‘হারিয়ে দেখাব’, আদালতের নির্দেশে জেল থেকে ছাড়া পে

‘হারিয়ে দেখাব’, আদালতের নির্দেশে জেল থেকে ছাড়া পেয়েই মমতাকে চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

গ্রেফতারির বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি। গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছিলেন। শুক্রবার তাঁকে জামিন দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত।

অবিলম্বে মুক্তি দিতে বলেছিল হাই কোর্ট। শুক্রবার উচ্চ আদালতের এই নির্দেশের পরদিনই দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেলেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। জেল থেকে বেরিয়েই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দেখে ছাড়ব। তাঁকে হারিয়ে দেখাব। এই লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন।”

©BANGLE TIMES
  #Sandeskhali
play