Nojoto: Largest Storytelling Platform

কুণালকে নিয়ে ‘লিন্ডনপন্থা’ নিয়েছিল তৃণমূল, বাংলায়

কুণালকে নিয়ে ‘লিন্ডনপন্থা’ নিয়েছিল তৃণমূল, বাংলায় খাটল না মার্কিন কৌশল, ‘ফেরারি’ ঘোষ স্বপথেই!

কুণালের বিরুদ্ধে বুধবার কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। তাঁকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার পরেও কুণাল তাঁর আক্রমণ জারি রেখেছেন।


আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন জনসনকে এক সরকারি কর্তা প্রশ্ন করেছিলেন, এফবিআইয়ের বড়কর্তাকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না? জবাবে জনসন বলেছিলেন, ‘‘বেটার টু হ্যাভ ইয়োর এনিমিজ় ইনসাইড দ্য টেন্ট পিসিং আউট দ্যান আউটসাইড দ্য টেন্ট পিসিং ইন!’’ অর্থাৎ, শত্রুকে তাঁবুর ভিতরে রাখা ভাল। তা হলে সে ভিতর থেকে তাঁবুর বাইরে প্রস্রাব করবে। কিন্তু বার করে দিলে সে বাইরে থেকে তাঁবুর ভিতরে প্রস্রাব করবে।

©BANGLE TIMES
  #Kunal_Ghosh