো শেষ হলেই তুই খাবি, কেমন...'
এতদিন 'পুতুল' গোপালের পুজো করে যে কথাটা আমি বুঝিনি, আমার একরত্তি মেয়েটা ঠিক বুঝে নিয়েছে।
তুমি ওর সুমতি বজায় রেখো গোপালঠাকুর... # গোপালঠাকুর
loader
Home
Explore
Events
Notification
Profile