Nojoto: Largest Storytelling Platform

পিএমএল-এন সভাপতির দায়িত্ব ছাড়লেন শাহবাজ়, পাক রাজ

পিএমএল-এন সভাপতির দায়িত্ব ছাড়লেন শাহবাজ়, পাক রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকায় নওয়াজ়?

সোমবার শাহবাজ়ের দফতর থেকে ঘোষণা করা হয়, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় (পিএমএল-এন)-এর সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।


দাদা নওয়াজ় শরিফের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিয়ে দলীয় প্রধানের পদ ছাড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সোমবার শাহবাজ়ের দফতর থেকে ঘোষণা করা হয় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় (পিএমএল-এন)-এর সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

©BANGLE TIMES
  #Shehbaz_Sherif