Nojoto: Largest Storytelling Platform

মায়াঙ্কের গতিতে ঘরের মাঠে বেসামাল কোহলিরা, লখনউয়ের

মায়াঙ্কের গতিতে ঘরের মাঠে বেসামাল কোহলিরা, লখনউয়ের কাছে ২৮ রানে হার বেঙ্গালুরুর

অভিষেক ম্যাচের মতোই বেঙ্গালুরুর বিরুদ্ধেও বল হাতে নজর কাড়লেন লখনউয়ের মায়াঙ্ক। তাঁর সামনে ঘরের মাঠে বেসামাল হয়ে গেল কোহলিদের ইনিংসও। তৃতীয় ম্যাচ হেরে চাপে ডুপ্লেসিরা।


ঘরের মাঠে হেরে গেল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে ২৮ রানে হেরে চাপ বাড়ল ফ্যাফ ডুপ্লেসির দলের উপর। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। জবাবে বেঙ্গালুরু করল ১৯.৪ ওভারে ১৫৩। কোহলিদের ইনিংসে ধস নামালেন অভিষেক ম্যাচে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করা মায়াঙ্ক যাদব। মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। এ দিন তাঁর একটি বলের গতি ছিল ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের প্রতিযোগিতার দ্রুততম।

©BANGLE TIMES
  #Mayank_Yadav