Nojoto: Largest Storytelling Platform

লেবানন সীমান্তে ড্রোন হামলা হিজবুল্লা গেরিলা বাহিন

লেবানন সীমান্তে ড্রোন হামলা হিজবুল্লা গেরিলা বাহিনীর, নিহত দুই ইজ়রায়েলি সেনা

ঘটনায় দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইজ়রায়েলি ফৌজ। জানিয়েছে, ড্রোন হামলায় নিহত হয়েছেন মাস্টার সার্জেন্ট ড্যান কামকাগি (৩১) এবং মাস্টার সার্জেন্ট নেহমান নাতাল হার্টজ (৩১)।

ইজ়রায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল ইরানের সমর্থনপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজ়বুল্লা। মঙ্গলবার ভোররাতে লেবানন সীমান্ত দিয়ে উত্তর ইজ়রায়েলের মেটুলার সেনাঘাঁটিতে ওই ড্রোন হামলা চালায় তারা।
ঘটনায় দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইজ়রায়েলি ফৌজ। জানিয়েছে, ড্রোন হামলায় নিহত হয়েছেন মাস্টার সার্জেন্ট ড্যান কামকাগি (৩১) এবং মাস্টার সার্জেন্ট নেহমান নাতাল হার্টজ (৩১)। তাঁরা দুজনই ৫৫১ ব্রিগেডের ৬৫৫১ ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। হামলায় এক ইজ়রায়েলি সেনা আহত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

©BANGLE TIMES
  #Hamas_Israel_Conflict