Nojoto: Largest Storytelling Platform

পুরীতে রথযাত্রার লোকারণ্যে দমবন্ধ হয়ে মৃত্যু পুণ্য

পুরীতে রথযাত্রার লোকারণ্যে দমবন্ধ হয়ে মৃত্যু পুণ্যার্থীর, পদপিষ্টের পরিস্থিতিতে জখম কয়েক জন

পুরীতে জগন্নাথের রথযাত্রার সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। আর তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে দাবি স্থানীয়দের। যদিও তাতে বড় কোনও দুর্ঘটনা হয়নি।


পুরীতে জগন্নাথের রথযাত্রার সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। আর তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে দাবি। এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার পর পরই ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।

©BANGLE TIMES
  #Puri