Nojoto: Largest Storytelling Platform

‘আমার পাশে ঈশ্বর ছিলেন’, ‘কান ঘেঁষে’ রক্ষা পাওয়ার

‘আমার পাশে ঈশ্বর ছিলেন’, ‘কান ঘেঁষে’ রক্ষা পাওয়ার পর প্রথম ভাষণে বললেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প

ডান কানে ব্যান্ডেজ বেঁধেই রিপাবলিকান পার্টির সমাবেশে বক্তব্য রাখতে ওঠেন ট্রাম্প। বলেন, “আমি ভীষণ নিরাপদ বোধ করছিলাম। কারণ, আমার পাশে ঈশ্বর ছিলেন।”

পাশে ঈশ্বর ছিলেন। তাই আততায়ীর গুলি প্রাণ কেড়ে নিতে পারেনি তাঁর। পেনসিলেভেনিয়ার সেই ঘটনার পর প্রথম বক্তৃতা করতে উঠে এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ট্রাম্পের নামে চূড়ান্ত সিলমোহর পড়ে। নিজের নির্বাচনী সাফল্যের বিষয়ে প্রত্যয়ী ট্রাম্প নিজের বক্তৃতার শুরুতেই বলেন, “আজ থেকে চার মাস পরে আমরা একটি অতুলনীয় জয় পেতে চলেছি।” তার পরেই ঈশ্বরের প্রসঙ্গ তোলেন আমেরিকার প্রাক্তন এই প্রেসিডেন্ট।

©BANGLE TIMES
  #Donald_Trump