Nojoto: Largest Storytelling Platform

কারা ‘দখলদার’, কারাই বা স্বীকৃত, কাদের উচ্ছেদ, দায়

কারা ‘দখলদার’, কারাই বা স্বীকৃত, কাদের উচ্ছেদ, দায় কাদের, সুলুকসন্ধান করল আনন্দবাজার অনলাইন

বৃহস্পতিবার উচ্ছেদ নিয়ে নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। ফুটপাথে হকার নতুন বিষয় নয়। যুগ যুগ ধরে তা হয়ে আসছে। কিন্তু ইদানীং ফুটপাথের হকারদের পাশাপাশি আরও ডালা, গাড়ি, ভ্যান যোগ হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই কলকাতা থেকে কোচবিহার— সারা বাংলায় ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। নবান্নের বৈঠক থেকে সোমবার মমতার নির্দেশের পরেই মঙ্গলবার থেকে ‘অপারেশন’ শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় নেমেছে বুলডোজ়ার। ঘটনাপ্রবাহ বলছে, মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই ধরনের পদক্ষেপ বিরল। ফলে রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে। প্রতিক্রিয়া শুরু হয়েছএ জনমানসেও। সেই আবহে বৃহস্পতিবার আবার নবান্নে ‘দখলদার’ উচ্ছেদ নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কারা ফুটপাথের ‘দখলদার’? কারা ‘স্বীকৃত’? এই ‘দখলদারি’র দায়ই বা কার?

©BANGLE TIMES
  #Footpath_Shop