Nojoto: Largest Storytelling Platform

যুদ্ধ থামাতে বাইডেনের ‘চাল’, তিন দফা প্রস্তাব তিন

যুদ্ধ থামাতে বাইডেনের ‘চাল’, তিন দফা প্রস্তাব

তিন দফা প্রস্তাব পেশ করেছেন বাইডেন। প্রথম দফায়, ছ’সপ্তাহের জন্য যুদ্ধবিরতি। গাজ়ার জনবহুল এলাকাগুলো থেকে সেনাপ্রত্যাহার। হামাসকে যথেষ্ট সংখ্যক ইজ়রায়েলি পণবন্দিদের মুক্তি দিতে হবে।


ফুঁসছে প্রায় গোটা বিশ্বই। প্যালেস্টাইনের সমর্থনে জাপান থেকে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে পথে নামছেন মানুষ। গত এক মাস ধরে বিক্ষোভে উত্তাল আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিও। বিক্ষোভকারীদের প্রশ্ন, কেন আমেরিকা অর্থ ও অস্ত্র সাহায্য করে চলেছে ইজ়রায়েলকে। সম্প্রতি সরাসরি বাইডেন সরকারের দিকে আঙুল তোলা হয়েছে। বলা হয়েছে, ‘‘আপনাদের হাতে রক্ত লেগে।’’ এই পরিস্থিতিতে আজ প্রথম বার হোয়াইট হাউসে দাঁড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, ‘‘আমি যা বলছি, তাতে ইজ়রায়েলের অনেকে খুশি হবেন না, কিন্তু ইজ়রায়েলের রাষ্ট্রনেতার কাছে আর্জি, পিছু হটুন।’’

©BANGLE TIMES
  #Hamas_Israel_Conflict