Nojoto: Largest Storytelling Platform

কয়লা কারবারের সঙ্গেও যুক্ত শাহজাহান? জমি, ভেড়ির প

কয়লা কারবারের সঙ্গেও যুক্ত শাহজাহান? জমি, ভেড়ির পর এ বার নতুন কীর্তি প্রকাশ্যে ইডির তদন্তে

দুর্নীতির মাধ্যমে ২৬১ কোটি টাকা আয় করেছেন শাহজাহান, দাবি ইডির। তাদের তদন্তে শাহজাহানের নতুন কীর্তির কথা উঠে এসেছে। ইডি জানতে পেরেছে, তিনি কয়লার কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন।

বিঘার পর বিঘা জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, এলাকায় অত্যাচার, জবরদখলের মতো অভিযোগ ছিলই, এ বার সন্দেশখালির শাহজাহান শেখের নতুন কীর্তি প্রকাশ্যে এল। ইডির তদন্তে ওই কীর্তির কথা উঠে এসেছে বলে খবর। কেন্দ্রীয় সংস্থার দাবি, শাহজাহান কয়লার কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লার কারবারে শাহজাহানের কীর্তির প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। শাহজাহান বেআইনি ভাবে কয়লা থেকেও তোলা আদায় করতেন বলে অভিযোগ। কয়লার জোগানে শাহজাহান এবং তাঁর দলবলকে টাকা দিতে হত। কর হিসাবেই ওই টাকা তাঁরা নিতেন বলে অভিযোগ। ইডির চার্জশিটেও তার উল্লেখ আছে বলে সূত্রের খবর। এ ছাড়া, জমি সংক্রান্ত যে কোনও লেনদেনের ক্ষেত্রেও শাহজাহানেরা টাকা তুলতেন বলে জানতে পেরেছে ইডি।

©BANGLE TIMES
  #Shahjahan_Sheikh