Find the Best donald_Trump Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutdonald hall love poems, donald trump with narendra modi, donald trump quotes in hindi, donald duck video in hindi 140, quotes by donald trump,
BANGLE TIMES
ট্রাম্পের শপথের আগেই বিদেশি পড়ুয়াদের ফিরতে বলছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়! শঙ্কা কিসের এমআইটির পরামর্শ, যে পড়ুয়াদের ভিসার মেয়ার শেষ হচ্ছে বা আবার আমেরিকায় প্রবেশ করার সময় হয়েছে, তাঁদের দ্রুত ভিসার আবেদন করে প্রক্রিয়া শুরু করা উচিত। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ভারতীয়-সহ বিদেশি পড়ুয়াদের সে দেশে ফিরে যেতে বলল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-সহ আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এই সময় শীতের ছুটিতে বেশির ভাগ বিদেশি পড়ুয়া নিজেদের দেশে ফিরে আসে। তাঁদেরই এ বার আমেরিকায় ফিরে যেতে বলা হল। ট্রাম্প প্রশাসন কাজ শুরু করলে অভিবাসন নীতি আরও কড়া হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বিপাকে পড়তে পারেন বেআইনি ভাবে সে দেশে বসবাসকারীরা। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কি না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এ ক্ষেত্রে অনেকে ২০১৭ সালের ট্রাম্প জমানার কথাও মনে করাচ্ছেন। সেই সময় সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের ৯০ দিন আমেরিকায় প্রবেশ করতে বারণ করেছিল প্রশাসন। ©BANGLE TIMES #Donald_Trump
BANGLE TIMES
আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে সরার পরেও গোপন যোগাযোগ পুতিনের সঙ্গে? ট্রাম্পের দাবি, তিনি বুদ্ধিমান এ বার অভিযোগ, ২০২০-র প্রেসিডেন্ট ভোটে হেরে হোয়াইট হাউস ছাড়ার পরেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বছর কয়েক আগেই অভিযোগ উঠেছিল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে জেতাতে সক্রিয় ছিল রুশ গুপ্তচর সংস্থা। এ বার অভিযোগ, ২০২০-র প্রেসিডেন্ট ভোটে হেরে হোয়াইট হাউস ছাড়ার পরেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ©BANGLE TIMES #Donald_Trump #Putin
BANGLE TIMES
ট্রাম্পের গল্ফ ক্লাবে গুলি! ফের ‘হত্যার চেষ্টা’ প্রাক্তন প্রেসিডেন্টকে, অস্ত্র হাতে ধরা পড়লেন প্রৌঢ় এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় হামলা হয়েছিল। তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন যুবক। গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে গেলেও তিনি রক্তাক্ত হয়েছিলেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরও এক বার হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডায় তাঁর গল্ফ ক্লাবে গুলি চলেছে রবিবার। ট্রাম্প নিরাপদেই রয়েছেন। আগ্নেয়াস্ত্র-সহ এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারাই। ©BANGLE TIMES #Donald_Trump
BANGLE TIMES
‘গুলি খেয়েছি গণতন্ত্রের জন্য’, ঘটনার পর প্রথম সভায় গিয়ে বললেন ট্রাম্প, খোঁচা বাইডেনকেও গত শনিবার পেনসিলভেনিয়ার সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় শনিবার আবার সভা করেছেন ট্রাম্প। গণতন্ত্রের জন্য তিনি গুলি খেয়েছেন। পেনসিলভেনিয়ার সেই ঘটনার পর প্রথম সভায় গিয়ে এমনটাই মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার পেনসিলভেনিয়ার সভায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হন হামলাকারী যুবক। গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। সভাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় শনিবার আবার সভা করেছেন ট্রাম্প। এ বারের সভাটি ছিল মিশিগানে। ©BANGLE TIMES #Donald_Trump
BANGLE TIMES
‘আমার পাশে ঈশ্বর ছিলেন’, ‘কান ঘেঁষে’ রক্ষা পাওয়ার পর প্রথম ভাষণে বললেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ডান কানে ব্যান্ডেজ বেঁধেই রিপাবলিকান পার্টির সমাবেশে বক্তব্য রাখতে ওঠেন ট্রাম্প। বলেন, “আমি ভীষণ নিরাপদ বোধ করছিলাম। কারণ, আমার পাশে ঈশ্বর ছিলেন।” পাশে ঈশ্বর ছিলেন। তাই আততায়ীর গুলি প্রাণ কেড়ে নিতে পারেনি তাঁর। পেনসিলেভেনিয়ার সেই ঘটনার পর প্রথম বক্তৃতা করতে উঠে এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ট্রাম্পের নামে চূড়ান্ত সিলমোহর পড়ে। নিজের নির্বাচনী সাফল্যের বিষয়ে প্রত্যয়ী ট্রাম্প নিজের বক্তৃতার শুরুতেই বলেন, “আজ থেকে চার মাস পরে আমরা একটি অতুলনীয় জয় পেতে চলেছি।” তার পরেই ঈশ্বরের প্রসঙ্গ তোলেন আমেরিকার প্রাক্তন এই প্রেসিডেন্ট। ©BANGLE TIMES #Donald_Trump
BANGLE TIMES
‘বাক্স্বাধীনতার অপব্যবহার করেছেন, আদালত অবমাননার অভিযোগে জরিমানা হল ট্রাম্পের বিচারক জুয়ান এম মারচন জানিয়েছেন, ট্রাম্প তার বাক্স্বাধীনতার অপপ্রয়োগ করেছেন। তাঁর বিরুদ্ধে আনা ১০ দফা আদালত অবমাননার অভিযোগের মধ্যে ন’টি ক্ষেত্রেই প্রমাণ মিলেছে। আবার জরিমানার মুখে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঋণ পাওয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক নথিতে জালিয়াতির পরে এ বার আদালত অবমাননার অভিযোগে। মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালত পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া সংক্রান্ত মামলায় বিচার বিভাগের নির্দেশ না মেনে মুখ খোলার অভিযোগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের ন’হাজার ডলার (প্রায় সাত লক্ষ ৫১ হাজার টাকা) জরিমানা করেছে। ©BANGLE TIMES #Donald_Trump
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited