Nojoto: Largest Storytelling Platform

NIA ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল, ভূপতিনগর যাচ্

NIA ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল, ভূপতিনগর যাচ্ছেন কুণাল, চন্দ্রিমারা

ভূপতিনগর ইস্যুতে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপির কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

 ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে NIA অভিযান ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সন্দেশখালির মতো অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এনিয়ে রাজ্য প্রশাসনের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission of India)। মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে এবার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে। শনিবার বিএসএফ গেস্ট হাউসে রাজ্য প্রশাসনের সঙ্গে কমিশনের আধিকারিকদের বৈঠক ছিল ভিডিও কনফারেন্সে। বাহিনী বিন্যাস নিয়ে আলোচনা চলাকালীনই ভূপতিনগর নিয়ে রিপোর্ট চাওয়া হয়। অন্যদিকে, তৃণমূল (TMC) প্রতিনিধিদলও কমিশনের দ্বারস্থ হতে চায়। তার জন্য আলাদা করে সময় চাওয়া হয়েছে।

©BANGLE TIMES
  #Bhupatinagar